ঘোরাঘুরি গ্রামের সৌন্দর্য নিয়ে স্ট্যাটাস : ২৯/০৮/২০২৩ ইং

in আমার বাংলা ব্লগlast year

আমার বাংলা ব্লগ কমিউনিটি সকল সদস্য গণ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি বিকাল বেলা ঘোরাঘুরি নিয়ে কিছু কথা বলবো। আমরা সবাই ঘোরতে খুব ভালোবাসি। আমরা যখন কোন এলাকায় বা সেই গ্রাম অঞ্চলের সৌন্দর্য দেখি কতই না সুন্দর যা বলে বুঝানোর সম্ভব না। গ্রাম অঞ্চলের প্রকৃতি সৌন্দর্য এত সুন্দর যা আমরা ঘোরাঘুরি করি তখন দেখতে পায়। ঘোরাঘুরি ও গ্রামের সৌন্দর্য নিয়ে এই পোস্টে কিছু কথা ও উক্তি স্ট্যাটাস তলে ধরবো আশা করি সবার ভালো লাগবে।

ফটোগ্রাফি

আমাদের ঘোরাঘুরি ফটোগ্রাফি।

IMG_20230624_182719_229.jpg

IMG_20230624_183939_365.jpg

IMG_20230624_182953_055.jpg

IMG_20230624_182606_859.jpg

আপনারা যদি ঘুরাঘুরি করতে ভালোবাসেন তাহলে ঘুরাঘুরি ও ভ্রমণ করার সময় গ্রামের সৌন্দর্য নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রচার করা জন্য স্ট্যাটাস দেওয়া উচিত। আসলে আমাদের ঘুরাঘুরি করতে সব সময় ভালো লাগে। ধরনের আমাদের এখান থেকে ঘুরতে ঢাকা যায় আবার কেউ ঢাকা থেকে গ্রামের সৌন্দর্য দেখতে আশে। আবার কেউ কক্সবাজার ও বিদেশে ঘুরতে যায়। কিন্তু গ্রামের সৌন্দর্য সবাই পছন্দ করেন কারন গ্রামের আবহাওয়া পরিস্কার থাকে কোন রোগ জীবানু থাকে না তাই গ্রামের আবহাওয়া সবার পছন্দ করে।

1688576059348.jpg

IMG_20230624_184206_264.jpg

IMG_20230629_120419_177.jpg

আমার মনে হয় আমাদের ঘুরে বেড়াতে হবে ভ্রমণ যেতে হবে। ভ্রমণে গেলে আমরা ভ্রমণ থেকে অনেক কিছু শিক্ষা অজন করতে পারি। তাছাড়া আমাদের যখন মন খারাপ হয় তখন ভ্রমণে যাওয়া উচিত ভ্রমণে গেলে মন ভালো হয় এটি একটা ভালো উপায়। ঘুরাঘুরি ও ভ্রমণ থেকে যা শিক্ষা অজন করি তাহলো:-

১. ভ্রমণের এর মধ্যে আমরা মন কে সতেজ করে তুলতে পারি।
২. ভ্রমণের প্রতিটি স্থানের সৌন্দর্য উপভোগ করতে পারি।
৩. ভ্রমণের মধ্যমে নতুন নতুন জায়গার সাথে পরিচিত লাভ করতে পারি।
৪. মানুষের মেধা বিকাশের অন্যতম হলো ভ্রমণ।
৫. একজন ভ্রমণকারী কখনো ঘরে বসে থাকতে পারেনা।
৬. ভ্রমণের মধ্যমে স্মৃতি জমা হয়।
৭. আপনি যদি ভ্রমণ করেন তাহলে বুঝতে পারবেন আমাদের পৃথিবীর কত সুন্দর।
ইত্যাদি,

IMG_20230624_182409_499.jpg

ভ্রমণ করতে কেনা ভালোবাসে একেক জনের ভ্রমণ একক রকম। আমরা সবাই যখন ভ্রমণ করতে যায় কেউ যায় বাইক নিয়ে ঘুরতে কেউবা বাই সাইকেল নিয়ে ঘুরতে যায়। আবার কেউ দূর - দূরান্ত ভ্রমণ করতে যায় একেকজনের ভ্রমণ একক রকম হয় থাকে তবে যায় যেখানে যাকনা কেন সবারি ভালো লাগে। ভ্রমণে গেলে ভ্রমণ থেকে অনেক প্রকৃতির জ্ঞান অর্জন করতে পারি। মানুষ ভ্রমণে গেলে বেশি বেশি সৃজনশীল জ্ঞান অর্জন করতে পারে। আমাদের প্রকৃতি থেকে অনেক কিছু শেখার আছে সেটা আমরা ভ্রমণে গেলেই তা শিখতে পারি দেখতে পারি। আবার একেক জায়গার সংস্কৃতি ও কালচার এক এক রকম সেটাও আমরা ভ্রমনে গিয়ে তা দেখতে পারি এবং তা জ্ঞান লাভ করতে পারি।

IMG_20230407_114138.jpg

IMG_20230424_175255.jpg

মন্তব্য
আমি মো: আবুবক্কর, আমি একজন শারীরিক প্রতিবন্ধী। আমারো মন চায় অনেক জায়গায় ঘুরতে কিন্তু আমি যেতে পারিনা আমাকে হুইলচেয়ার দিয়ে চলাফেরা করতে হয় এই জন্য দুরে কোথাও ভ্রমণে যেতে পারিনা। যদিও আমি অনেক দূরে যাই কোন জায়গায় থাকতে পারিনা সন্ধ্যার আগে বাড়ির দিকে রওনা দিতে হয়। এই সমস্যার কারণে দূরে কোথাও ভ্রমন করতে যেতে পারি না কিন্তু আশেপাশে কিছুটাই ঘুরে বেড়াতে পারি। সবাই আমার জন্য দোওয়া করবেন আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে,

Sort:  
 last year 

গ্রামীণ পরিবেশে বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন ভাই। গ্রামীণ প্রকৃতির পরিবেশে বেশ সুন্দর ভাবে অতিবাহিত হয়ে থাকে। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক দুর্দান্ত হয়েছে। সবাই মিলে পড়ন্ত বিকেলে বেশ চমৎকার মুহূর্ত অতিবাহিত করেছেন। এত দুর্দান্ত পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

গ্রামের সৌন্দর্য উপভোগ করতে ভীষণ ভালো লাগে। আপনার সমস্যার কথা জেনে খুব খারাপ লাগলো। আপনি ঠিক বলেছেন ভ্রমন থেকে অনেক কিছু শেখার রয়েছে। আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমার পোস্ট পড়ার জন্য

 11 months ago 

ভালো লাগলো আপনার এই ঘুরাঘুরীর অসাধারণ পোস্ট দেখে। যেখানে বন্ধুদের সাথে মিলে ঘোরাঘুরি করে পাশাপাশি সুন্দর ফটোগ্রাফি তুলে এনেছেন। আশা করি ফটোগ্রাফি গুলো আরো সুন্দর করার চেষ্টা করবেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58539.27
ETH 2627.11
USDT 1.00
SBD 2.40