🍜ঝটপটে নুডুলস দুধ নাস্তা রান্না রেসিপি🍜||♨️||🦊১০% লাজুক খ্যাক এর  জন্য🦊

আসসালামু আলাইকুম



প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।




20220205_184136.jpg

উপকরণপরিমান
দুধ১/৪কেজি
চিনিপরিমাণ মতো
এলাচ১ টি



image.png

20220205_181753.jpg

image.png



উপকরন নেওয়ার পর কিভাবে আমি রান্নাটি সম্পন্ন করলাম তার বর্ণনা ধাপে ধাপে নিচে বলছিঃ

🍽️ রান্না চলছে 🍽️

ধাপ-১ঃ

প্রথমে কড়াইয়ে পানি গরম করে নিব
📷ফটো-১📷ফটো-২

image.png

20220205_182029.jpg

20220205_181953.jpg

image.png



ধাপ ২ঃ

এরপর গরম পানিতে নুডুলস ছেড়ে দিব
📷ফটো-১📷ফটো-২

image.png

20220205_182135.jpg

20220205_182053.jpg

image.png




ধাপ-৩ঃ

এরপর নুডলসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব
📷ফটো-১📷ফটো-২

image.png

20220205_182300.jpg

20220205_182203.jpg

image.png



ধাপ-৪ঃ

নুডুলস সিদ্ধ হয়ে গেলে একটি বাটিতে উঠিয়ে নেব
📷ফটো-১📷ফটো-২

image.png

20220205_182707.jpg

20220205_182700.jpg

image.png



ধাপ-৫ঃ

এরপর দুধগুলো গরম করে নিব
📷ফটো-১📷ফটো-২

image.png

20220205_182339.jpg

20220205_182317.jpg

image.png



ধাপ-৬ঃ

কিছুক্ষণ পর একটি এলাচ দিয়ে দিব
📷ফটো-১📷ফটো-২

image.png

20220205_182358.jpg

20220205_182353.jpg

image.png



ধাপ-৭ঃ

এরপর পরিমাণমতো চিনি দিয়ে দিব
📷ফটো-১📷ফটো-২

image.png

20220205_182446.jpg

20220205_182442.jpg

image.png



ধাপ-৮ঃ

এরপর 10 মিনিট দুধ গুলোকে ভাল ভাবে জাল দিয়ে নিব
📷ফটো-১📷ফটো-২

image.png

20220205_182953.jpg

20220205_182857.jpg

image.png



ধাপ-৯ঃ

এরপর সিদ্ধ করা নুডলস গুলো গরম দুধে দিয়ে দিব
📷ফটো-১📷ফটো-২

image.png

20220205_183149.jpg

20220205_183138.jpg

image.png



ধাপ-১০ঃ

5 মিনিট থাকার পর পরিবেশনের জন্য উঠিয়ে নেব
📷ফটো-১📷ফটো-২

image.png

20220205_184047.jpg

20220205_183221.jpg

image.png




🍽️🍵পরিবেশন🍵🍽️
📷ফটো-১📷ফটো-২

image.png

20220205_184143.jpg

20220205_184129.jpg

20220205_184131.jpg

20220205_184116.jpg

image.png



মোবাইলের নামমডেল
Samsungm21
ক্যামেরা📷 48



image.png

20211224_151319-01 (1).jpeg

আমার পরিচয়

আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আমার নাম মোঃ শিহাব শারার। আমার এস্টিমেট ইউজার নেম @shihab24। আমি দিনাজপুর জেলার, দিনাজপুর সদর থানার একজন বাসিন্দা। বর্তমানে আমি পড়ালেখা করি। আমি দিনাজপুর গভমেন্ট সিটি কলেজ এ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি।

◦•🤎◉✿ ধন্যবাদ ✿◉🤎•◦

Sort:  
 3 years ago 

আমার কাছে কেন যেন মনে হয় দুধের সঙ্গে নুডুলসটি যায়না । তারপরও আপনার দুধ নুডুলস রান্নার রেসিপি দেখে ভালো লাগলো। আপনি খুব সুন্দর ভাবে রান্নার ধাপগুলো উপস্থাপন করেছেন যা দেখে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

