পাথরের পেপার ওয়েট এর উপরে ডিজাইন
হ্যালো আমার বাংলা ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভলো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার নিজের হাতে আঁকা আরও একটি ছবি🖼️। আমি ছবি আঁকতে অনেক ভালোবাসি💞।তাই বার বার আামার নিজের আঁকা ছবি আপনাদের সাথে শেয়ার করি🥰।আজও তার ব্যতিক্রম নয়।আশা করি ভালো লাগবে আপনাদের।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি পাথরের উপরে ডিজাইন। যাকে নাম দিয়েছি পেপার ওয়েট ডিজাইন।
তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেই।
পেইন্টিং টি করতে যা যা ব্যবহার করেছি তা নিচে দেওয়া হলো।
ছবি আঁকার মূল উপকরণ :
১.একটি পাথর
২.জল রং
৩.রং করার তুলি
প্রথমে একটি পাথর নিয়েছি।
এর পর পাথরটি সাদা রং করে নিয়েছি অ্যক্রেলিক কালার দিয়ে।
এরপর পেন্সিল দিয়ে ডিজাইন একে নিয়েছি যাতে রং করার সময় রং গুলো এদিক সেদিক না হয়ে যায়।
এরপর আমি আমার ইচ্ছে মতো রং দিয়ে ডিজাইনটি করেছি।
রং করা শেষে কালো রং দিয়ে ওভার ড্র করে নিয়েছি। এতে পেপার ওয়েট টি দেখতে বেশ ভালো লাগছে।
ওভার ড্র করার মাধ্যমে আমার পেপার ওয়েটটি সম্পূর্ণ করেছি।
তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি। আমার পেপার ওয়েট ডিজাইন টি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার জন্য দোয়া করবেন। সকলের জন্য শুভকামনা রইল।
hr>
আমি তাইয়্যেবা সরকার শ্যামা। আমি বাঙ্গালী। বাঙ্গালী হিসেবে আমি গর্ব বোধ করি। আমি অনার্স প্রথম বর্ষে পড়ি। আমি ঘুরতে ভালোবাসি। সময় পেলে পরিবার ও বন্ধুদের সাথে ঘুরি। আমি ছবি আঁকতে এবং নতুন কিছু তৈরি করতে ভালোবাসি। বই পড়তেও ভালো লাগে। এছাড়াও আমি অন্যের মতামতকে সম্মান করি। নতুন মানুষের সাথে পরিচিত হতে এবং অভিজ্ঞতা অর্জন করতে পছন্দ করি। সবসময় নতুন কিছু জানার চেষ্টা করি এবং নিজের জীবনে তা প্রয়োগ করার চেষ্টা করি।সাংস্কৃতিক বিষয় গুলো আমার ভালো লাগে।
বিষয়:নিজ হাতে পেপার ওয়েট ডিজাইন
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ....
আপু আপনি পাথরের উপর জল রং দিয়ে খুব সুন্দর পেইন্টিং করেছেন। আপনার এই পেইন্টিং আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার পেইন্টিং খুব সুন্দর হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে। দোয়া করবেন আমার জন্য।
এটি পেপার ওয়েট হিসাবে ব্যবহার করলে দেখতে আসলেই খুব সুন্দর লাগবে। আপনি পাথরের উপর দারুন ডিজাইন করেছেন। কালার কম্বিনেশন এবং নকশা সবমিলিয়ে চমৎকার লাগছে দেখতে। আর্ট করার সময় আরো কিছু ধাপ শেয়ার করলে পোস্ট টি আরো বেশি সুন্দর লাগতো। ধন্যবাদ আপনাকে।
আর্ট এর সম্পূর্ণ ধাপ শেয়ার করেছি। আমার আর্টটি এতটাই সহজ ও সময় সাপেক্ষ ছিল যে অল্প কিছুর মাধ্যমে শেষ করতে পেরেছি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
খুবই সুন্দর একটি ডিজাইন দিয়েছেন আপনি।
এর দিকে যেন সারাক্ষণই তাকিয়ে থাকতে ইচ্ছা করছে৷ পাথরের উপর এরকম ডিজাইন দেওয়ার মাধ্যমে আপনি আপনার প্রতিভাকে খুবই ভালোভাবে তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ এরকম একটি পোস্ট শেয়ার করার জন্য।
পাথরের পেপার ওয়েট এর উপরে অনেক সুন্দর ভাবে পেইন্টিং করেছেন আপনি। পাথরের উপর রং করে অসাধারণ সুন্দরভাবে ডিজাইন করে দেওয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে। চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।