লেভেল ফোর হতে আমার অর্জন @shapladatta

in আমার বাংলা ব্লগlast year

সবাইকে আমার নমস্কার, আদাব,আমি শাপলা দত্ত বাংলাদেশ থেকে।প্রথমে ধন্যবাদ জানাই ফাউন্ডার দাদাও এবিবি স্কুলের সকল প্রফেসরগণকে। ধন্যবাদ জানাই @rupok ভাইকে আমাদেরকে সুন্দর ভাবে ক্লাসে সব কিছু বুঝিয়ে দেয়ার জন্য।লেভেল4 ক্লাস হইতে যা যা শিখেছি তা নিম্নে তুলে ধরার চেষ্টা করলাম।

IMG_20230815_195911.jpg

p2pকি?

যখন একজনের স্টিম অ্যাকাউন্ট হতে আরেকজন এর স্টিম অ্যাকাউন্টে সরাসরি স্টিম,sbd বা trx দেওয়া নেওয়া করা হয় তখন তাকে p2p বলে।p2p অর্থ person to person transfer.

p2p এর মাধ্যমে নিজের অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্টে 0.001sbd সেন্ড

প্রথমে ওয়ালেটে লগইন করব।তারপর sbd এর পাশে থাকা ড্রপডাউন মেনু থেকে transfer সিলেক্ট করব। এরপর to এর জায়গায় level4test লিখব, অ্যামাউন্ট এর জায়গায় ০.০০১লিখব। মেমোর জায়গায় কারন লিখব।তারপর নেক্সট করব এরপর ওকে করব।

Screenshot_2023-08-15-20-27-31-91_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2023-08-15-20-27-47-89_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2023-08-15-20-28-45-82_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2023-08-15-20-28-49-68_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

p2p এর মাধ্যমে নিজের অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্টে 0.001 steem সেন্ড

প্রথমে ওয়ালেটে লগইন করব।তারপর steem এর পাশে থাকা ড্রপডাউন মেনু থেকে transfer সিলেক্ট করব। এরপর to এর জায়গায় level4test লিখব, অ্যামাউন্ট এর জায়গায় ০.০০১লিখব। মেমোর জায়গায় কারন লিখব।তারপর নেক্সট করব এরপর ওকে করব।

Screenshot_2023-08-15-20-27-31-91_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2023-08-15-20-40-55-37_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2023-08-15-20-42-24-95_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2023-08-15-20-42-35-02_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

p2p এর মাধ্যমে নিজের অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্টে 0.01 trx সেন্ড

প্রথমে ওয়ালেটে লগইন করব।তারপর trx এর পাশে থাকা ড্রপডাউন মেনু থেকে transfer সিলেক্ট করব। এরপর to এর জায়গায় level4test লিখব, অ্যামাউন্ট এর জায়গায় ০.০১লিখব। মেমোর জায়গায় কারন লিখব।তারপর নেক্সট করব এরপর কি এর জায়গায় ট্রন প্রাইভেট কি দেব।এরপর ট্রান্সফারে ক্লিক করলেই ট্রান্সফার হয়ে যাবে।

Screenshot_2023-08-15-20-47-04-23_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2023-08-15-20-47-21-77_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2023-08-15-20-48-01-35_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2023-08-15-20-48-06-85_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2023-08-15-20-49-47-07_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Internal মার্কেটে sbd কে স্টিমে কনভার্ট।

প্রথমে ওয়ালেটে লগইন করব। তারপর থ্রি ডটে ক্লিক করব।এরপর কারেন্সি মার্কেট সিলেক্ট করব। সেখানে থেকে বাই স্টিম সিলেক্ট করব।এরপর প্রাইস এর জন্য লোয়েস্ট আস্ক এ ক্লিক করব।তারপর অ্যামাউন্ট এর ঘরে 0.1 লিখব।তারপর বাই স্টিমে ক্লিক করব।এরপর ওকে করব। এরপর কি এর জায়গায় এক্টিভ কি দেব। তাইলেই sbd স্টিমে কনভার্ট হয়ে যাবে।

Screenshot_2023-08-15-21-58-21-33_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2023-08-15-21-58-26-34_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2023-08-15-22-00-20-25_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2023-08-15-22-00-33-13_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2023-08-15-22-00-47-25_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

পোলোনিক্স অ্যাকাউন্ট খোলার নিয়ম?

প্রথনে poloniex.com এ যাব। তারপর get started এ ক্লিক করব, এরপর একটি ইমেইল অ্যাড্রেস দিব,তারপর strong একটি পাসওয়ার্ড দেব। তারপর একটি ক্যাপচা পাজল আসবে,ক্যাপচা পাজল টি মিলাব,তারপর কনফার্মেশন ইমেইল এর কোড এনে বসাব।তাইলেই নতুন poloniex একাউন্ট তৈরি হয়ে যাবে।

Screenshot_2023-08-15-20-55-22-01_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2023-08-15-20-55-34-37_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2023-08-15-20-56-03-29_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন।

