"আমাদের ছাদ বাগানের প্রিয় কিছু গাছের আলোকচিত্র"

আসসালামু আলাইকুম ।"আমার বাংলা ব্লগের" বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আলহামদুলিল্লাহ।

আমাদের একটি সুন্দর ছাদ বাগান আছে ।সেই ছাদ বাগানে বিভিন্ন রকমের গাছ রয়েছে। যেমন ফলের গাছ রয়েছে তেমনি রয়েছে বিভিন্ন রকম ফুলের গাছ। কয়েকটি ফলের গাছে অবশ্য এখন ফল আছে আর ফুলের গাছে কুড়ি এসেছে ,ফুল ফুটেনি। আমি আপনাদের সঙ্গে আজ আমাদের ছাদ বাগানের কিছু ছবি শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে।

আলোকচিত্র-১

WhatsApp Image 2021-11-25 at 5.05.14 PM.jpeg

প্রথম যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ডালিম গাছ। ডালিম গাছে এখন চারটি ডালিম আছে এবং একটি ফুল আছে। ডালিম গুলো এখনও পাকেনি। আশা করছি খুব শিগগিরই ডালিম গুলো পেকে যাবে।

আলোকচিত্র-২

WhatsApp Image 2021-11-25 at 5.05.19 PM.jpeg

আলোকচিত্র-৩

WhatsApp Image 2021-11-25 at 5.05.19 PM (1).jpeg

এটি আমাদের বরই গাছের ছবি । দেখতে পাচ্ছেন গাছে অনেক বরই হয়েছে। এখনো বেশি বড় হয়নি। প্রথমবারের মতন বড়ই গাছে বড়ই এসেছে । এখন অবশ্য বেশি বড় হয়নি কিন্তু আশা করছি তাড়াতাড়ি বড় হয়ে যাবে ইনশাল্লাহ।

আলোকচিত্র-৪

WhatsApp Image 2021-11-25 at 5.05.22 PM (1).jpeg

আলোকচিত্র-৫

WhatsApp Image 2021-11-25 at 5.05.26 PM.jpeg

ছাদে বেশ কয়েকটি লেবু গাছ আছে দেখতে পারছেন একটি গাছে লেবু ধরেছে।

আলোকচিত্র-৬

WhatsApp Image 2021-11-25 at 5.05.16 PM.jpeg

এটি আমাদের আমড়া গাছের ছবি। দেখতে পাচ্ছেন অনেকগুলি আমড়া হয়েছে কিন্তু এখনো খুব বেশি বড় হয়নি। এই গাছে এবার প্রথমবারের মতন ফল হয়েছে।

আলোকচিত্র-৭

WhatsApp Image 2021-11-25 at 5.05.12 PM (1).jpeg
এটি আমাদের পেয়ারা গাছ। এবছর অবশ্য অনেকগুলো পেয়ারা হয়েছিল কিন্তু এখন নেই শেষ হয়ে গিয়েছে। পেয়ারা গুলো খুবই মজাদার।

আলোকচিত্র-৮

WhatsApp Image 2021-11-25 at 5.05.20 PM.jpeg

আলোকচিত্র-৯

WhatsApp Image 2021-11-25 at 5.05.11 PM.jpeg

এটি আমাদের মরিচ গাছের ছবি। মরিচ গাছে এখনো অনেকগুলি মরিচ আছে। মরিচ গুলো কিন্তু অনেক ঝাল। ভালোই লাগে যখন নিজ বাগান থেকে মরিচ দিয়ে রান্না করা হয়।

আলোকচিত্র-১০

WhatsApp Image 2021-11-25 at 5.05.18 PM.jpeg

আলোকচিত্র-১১

WhatsApp Image 2021-11-25 at 5.05.13 PM.jpeg

আলোকচিত্র-১২

WhatsApp Image 2021-11-25 at 5.05.06 PM.jpeg

আজকের মতন সর্বশেষ ছবি। এটি হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল গাছের ছবি । ছাদে অনেকগুলো চন্দ্রমল্লিকা ফুলের গাছ রয়েছে। প্রতিটি গাছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কুড়ি এসেছে। কিছুদিনের মধ্যেই ফুল গুলো ফুটতে শুরু করবে।সাধারণত শীতের সময়ে চন্দ্রমল্লিকা ফুল ফোটে। চন্দ্রমল্লিকা ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে। আমাদের চন্দ্রমল্লিকা ফুল গাছে হালকা গোলাপি রঙের ফুল ফুটে। যখন ফুল ফুটে দেখতে ভীষণ সুন্দর লাগে।

আশা করছি আপনাদের আমার ছাদ বাগানের আলোকচিত্রগুলো পছন্দ হবে। আপনাদের কেমন লাগলো তা আমাকে মন্তব্য করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোন আয়োজন নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন। আল্লাহাফেজ।

Sort:  
 3 years ago 

আরে বাবা কত কিছু ! এমন বাগান দেখলে কার না ভালো লাগবে। অবসর সময় কাটানোর জন্য খুব উপযোগী জায়গা। তবে আমার সব চেয়ে অবাক লাগলো আমড়া গাছ দেখে। ছাদে আমড়া গাছ আমি কখনো দেখিনি। বেশ মজার ছিল সব কিছু ।

আমাদের বাসা ছাড়া আর কোথাও ছাদে আমড়া গাছ আমিও দেখিনি। ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার ছাদ বাগান খুবই সুন্দর লাগছে আর প্রতিটি গাছ সবকিছুই খুব সুন্দর লাগছে আর আপনার তোলা ফটোগ্রাফি গুলো সত্যি বলতে অসাধারন। আপনার ছাদ বাগানের বিভিন্ন গাছের এবং ফুলে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ ।

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার পোষ্টটি সুন্দর হয়েছে।আপনার ছবিগুলো ও খুব সুন্দর হয়েছে। তবে আমি আপনাকে একটি সাজেশন দিবো।প্রথমেই বলে রাখি এটি কোনো রুলস নয়। তবে সাজেশন দিচ্ছি। ক্লাসগুলো নিয়মিত করবেন। কারণ আপনার মার্কডাউনের ক্ষেত্রে একটু ঘাটতি আছে।আপনি ক্লাসগুলো যদি নিয়মিত করেন তাহলে ঠিক হয়ে যাবে। এমনিতে আপনি খুব সুন্দর ভাবে এগিয়ে যাচ্ছেন, আশা করছি আপনি সামনে এভাবে করেই এগিয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপু

আপনার ছাদ বাগানের সৌন্দর্য সত্যিই অপরূপ। মনে হচ্ছে যেন প্রকৃতির ছোঁয়া পুরোটাই লেগে গেছে আপনার ছাদে। সবুজের সমারোহ পুরো সাদ জুড়ে। প্রথম দিকের ফটো দেখে তোমার বিশ্বাস হচ্ছিল না যে এটা কোন সাদ হতে পারে, মনে হচ্ছিল এ যেন জমিনের উপর কোন এক বাগান। সত্যি আপনার সাদের সবুজ দৃশ্য অনেক মনমুগ্ধকর। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কনটেন্ট আমাদের সামনে উপস্থাপন করার জন্য।

ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

নিয়মিত পোস্ট করার চেষ্টা করবেন।
কারণ নিয়মিত পোস্ট করার মাধ্যমে আপনার দক্ষতা, কাজের কোয়ালিটি যেমন বৃদ্ধি পাবে ঠিক তেমন আপনি ভালো পোস্ট করলে খুব ভালো মানের সাপোর্ট ও পাবেন।আর এংগেজমেন্ট বাড়ানোর ও চেষ্টা করবেন।
ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65266.27
ETH 2639.14
USDT 1.00
SBD 2.84