শখের হাঁড়ি ও আম পাতা
হ্যালো আমার বাংলা ব্লগ। সকলকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভলো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার নিজের হাতে আঁকা আরও একটি ছবি🖼️। আমি ছবি আঁকতে অনেক ভালোবাসি💞।তাই বার বার আামার নিজের আঁকা ছবি আপনাদের সাথে শেয়ার করি🥰।আজও তার ব্যতিক্রম নয়।আশা করি ভালো লাগবে আপনাদের।
আজ আমি যে ছবিটি আপনাদের সামনে উপস্থাপন করছি তা হলো একটি শখের হাঁড়ি,আর যেখানে রাখা আছে কিছু আম পাতা। আমি ছবিটি কিভাবে এঁকেছি তা আপনাদের সাথে শেয়ার করছি।
ছবি আঁকার মূল উপকরণ :
১.আর্ট খাতা
২.জল রং
৩.একটি 2b
৪.রং করার জন্য তুলি
৫.একটি ট্রে
৬.এবং কিছু পরিমাণ পানি
প্রথমে আমি 2b পেন্সিল দিয়ে ছবিটি এঁকে নিয়েছি।আমি একটি হারি আঁকার চেষ্টা করেছি। এবং সেখানে কিছু আম পাতা এঁকে নিয়েছি।
প্রথমে আমি হাঁড়িটি থেকে রং করা শুরু করি।হাঁড়িটি রং করার জন্য আমি প্রথমে নিয়েছি জল রং। এবং জলরং এর মধ্যে থেকে আমি সাদা, এভি ব্লু ও লাল রংটি মিশিয়ে একটি রং তৈরি করেছি। যা আমি হাঁড়িটির বডিতে লাগিয়ে দিয়েছি।
এরপর আমি নেভি ব্লু রং দিয়ে হাঁড়িটির সাইডে ড্র করেনি।
আম পাতার ডালে খয়ারি রং করে নিয়েছি।
এরপর আমি লাল ও নেভি ব্লু রং দিয়ে হাড়িতে সুন্দর মত আমার ইচ্ছে মতো ডিজাইন করে নিয়েছি।
আম পাতা গুলোতে আমি সবুজ রং দিয়েছি। সবুজ রং একদিকে ডিপ করে দিয়েছি এবং একদিকে হালকা করে দিয়েছি এবং মাঝখান দিয়ে শিরার মত করে দেওয়ার চেষ্টা করেছি।
হাঁড়িতে আমি সুন্দর করে ডিজাইন করেছি তাই আমি এর নাম দিয়েছি শখের হাড়ি। এরি মাধ্যমে আমার আরটি সম্পূর্ণ করে ফেলি।
তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি। আমার আর্ট টি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার জন্য দোয়া করবেন। সকলের জন্য শুভকামনা রইল।
hr>
আমি তাইয়্যেবা সরকার শ্যামা। আমি বাঙ্গালী। বাঙ্গালী হিসেবে আমি গর্ব বোধ করি। আমি অনার্স প্রথম বর্ষে পড়ি। আমি ঘুরতে ভালোবাসি। সময় পেলে পরিবার ও বন্ধুদের সাথে ঘুরি। আমি ছবি আঁকতে এবং নতুন কিছু তৈরি করতে ভালোবাসি। বই পড়তেও ভালো লাগে। এছাড়াও আমি অন্যের মতামতকে সম্মান করি। নতুন মানুষের সাথে পরিচিত হতে এবং অভিজ্ঞতা অর্জন করতে পছন্দ করি। সবসময় নতুন কিছু জানার চেষ্টা করি এবং নিজের জীবনে তা প্রয়োগ করার চেষ্টা করি।সাংস্কৃতিক বিষয় গুলো আমার ভালো লাগে।
বিষয়:নিজ হাতে আঁকা ছবি
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ....
