অ্যাডোবি ফটোশপ টুলস এর ব্যবহার নিয়ম পাঠঃ-৩ || 12/06/2023 ইং
আমার বাংলা ব্লগ কমিউনিটি সকল সদস্য গণ আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি কয়েকটি টুলস এর কাজ নিয়ে আলোচনা করবো। আমি আগের পাঠে আলোচনা করেছি প্যানেল, টুলস বার, মেন্যু বার,লেয়ার, এই গুলি কিছু ধারণা থাকতে হয়।এর পরে টুলস এর কাজ শুরু করতে হয়। আজকে আমি যতটুকু পারি টুলস নিয়ে আলোচনা করবো। আর আপনারা সাথেই থাকবেন কারন যারা ফটোশপ বিষয়ে কিছুই জানেনা তাদের অনেক হেল্প হবে।
মুভ টুলস এটি কোন অবজেক্টকে সিলেক্ট করলে আপনি লেয়ারে তা দেখতে পাবেন যেমন নিচের ইমেজে দিকে লক্ষ করুন।
উপরে ছবিতে দেখতে পারছেন লেয়ার ১ সিলেক্ট করা আর নিচের ইমেজে লেয়ার ১ সিলেট করা কিন্তু এর মধ্যে পার্থক আছে যেমন লালটা উপরে এসেছে আর সবুজটা নিচে দিকে এসেছে। আপনি যখন মুভ টুলস দিয়ে সিলেক্ট করবেন তখন মাউস ড্রাগ করে ধরে ডান-বামে চারপাশে নিতে পারবেন। এর পাসাপাশি আর একটি কাজ করতে পারবেন ধরনের আপনি উইন্ডোজ চরটি বক্স নিয়েছেন আপনি চায়তেছেন এক সাথে সব গুলো সিলেক্ট করবেন তাহলে আপনি মাউস ড্রাগ করে ধরে যে গুলো সিলেক্ট করবেন তার উপর দিয়ে নিবেন তাহলেই সব সিলেক্ট হবে। আপনি চাইলে এক সাথে এলাইন করতে পারবেন সিলেক্ট থাকা অবস্থায় । একটা জিনিশ খেয়াল রাখবেন লেয়ার যুদি লক থাকে তাহলে কাজ করবেনা। মুভ টুলস ভিতর আরও একটি টুলস আছে সেটা সেই রকম কাজে লাগেনা। মুভ টুলস কিবোর্ড সটকাটে সিলেক্ট করতে পারবেন ( V ) বাটনে ।
মারকিউ টুলস চারটি। মারকিউ টুল এটি নিদিষ্ট অবজেক্ট সিলেক্ট করতে পারবেন । প্রথম মারকিউ টুল চারকোনা ভাবে সিলেক্ট করা যায়। দ্বতীয় মারকিউ টুল গোল আকারে সিলেক্ট করা যায়। তৃতীয় মারকিউ টুল ডান থেকে বাম দিকে লম্বা ভাবে সিলেক্ট করা যায়। চতুর্থ মারকিউ টুল উপর থেকে নিচের দিকে লম্বা লম্বি কিছু অংশ সিলেক্ট করে।
মারকিউ টুলস মধ্যে দুইটি টুল সব সময় কাজে লাগে । কিবোর্ড সটকাটে ( M ) বাটনে চাপ দিলে তাই মারকিউ টুল সিলেক্ট হবে। মারকিউ টুল অন্য গুলো সিলেক্ট করতে মাউসের রাইট বাটন কিলিক দিয়ে সিলেক্ট করতে পারবেন। এরপর আপনি চায়তেছ এক সাথে অনেক অনেক জায়গায় সিলেক্ট করতে আপনি কিবোর্ড Shift ধরে মাউস ড্রাগ করে অনেক ভাবে সিলেক্ট করতে পারবেন।
আমার মনে হয় এই দুইটি টুলস এর ব্যবহার আপনারা বুঝতে পারবেন। তার পরউ আমি মারকিউ টুল নিয়ে আলোচনা করবো। আপনি মারকিউ টুল নিয়ে সাদা একটা পেপারে এক পাশ থেকে মাউস ড্রাগ করে ধরে ডান দিকে ও নিচের কি টান দিবেন এরপর এটা বক্স আকার হবে তখন কিবোর্ড শিপ্ট ধরে ব্যকবাটনে চাপ দিবেন তাহলে কালার হবে। ওই খানে দুইটি কালার থাকে একটা ফ্যরগ্রাউন্ড ও ব্যকগ্রাউন্ড কালার থাকে যাই হক কালার নিয়ে পরে আলোচনা করবো। এখন আপনি ব্যকগ্রাউন্ড কালার সবুজ কালার নিবেন।
এরপর আপনি মারকিউ টুল দ্বিতীয় টা নিবেন এরপর সিপ্ট ধরে মাউস ড্রাগ করে নিচের দিকে টান দিবেন তখন গোল বিত্ত হবে এরপরে কন্টল বেকইস্পেস দিবেন । এখন একটু বলে রাখি সেখানে ব্যকগ্রাউন্ড কালার কিন্ত সবুজ রয়েছে আপনি ব্যকগ্রাউন্ড কালারে এখানে মাউস দিয়ে ডাবল কিলিক দিতে হবে এর পর কালার অপশন আসবে তখন আপনি যে কালার দিতে চান সেই কালার দিতে পারবেন।
পতাকার খোটি বা ইস্টিক দিবেন আপনার ইচ্ছা মত কালার নিয়ে দিতে পারবেন।
আজকে আমি এই দুটি টুলস নিয়ে আলোচনা করলাম এটা আমার নিজের মত করে আলোচনা করেছি ভুল হলে ধরিয়ে দিবেন ঠিক করার চেষ্টা করবো আর কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন।
অ্যাডোবি ফটোশপ টুলস এর ব্যবহার সম্পর্কে জেনে ভালো লাগলো ভাইয়া। যদিও এই বিষয় সম্পর্কে খুব একটা জ্ঞান নেই। তাই ভুল ত্রুটি বোঝার ক্ষমতা নেই। যাইহোক ভাইয়া এরকম শিক্ষনীয় পোস্টগুলো প্রতিনিয়ত আমাদের মাঝে শেয়ার করবেন এবং আমাদেরকে শেখার সুযোগ করে দিবেন এই প্রত্যাশাই করি।