🌲নিজে করি [রঙিন কাগজের ফুলের গাছ তৈরি]🌲||♨️||🦊১০% লাজুক খ্যাক এর  জন্য

♨️মানুষকে দেখে নয়,নিজে নতুন কিছু করুন♨️

❤️❤️শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমার নিজের তৈরি রঙিন কাগজের ফুল গাছ। এর আগে কখনও আমি কাগজ দিয়ে কোনো কিছু বানায় নি। তবে আজকে প্রথম আমার বাংলা ব্লগের সকলের দেখে চেষ্টা করলাম। আসলে আমার বাংলা ব্লগে অনেক মেম্বার আছে যারা খুব সুন্দর সুন্দর রঙ্গিন কাগজের ফুল এবং আকর্ষণীয় ওয়ালমেট তৈরি করেন। বলতে গেলে আমি তাদের কাছে কিছুই না। তারপরও আজকে আমি একটু চেষ্টা করলাম। আজকে আমার প্রথম ডাই পোস্ট দেখে কেউ হাসাহাসি করবেন না😁😁
20220216_204219.jpg
উপকরণ গুলো
20220216_111120.jpg
  • রঙিন কাগজ
  • রুল
  • কাচি
  • আঠা
  • রুল কম্পাস
  • স্কেল
💞তো চলুন শুরু করি💞
🌲বানানোর কাজ চলছে🌲
প্রথমেই একটি কাগজে কাটা কম্পাস দিয়ে গোল গোল করে দাগ দিয়ে নিব

🌲বানানোর কাজ চলছে🌲
এরপর সে গুলোকে ভাল ভাবে কেটে নিব এবং সবগুলোকে স্টার প্লারক দিয়ে তিনটি করে কাগজ পিন দিয়ে যুক্ত করে নেব
20220216_112648.jpg20220216_112528.jpg20220216_112324.jpg
20220216_113421.jpg20220216_112904.jpg

🌲বানানোর কাজ চলছে🌲
এরপর একটির পর একটি পেজকে আঠা দিয়ে যুক্ত করে নিব এবং আঠা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব
20220216_184904.jpg20220216_113427.jpg

🌲বানানোর কাজ চলছে🌲
এরপর আঠা শুকিয়ে গেলে কাগজ গুলোকে ফুলের আকার করে নেব
20220216_184916.jpg20220216_184904.jpg

🌲বানানোর কাজ চলছে🌲
এরপর একটি অন্য রংয়ের কাগজকে বারবার ছোট ছোট বর্গাকার করে নেব এবং সে গুলোকে ভালোভাবে ভাজ করে নেব
20220216_190023.jpg20220216_185714.jpg20220216_185541.jpg

🌲বানানোর কাজ চলছে🌲
এরপর ভাঁজ করা কাগজ গুলো কে একটি রুল দিয়ে পাতার মতো করে থাকবো এবং সে গুলোকে কাঁচি দিয়ে কেটে নিব
20220216_190835.jpg20220216_190742.jpg20220216_190447.jpg

🌲বানানোর কাজ চলছে🌲
এরপর একটি কাগজকে গোল করে ভাঁজ করে নিব এবং তৈরি হয়ে যাওয়া ফুলগুলোকে এই কাগজে আঠার মাধ্যমে লাগিয়ে দিব এরপর তৈরি হয়ে গেল আমাদের গাছ ফুল
20220216_192526.jpg20220216_192013.jpg20220216_191951.jpg
📱বানানোর পর আমার সাথে সেলফি📱
20220216_192538.jpg

সত্যি বলতে কেমন হয়েছে জানি না। তবে আজকে চেষ্টা করলাম যদি কোন ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার পোস্টটি পড়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।



image.png

মোবাইলের নামমডেল
Samsungm21
ক্যামেরা📷 48
ফটোগ্রাফার@shihab24
What3 words addresshttps://w3w.co



LTd5Aeyyc.png

20211224_151319-01 (1).jpeg

আমার পরিচয়
আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আমার নাম মোঃ শিহাব শারার। আমার এস্টিমেট ইউজার নেম @shihab24। আমি দিনাজপুর জেলার, দিনাজপুর সদর থানার একজন বাসিন্দা। বর্তমানে আমি পড়ালেখা করি। আমি দিনাজপুর গভমেন্ট সিটি কলেজ এ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি।

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFaFRaYtrbhP5uFE57vwtKEnRVcfHiPuUhFVnNsUym7pT5VnCqyg5yhZZUE7NzG...mHBdkLfRy8awki3usxrQA9pGaNZDfpt8nLEwBEzJuspcJQbwnPKgksksmdCX4wGGCxP1mCUC5SnebPUVJx44gP8SzUDJ9qHZxCn5H4gVGkHNmtgVBghzv13zaz.png

◦•🤎◉✿ ধন্যবাদ ✿◉🤎•◦

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKjwZbPAMBasfs2MV73QCqFuAt1sApAaP6PiH9RwQkXEF8TyaiXiZZ9U5bxdmd...TFsE6jv9VziAydZJDnHhTRwR8oymmuksM7BuvbBrkaD4QN8GxBNEaH6fm18BqBPKHYq8wPkPZHzH2as97CweyF5V769rsPLKDuJuvbbsog7JKZnjAUWz5FDxp6.png

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটি ফুলের গাছ তৈরি করেছেন। আপনার তৈরি করা আজকের এই ফুলের গাছ টি আমার কাছে অনেক ভালো লেগেছে। রঙিন কাগজ ব্যবহার করেও যে এত সুন্দর একটি ফুলের গাছ তৈরি করা যায় তা আপনার পোস্ট দেখলে বুঝতে পারতাম না। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ভাইয়া আপনি অসাধারণ একটি ফুল গাছ তৈরি করেছেন। আমার কাছে আপনার ফুল গাছ তৈরির ধাপ গুলো খুব ভালো লেগেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে। আপনার জন্য অনেক শুভকামনা রইলো ভাইয়া।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

রঙ্গিন কাগজ ব্যবহার করে অসাধারণ একটি ফুলের গাছ তৈরি করেছেন আপনি। আপনি সত্যি অনেক ভালো এবং বুদ্ধিমত্তার সাথে এই কাজটি সম্পন্ন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোষ্ট করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই

 2 years ago 

তুমি সবে মাত্র শিখছো, আর শেখার সময় ভুল হবেই তাতে হাসার কিছু হয়নি। আর তোমার আজকের ডাই প্রজেক্ট ভালো হয়েছে। নিজের চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে আরো সুন্দর সুন্দর ডাই প্রজেক্ট করবে আশাকরি। অপেক্ষায় রইলাম ♥️



✨ভালো কাজের পুরস্কার সবসময়ই ভালো কিছু হয় ✨


আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই

 2 years ago 

প্রথম অবস্থায় আপনি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর গাছ তৈরি করেছেন এভাবে রঙিন কাগজ দিয়ে কাজ করলে আপনি অনেক সুন্দর কাজ করতে পারবেন। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন । এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 57886.34
ETH 3104.72
USDT 1.00
SBD 2.54