🏍️দিনের শেষে একটু ঘোরাঘুরি🏍️||১০% লাজুক খ্যাক এর জন্য

আমার বাংলা ব্লগের প্রিয় মেম্বারগণ



🌺 শুভেচ্ছা জানিয়ে শুরু করছি🌺

🏍️ছোটো খাটো ঘুরাঘুরি🏍️

20220111_112156.jpg



আসসালামুয়ালাইকুম এবং আদাব। আমার বাংলা ব্লগের সকল মেম্বারগন আশা করি আপনারা সকলেই ভাল আছেন। আসলে ছোট ছোট ঘোরাঘুরি আমার খুবই পছন্দ।গতকাল আমি কলেজ থেকে ছুটি পেয়ে তিনজন বন্ধু মিলে পার্বতীপুরের শাহ হোটেল এবং রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দেই। সেগুলোই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন শুরু করা যাক।

ফটো-১ফটো-২

IMG-20220114-WA0002.jpg

20220111_105307.jpg




উত্তরবঙ্গের পার্বতীপুরের শাহ হোটেলের চা খুবই বিখ্যাত এবং আমারও খুবই ভালো লাগে। অনেক দূর দূরান্ত থেকে মানুষরা এইখানে চা খেতে আসে। হোটেলের যেরকম খাবারের সার্ভিস তেমনি এটি চারদিকে নাম কামিয়েছে ভালোই।
ফটো-১ফটো-২

IMG-20220114-WA0020.jpg

IMG-20220114-WA0021.jpg

IMG-20220114-WA0017.jpg




প্রথমেই আমরা চা খেতে শাহ হোটেল ঢুকি। প্রায় 15 মিনিট ধরে চা খেয়ে এবং সেখানে কিছু গল্প করি। চা খাওয়ার পর আমরা স্টেশনে আসি।
ফটো-১ফটো-২

IMG-20220114-WA0019.jpg

IMG-20220114-WA0018.jpg




স্টেশনে চারদিকে প্রচুর লোকের সমাগম। আমরা যাওয়ার কিছুক্ষণ পরে দুইটা ট্রেন আসলো । পার্বতীপুর রেলওয়ে স্টেশন উত্তরবঙ্গের মধ্যে খুবই বড় একটি স্টেশন।
ফটো-১ফটো-২

IMG-20220114-WA0011.jpg

IMG-20220114-WA0013.jpg




স্টেশনে আছে একটি বিশাল জংশন। এই জংশন এই চড়ে পুরো পার্বতীপুর রেলওয়ে স্টেশন দেখা যায়। সারাদিন প্রচুর লোকের ভিড় থাকে এই স্টেশনে।
ফটো-১ফটো-২

20220111_114250.jpg

20220111_113925.jpg




রেল লাইনের ধারে আবার ছোট ছোট কাচারীবাজার হয়েছে। যেখান থেকে মানুষ শীতবস্ত্র গুলো কিনে নিয়ে যায়।
ফটো-১ফটো-২

IMG-20220114-WA0016.jpg

IMG-20220114-WA0014.jpg




স্টেশনের মুড়িমাখা খেতে খুবই ভালো লাগে। একবার মুড়ি মাখা খেলে সারাদিন জিভের স্বাদ লেগে থাকে। তাই আমি যখনই যাই প্রায় দুই থেকে তিনবার মুড়ি মাখা খাই।
ফটো-১ফটো-২

IMG-20220114-WA0005.jpg

IMG-20220114-WA0009.jpg




অত্যন্ত সুস্বাদু এবং খুবই সুন্দর ভাবে মুড়ি মাখা গুলো তৈরি করে। লেবু,তেল,ধনেপাতা এবং আরো কিছু মসলা দিয়ে খুবই সুন্দরভাবে তৈরি করেছে এই মুখরোচক মাথাগুলো।
ফটো-১ফটো-২

IMG-20220114-WA0008.jpg

IMG-20220114-WA0006.jpg

IMG-20220114-WA0007.jpg




তারপর আরো কিছুক্ষন ঘোরাফেরা করে দেখলাম যে বিকাল দেহে সন্ধ্যা নামে আসছে।সুন্দর বিকালটা আমার এভাবেই কেটে গেল। খুব মজা হয়েছিল এবং অত্যন্ত আনন্দের সাথে সময়টুকু কাটিয়েছি। সন্ধ্যা নেমে আসছে তাই আর বেশী দেরী না করে রওনা দিয়ে দিলাম দিনাজপুর আমার বাড়ির উদ্দেশ্যে।
ফটো-১ফটো-২

IMG-20220114-WA0022.jpg

IMG-20220114-WA0023.jpg




20211224_151319-01.jpeg

আমার পরিচয়

আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আমার নাম মোঃ শিহাব শারার। আমার এস্টিমেট ইউজার নেম @shihab24। আমি দিনাজপুর জেলার, দিনাজপুর সদর থানার একজন বাসিন্দা। বর্তমানে আমি পড়ালেখা করি। আমি দিনাজপুর গভমেন্ট সিটি কলেজ এ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি।

Sort:  
 3 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

দিনের শেষে অনেক সুন্দর মুহূর্ত উদযাপন করেছেন। বেশ ভালই লাগলো। প্রতিটি মুহূর্ত সুন্দর করে তুলে ধরেছেন ভাইয়া। অনেক ভাল ছিল এবং ফটোগ্রাফি গুলা অসাধারণ


IMG_20220106_113311.png

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

দিনের শেষ বিকালে আপনি অনেক সুন্দর সময় কাটিয়েছেন।শাহ হোটেলে চা খাওয়া,মুরিমাখা খাওয়া,স্টেশনে লোকজনের সমাগমের চিত্র সব মিলে খুবই সুন্দর সময় উপভোগ করেছেন।আপনার সুন্দর মুহূর্ত আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া খুবই সুন্দর একটা কমেন্ট করেছেন

 3 years ago 

ভাই আপনি শেষ বিকেলে ঘোরাঘুরি সময় বেশ আনন্দের সাথে পার করেছেন দেখেই বোঝা যাচ্ছ। বিশেষ করে বিভিন্ন স্থানে ঘোরাঘুরিও খাওয়া-দাওয়া যেটি আসলেই খুবই আনন্দদায়ক বিষয়।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58188.83
ETH 2585.51
USDT 1.00
SBD 2.40