🍧নরম স্পঞ্জের মিষ্টি তৈরির রেসিপি🍨||১০% লাজুক খ্যাক এর  জন্য

আসসালামু আলাইকুম



প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।




20220131_181005.jpg

উপকরণপরিমান
দুধের ছানা১/২কেজি
চিনি১ কাপ
এলাচ৩ টি





উপকরন নেওয়ার পর কিভাবে আমি রান্নাটি সম্পন্ন করলাম তার বর্ণনা ধাপে ধাপে নিচে বলছিঃ

🍽️ রান্না চলছে 🍽️

ধাপ-১ঃ

প্রথমে দুধের ছানা নিব।

20220131_163419.jpg

20220131_163414.jpg



ধাপ ২ঃ

এরপরে দুধের ছানা গুলো ভালো করে ময়দা দিয়ে মেখে নিব।

20220131_170053.jpg

20220131_170101.jpg




ধাপ-৩ঃ

এরপর মিষ্টির মতো করে গোল গোল করব।

20220131_170529.jpg

20220131_170826.jpg



ধাপ-৪ঃ

এরপর একটি কড়াইয়ে ১কাপ চিনি এবং ৫ কাপ পানি দিব।

20220131_171901.jpg

20220131_171858.jpg

20220131_171936.jpg

20220131_171921.jpg



ধাপ-৫ঃ

এরপর 3 টি এলাচ দিয়ে দিব

20220131_172044.jpg

20220131_172050.jpg



ধাপ-৬ঃ

5 মিনিট থাকার পর প্রত্যেকটা মিষ্টি একটি একটি করে ছেড়ে দিব

20220131_172553.jpg

20220131_172619.jpg



ধাপ-৭ঃ


কড়াইয়ে মিষ্টি দেওয়ার পর ঢাকনা লাগিয়ে দিব।

20220131_172650.jpg

20220131_173909.jpg



ধাপ-৮ঃ

15 মিনিট পর ঢাকনা খুলিয়া দেখব মিষ্টি হয়ে গেছে এবং পরিবেশনের জন্য নামিয়ে নিব।

20220131_175443.jpg

20220131_175441.jpg




🍽️🍵পরিবেশন🍵🍽️

📷ফটো-১📷ফটো-২

20220131_180952.jpg

20220131_180923.jpg

20220131_180955.jpg

20220131_180952.jpg



মোবাইলের নামমডেল
Samsungm21
ক্যামেরা48



20211224_151319-01 (1).jpeg

আমার পরিচয়

আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আমার নাম মোঃ শিহাব শারার। আমার এস্টিমেট ইউজার নেম @shihab24। আমি দিনাজপুর জেলার, দিনাজপুর সদর থানার একজন বাসিন্দা। বর্তমানে আমি পড়ালেখা করি। আমি দিনাজপুর গভমেন্ট সিটি কলেজ এ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি।

◦•🤎◉✿ ধন্যবাদ ✿◉🤎•◦

Sort:  
 4 years ago 

বাহ ভাইয়া আপনি অনেক সুন্দর ভাবে মিষ্টি তৈরি করেছেন । যেটা দেখেই লোভ সামলাতে পারতেছি না । কারণ মিষ্টি দেখলেই ক্যান জানি খেতে ইচ্ছে করে । তাছাড়া মিষ্টি তৈরির ধাপগুলো আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন । আপনার জন্য শুভকামনা রইল

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই

 4 years ago 

মিষ্টি খুবই পছন্দের খাবার অনেক গুলো মিষ্টি খাইতে পারি হা হা,আপনার মিষ্টি বানানো রেসিপি আমার কাছে খুবই ভালো লাগছে,আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।শুভ কামনা রইল আপনার জন্য

খুবই সুন্দর একটা কমেন্ট করেছেন ধন্যবাদ ভাইয়া

 4 years ago 

নরম স্পঞ্জের মিষ্টি তৈরির রেসিপি দেখে তো লোভ সামলাতে পারলাম না খেতে ইচ্ছা করছে ভাই আমি এমনিতেই মিষ্টি পছন্দ করি। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন দেখে অনেক ভালো লাগলো এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 4 years ago 

এসব রেসিপি দেখে খাওয়ার লোভ কন্ট্রোল করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। মিষ্টি তৈরি রেসিপি খুবই অসাধারণ হয়েছে। আপনি খুব সুন্দরভাবে এবং দক্ষতা সহকারে মিষ্টি তৈরি করেছেন। যা এক কথায় দুর্দান্ত হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ।ধন্যবাদ ভাই, ভালো থাকবেন।

ধন্যবাদ ভাই আপনাকে

 4 years ago 

বাহ! কি রসালো মিষ্টি মনে চাচ্ছে সবগুলো নিয়ে একসাথে খেয়ে ফেলি। কিন্তু সেটা তো সম্ভব না খালি দেখেই ঢোক গিলতে হবে। আপনার স্পঞ্জের মিষ্টি বানানোর রেসিপি টা খুব ভালো লেগেছে ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.35
JST 0.034
BTC 114742.52
ETH 4514.79
SBD 0.85