জি আপু নুডুলস এর সাথে দুধ যায় নাহ।তার পরেও একবার চেষ্টা করতে পারেন ভালো লাগবে।

 3 years ago 

ওয়াও ভাইয়া আমি এই প্রথম এমন একটি নুডুলস দুধ নাস্তা রান্না রেসিপি দেখলাম। দেখে জিভে জল এসে গেল আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

ওয়াও অনেকে ইয়াম্মি একটা রেসিপি। দুধ নুডুলস অনেক সুস্বাদু একটা রেসিপি। আপনার কাছে এই রেসিপিটি দেখে তো আমার ভীষণ ভালো লেগেছে। মনে হচ্ছে খেতে অসাধারণ হয়েছে তাইনা। নুডুলস কিন্তু ঝাল খেতে যেমন সাধ হয় এরকম মিষ্টি খেতেও কিন্তু অসাধারণ হয়। দুই দিকেই ভালো। আমাদের মাঝে এত অসাধারণ রেসিপি নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

 3 years ago 

ওয়াও সত্যিই দারুণ খুব সহজে এবং জটফট নুডুস দুধের রেসিপি। রেসিপিটি খুবই চমৎকার তবে এভাবে কখনো খাওয়া হয়নি। দেখে খুবই ভাল লেগেছে এবং ইউনিকে মনে হচ্ছে। এভাবে যে টেস্ট পাওয়া যায় তা আমি জানতাম না, তবে দেখে মনে হচ্ছে বেশ ভালোই হবে, একবার ট্রাই করে দেখবো। আর এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

আমিতো প্রথমে ওগুলোকে সেমাই মনে করছিলাম।যাইহোক অনেক সুন্দর ছিলো আপনার রেসিপিটি এবং সহজ ছিল।যখন তখন ঝটপট বানিয়ে নেওয়া যাবে রেসিপিটি।আর ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

আপনার নুডুলস দুধ নাস্তা খুব সুন্দর ভাবে তৈরি করেছেন। আপনার পোস্টটি দেখে খুব ভালো লাগছে তাই খেতে খুব ইচ্ছে করতেছে। আপনার প্রস্তুত প্রণালী খুবই অসাধারণ ছিল। এত সুন্দর রেসিপি আমাদের শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

আসলে ভাই নুডুলস এর সাথে দুধ দিয়ে রেসিপি তৈরি আমি এর আগে কখনো খাওয়া তো দূরের কথা শুনিনি। আপনার মাধ্যমে আজকে প্রথম দেখতে পেলাম যে নুডুলস সাথে ও দুধ দিয়ে নাস্তা তৈরি করা যায়। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ নতুন ও অজানা একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

মজার একটি নাস্তা তৈরি করলেন আজকে। নুডুলস আর দুধ দিয়ে তৈরি করা এই নাস্তা টা খেতে আসলেই অনেক সুস্বাদু লাগে। আমি প্রায়ই কয়েকবার খেয়েছি। তেমনি আজকে হঠাৎ করে আপনার তৈরি করা রেসিপি টা দেখে আমার খুব লোভ হচ্ছে 😋😋 মনে হচ্ছে আপনার তৈরি করা এই রেসিপিটা ও খুবই সুস্বাদু হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। 😍😍

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

 3 years ago 

দুধ নুডুলস রান্না আমার কাছে একদম নতুন একটি রেসিপি। আগে জানতাম যে দুধ দিয়ে নুডুলস রান্না করা যায়। আপনার পোস্ট দেখে নতুন একটি রেসিপি সম্পর্কে জানতে পারলাম। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাই।

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

আপনাকে স্বাগতম ভাইজান 💚

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 90641.97
ETH 3108.44
USDT 1.00
SBD 2.99