চমৎকার একটি চিত্র অংকনের পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। হাড়ির চিত্র অঙ্কন করে হাঁড়ির উপরে সুন্দর ডিজাইন করে দেওয়াটা দেখতে অসাধারণ সুন্দর লাগছে। একই সাথে আম পাতার চিত্র অঙ্কনটিও দেখতে খুবই সুন্দর লাগছে। অনেক সুন্দর একটি চিত্র অংকনের পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
চমৎকারভাবে আজকে আপনি হাঁড়ির
চিত্র অংকন করে দেখিয়েছেন। আপনার এই চিত্র আমার কাছে অনেক ভালো লাগলো। শুরু থেকে শেষ পর্যন্ত দারুন ভাবে চেষ্টা করেছেন অংকন করার জন্য।
ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
শখের হাঁড়ি ও আম পাতারং খুবই সুন্দর একটা চিত্র অংকন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। খুবই ভালো লেগেছে আপনার অংকন করা এই চিত্রটি। পরবর্তীতে ফাইনাল ছবিটা একটু সোজা করে দেবার চেষ্টা করবেন আপু তাহলে পোস্ট দেখতে আরো সুন্দর লাগবে।
ধন্যবাদ আপনাকে আপনার বলা বিষয়টি আমি মাথায় রাখবো।
তাহলে বোঝা যাচ্ছে শখের হাড়ির ভিতরে পাকা পাকা মিষ্টি আম রাখা হয়েছে হাহাহা, ড্রয়িংটা খুবই সুন্দর হয়েছে বিশেষ করে হাঁড়ির মধ্যে যেই নকশা তৈরি করা হয়েছে সেটা কিন্তু খুবই চমৎকার।
ধন্যবাদ আপনাকে। ধরে নিতে পারেন হাঁড়ির ভেতরে পাকা পাকা আম রেখেছি হাহাহা।
বাহ আপনি তো দারুন আর্ট করতে পারেন আপনার আর্ট দেখে আমি মুগ্ধ হলাম আপু।হাঁড়ির মধ্যে আমের পাতা দেখতে চমৎকার লাগতেছে।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।
ধন্যবাদ আপনাকে।
আপনার অংকন করার প্রতিভার কোনো জবাব নেই। আজকে আপনি খুবই সুন্দর একটা জিনিস অংকন করে ফেলেছেন, যা একদমই অসাধারণ হয়েছে৷ খুবই সুন্দর কিছু ডিজাইন আপনি এখানে তুলে ধরেছেন৷ একদমই ইউনিক হয়েছে এই ডিজাইনগুলো৷ আমি এই প্রথম আপনার কাছ থেকে এরকম একটি আর্ট দেখতে পেলাম।
ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য আমি আগেও অনেক ছবি এঁকেছি, দোয়া করবেন যেন আমি আগামীতে আরো সুন্দর কিছু উপস্থাপন করতে পারি।
আপনার জন্য সবসময় দোয়া রইল। এভাবে এগিয়ে যান।
ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।
আপনি নিজের হাতে আঁকা সুন্দর একটি ছবি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে আর্ট গুলি করতে অনেক দক্ষতা লাগে এবং আপনাকে দেখে বেশ দক্ষতা সম্পন্ন মানুষ হয়ে মনে হচ্ছে এবং আস্তে আস্তে আপনার আরো সুন্দর সুন্দর কাজ আমরা আশা করব। অনেক ভালো কিছু শেয়ার করবেন এবং কালার কম্বিনেশনটা অনেক ভাল ছিল। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।
ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
আপু আপনার শখের হাঁড়ির আর্টটি খুব সুন্দর হয়েছে। বিশেষ করে হাঁড়ির ভেতরের ডিজাইনগুলো ভালো লেগেছে আমার কাছে। তাছাড়া হাড়ির গায়ের কালার এবং হাঁড়ির ভিতরে যে পাতাগুলো দিয়েছেন তার জন্য হাঁড়িটি দেখতে আরো সুন্দর লাগছে। কিন্তু আপনার বেশিরভাগ ছবিগুলো বাঁকা হয়েছে। আশা করি পরেরবার ছবি আপলোড দেওয়ার সময় ছবিগুলো সোজা করে নেবেন। তাহলে দেখতে আরো সুন্দর লাগবে।
ধন্যবাদ আপনাকে। আপনার বলা বিষয়টি আমি মাথায় রাখবো।
তোমার শখের হাড়ি এবং আম পাতার অংকন দেখে সত্যিই মনটা ভরে গেল।তাছাড়া তুমি সত্যিই খুব চমৎকার আর্ট কর।আশা করছি আগামীতে আরো সুন্দর সুন্দর অংকন দেখতে পাবো শুভকামনা তোমার জন্য♥♥
ধন্যবাদ আপনাকে,আমার পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য।