🍧নরম স্পঞ্জের মিষ্টি তৈরির রেসিপি🍨||১০% লাজুক খ্যাক এর জন্য
আসসালামু আলাইকুম
প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।
উপকরণ | পরিমান |
---|---|
দুধের ছানা | ১/২কেজি |
চিনি | ১ কাপ |
এলাচ | ৩ টি |
উপকরন নেওয়ার পর কিভাবে আমি রান্নাটি সম্পন্ন করলাম তার বর্ণনা ধাপে ধাপে নিচে বলছিঃ
🍽️ রান্না চলছে 🍽️
ধাপ-১ঃ
প্রথমে দুধের ছানা নিব।
ধাপ ২ঃ
এরপরে দুধের ছানা গুলো ভালো করে ময়দা দিয়ে মেখে নিব।
ধাপ-৩ঃ
এরপর মিষ্টির মতো করে গোল গোল করব।
ধাপ-৪ঃ
এরপর একটি কড়াইয়ে ১কাপ চিনি এবং ৫ কাপ পানি দিব।
ধাপ-৫ঃ
এরপর 3 টি এলাচ দিয়ে দিব
ধাপ-৬ঃ
5 মিনিট থাকার পর প্রত্যেকটা মিষ্টি একটি একটি করে ছেড়ে দিব
ধাপ-৭ঃ
কড়াইয়ে মিষ্টি দেওয়ার পর ঢাকনা লাগিয়ে দিব।
ধাপ-৮ঃ
15 মিনিট পর ঢাকনা খুলিয়া দেখব মিষ্টি হয়ে গেছে এবং পরিবেশনের জন্য নামিয়ে নিব।
📷ফটো-১ 📷ফটো-২
মোবাইলের নাম মডেল Samsung m21 ক্যামেরা 48
আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আমার নাম মোঃ শিহাব শারার। আমার এস্টিমেট ইউজার নেম @shihab24। আমি দিনাজপুর জেলার, দিনাজপুর সদর থানার একজন বাসিন্দা। বর্তমানে আমি পড়ালেখা করি। আমি দিনাজপুর গভমেন্ট সিটি কলেজ এ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি।
বাহ ভাইয়া আপনি অনেক সুন্দর ভাবে মিষ্টি তৈরি করেছেন । যেটা দেখেই লোভ সামলাতে পারতেছি না । কারণ মিষ্টি দেখলেই ক্যান জানি খেতে ইচ্ছে করে । তাছাড়া মিষ্টি তৈরির ধাপগুলো আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন । আপনার জন্য শুভকামনা রইল
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই
মিষ্টি খুবই পছন্দের খাবার অনেক গুলো মিষ্টি খাইতে পারি হা হা,আপনার মিষ্টি বানানো রেসিপি আমার কাছে খুবই ভালো লাগছে,আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।শুভ কামনা রইল আপনার জন্য
খুবই সুন্দর একটা কমেন্ট করেছেন ধন্যবাদ ভাইয়া
নরম স্পঞ্জের মিষ্টি তৈরির রেসিপি দেখে তো লোভ সামলাতে পারলাম না খেতে ইচ্ছা করছে ভাই আমি এমনিতেই মিষ্টি পছন্দ করি। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন দেখে অনেক ভালো লাগলো এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া
এসব রেসিপি দেখে খাওয়ার লোভ কন্ট্রোল করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। মিষ্টি তৈরি রেসিপি খুবই অসাধারণ হয়েছে। আপনি খুব সুন্দরভাবে এবং দক্ষতা সহকারে মিষ্টি তৈরি করেছেন। যা এক কথায় দুর্দান্ত হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ।ধন্যবাদ ভাই, ভালো থাকবেন।
ধন্যবাদ ভাই আপনাকে
বাহ! কি রসালো মিষ্টি মনে চাচ্ছে সবগুলো নিয়ে একসাথে খেয়ে ফেলি। কিন্তু সেটা তো সম্ভব না খালি দেখেই ঢোক গিলতে হবে। আপনার স্পঞ্জের মিষ্টি বানানোর রেসিপি টা খুব ভালো লেগেছে ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই