DIY(এসো নিজে করি)A বর্ণের থ্রিডি চিত্র অংকন। (১০%আমার প্রিয় শাই ফক্স এর জন্য।)
আসসালামু আলাইকুম ।আমার বাংলা ব্লগের বন্ধুরা।সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন।করোনার এই সময় সবাই সুস্থ এবং সুরক্ষিত আছেন। আমিও ভাল আছি ।আলহামদুলিল্লাহ।
আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি A বর্ণের থ্রিডি চিত্র অংকন ।আর্ট আমি তেমন একটা পারিনা ।কিন্তু কমিউনিটির সবাইকে দেখে আমিও সাহস করে আঁকতে বসে গিয়েছি।আশা করছি আপনাদের ভালো লাগবে
তাহলে শুরু করে দেই । প্রথমে জানিয়ে দেবো প্রয়োজনীয় উপকরণগুলো।
প্রয়োজনীয় উপকরণ
- পেন্সিল।
- স্কেল।
- ইরেজার।
- কলম।
- কাঁচি।
ধাপ ১ঃ
প্রথমে আমি স্কেলের সাহায্যে মোটা হরফেA বর্ণটি লিখে নিচ্ছি।
ধাপ ২ঃ
এবার আমি স্কেলের সাহায্যে উপরে উপর থেকে একটি এবং নিচের থেকে দুইটি সোজা দাগ টেনে নিবো।
ধাপ ৩ঃ
এরপর নিচে আরও দুটি দাগ দিয়ে দাগ তিনটি মিলিয়ে দেব।
ধাপ ৪ঃ
এবারে A বর্ণের নিচে যে বক্সের মত একটি আকৃতি হয়ে গিয়েছে তার মাঝ বরাবর আমি দুটো দাগ দিয়ে নিচ্ছি ।
ধাপ ৫ঃ
এরপর আমি A বর্ণের কোনাকুনি করে তিনটি দাগ দিয়ে দিচ্ছি।
ধাপ ৬ঃ
এরপর ইজারের সাহায্যে নিচের দিকে ত্রিভুজের মত আকৃতি হয়েছে সেই দুটি দাগ মুছে দিচ্ছি। এখন একটু খেয়াল করলে দেখা যাবে যে নিচে আরেকটি A বর্ণের মত তৈরি হয়েছে।
ধাপ ৭ঃ
উপরের A বর্ণের নিচের যে অংশটুকু আছে সেটুকু আমি পেন্সিল এর সাহায্যে কালো রং করে দিচ্ছি ।
ধাপ ৮ঃ
এবার নিচের A বর্ণের মতো যে অংশটুকু তৈরি হয়েছে সেটা আমি কলমের সাহায্যে কালো রং করে দিচ্ছি।
ধাপ ৯ঃ
এখন কাচির সাহায্য A বর্ণের উপরের কাগজের বাড়তি যে অংশটুকু আছে সেটা আমি কেটে দিচ্ছি।এবার আমি ড্রইং নিচে আমার নামটি স্বাক্ষর করে দিচ্ছি ।ব্যাস তৈরি হয়ে গেল আমার A বর্ণের থ্রিডি অংকন।
ধাপ ১০ঃ
শেষ ধাপ হচ্ছে একটি সঠিক কোন থেকে ছবি তোলা।কারণ ছবি ঠিক মতন তোলা না হলে থ্রিডি আর্ট বোঝা যায় না।আমি অনেকগুলো ছবি তোলার পরে একটি মনের মত ছবি পেলাম। মনে হল এই ছবিতে আমার আর্টটি ঠিকমত বোঝা যাচ্ছে।
আজকের মতো এখানেই শেষ করছি ।সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে আমার পোস্ট টি দেখার জন্য ।পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে। সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।
ছবি তোলার জন্য ব্যবহৃত ক্যামেরা | হুয়াই y9 |
---|---|
ফটোগ্রাফার। | sharmin86 |
আপনার থ্রিডি চিত্র অংকন টি খুব অসাধারণ হয়েছে। আপনি খুব চমৎকারভাবে ধাপসমূহঃ আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনার চিত্র অংকন টি দেখতে বেশ ভালো লাগছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ।ধন্যবাদ, ভালো থাকবেন।
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।
ইংরেজি বর্ণের প্রথম বর্ণের থ্রিডি চিত্রাংকন খুবই সুন্দর করে এঁকেছেন আপনি আপু। দেখে মনে হচ্ছে যেন বর্ণটি উপর থেকে স্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে তৈরি চিত্র অঙ্কনের পদ্ধতি গুলো আমাদের মাঝে থাকা যাবে উপস্থাপন করার জন্য আপু।
অনেক দিন পরে আরো একটি থ্রিডি অংকন দেখলাম।
আমার অনেক ভালো লাগার অংকন এটি খুবই ভালো লাগে দেখতে এগুলো অনেকটা যাদুর মতো লাগে।অনেক সুন্দর ভাবে আপনি গুছিয়ে ধাপ গুলো উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো।