গ্রামের বেশি ভাগ মানুষ এরকম সম্মিলিত সবজি চাষ করে নিজেদের সবজির চাহিদা মেটায়।ফরমালিন মুক্ত পুষ্টিকর সবজি পেতে হলে এভাবে সবজি চাষ করা দরকারী ।সবজি কিনতে হয় না আর। আপনার সবজি চাষ দেখে ভালো লাগলো।আপনারও নিশ্চয়ই আর সবজি কিনতে হয় না তেমন।ভালো লাগলো জেনে যে নিজের পাম্পের মাধ্যমে সবজি গাছে সেচ দিতে পারেন পুকুরের জল দিয়ে। ধন্যবাদ সুন্দর পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।