প্রথমে ওয়ালেটে লগইন করব। তারপর ড্রপডাউন মেনু থেকে ট্রান্সফার সিলেক্ট করব।এরপর পোলোনিক্স এ যাব। তারপর ডিপোজিট সিলেক্ট করব,এরপর সার্চবার থেকে স্টিম সার্চ করে সিলেক্ট করব,এরপর নেটওয়ার্ক ও স্টিম সিলেক্ট করব। তারপর অ্যাড্রেস ও মেমো কপি করে এনে To এর জায়গায় address এবং মেমোর জায়গায় বসাবো। তারপর নেক্সট ক্লিক করব,এরপর ওকে ক্লিক করব।কী চাইলে প্রাইভেট কী দেব। তাইলেই ট্রান্সফার হয়ে যাবে।

Screenshot_2023-08-15-21-02-10-71_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2023-08-15-21-02-32-67_2059a8b20a7d0a97c2945a7548960b78.jpg

Screenshot_2023-08-15-21-02-41-21_2059a8b20a7d0a97c2945a7548960b78.jpg

Screenshot_2023-08-15-21-02-47-08_2059a8b20a7d0a97c2945a7548960b78.jpg

Screenshot_2023-08-15-21-02-58-74_2059a8b20a7d0a97c2945a7548960b78.jpg

Screenshot_2023-08-15-21-03-36-50_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2023-08-15-21-03-40-65_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ trx Transfer করুন।

প্রথমে ওয়ালেটে লগইন করব। তারপর trx এর পাশের ড্রপডাউন মেনু থেকে ট্রান্সফার সিলেক্ট করব।তারপর সুইচ টু ট্রন অ্যাকাউন্ট করব।এরপর পোলোনিক্স এ যাব। তারপর ডিপোজিট সিলেক্ট করব,এরপর সার্চবার থেকে trx সার্চ করে সিলেক্ট করব,এরপর নেটওয়ার্ক এ trc20 সিলেক্ট করব। তারপর অ্যাড্রেস কপি করে এনে To এর জায়গায় address বসাবো।মেমো না দিলেও চলে। তারপর নেক্সট ক্লিক করব,এরপর ওকে ক্লিক করব।কী চাইলে ট্রন প্রাইভেট কী দেব। তাইলেই ট্রান্সফার হয়ে যাবে।

Screenshot_2023-08-15-20-47-04-23_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2023-08-15-21-18-45-46_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2023-08-15-21-02-32-67_2059a8b20a7d0a97c2945a7548960b78.jpg

Screenshot_2023-08-15-21-30-28-35_2059a8b20a7d0a97c2945a7548960b78.jpg

Screenshot_2023-08-15-21-22-04-02_2059a8b20a7d0a97c2945a7548960b78.jpg

Screenshot_2023-08-15-21-22-09-48_2059a8b20a7d0a97c2945a7548960b78.jpg

Screenshot_2023-08-15-21-22-47-93_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2023-08-15-20-49-47-07_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

poloniex এ স্টিম কে usdt তে রূপান্তর

প্রথমে trade এ যাব। এরপর spot সিলেক্ট করব। ।সার্চবারে steem লিখে সার্চ দেব।সেখান থেকে steem/usdt সিলেক্ট করব।তারপর সেল সিলেক্ট করব। এরপর প্রাইস ঘরে প্রাইস বসাবো এবং অ্যামাউন্ট এর জায়গায় স্টিমের পরিমান বসাবো। তারপর সেল স্টিমে ক্লিক করব।

Screenshot_2023-08-15-21-38-10-14_2059a8b20a7d0a97c2945a7548960b78.jpg

Screenshot_2023-08-15-21-38-25-21_2059a8b20a7d0a97c2945a7548960b78.jpg

Screenshot_2023-08-15-21-39-18-98_2059a8b20a7d0a97c2945a7548960b78.jpg

Screenshot_2023-08-15-21-40-07-10_2059a8b20a7d0a97c2945a7548960b78.jpg

poloniex এ trx কে usdt তে রূপান্তর

প্রথমে trade এ যাব। এরপর spot সিলেক্ট করব। ।সার্চবারে trx লিখে সার্চ দেব।সেখান থেকে trx/usdt সিলেক্ট করব।তারপর সেল সিলেক্ট করব। এরপর প্রাইস ঘরে প্রাইস বসাবো এবং অ্যামাউন্ট এর জায়গায় trx এর পরিমান বসাবো। তারপর সেল trx এ ক্লিক করব।

Screenshot_2023-08-15-21-38-10-14_2059a8b20a7d0a97c2945a7548960b78.jpg

IMG-20230815-WA0108.jpg

IMG-20230815-WA0106.jpg

আমার লিখিত পরীক্ষা এপর্যন্তই। সম্মানীত প্রফেসর গণকে ধন্যবাদ ট্রাঞ্জেকশন এর জটিল বিষয়গুলো খুবই সুন্দর ও সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য।

Sort:  
 last year 

লেভেল ফোর এর লিখিত এক্সাম আপনি খুবই সুন্দরভাবে সম্পূর্ণ করেছেন। আপনি খুবই সুন্দর ভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছেন। তবে ছবিগুলোর নিচে ট্রান্সফারের প্রসেসিংটা অল্প পরিসরে বর্ণনা করলে ভালো হতো।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58551.09
ETH 2617.32
USDT 1.00
SBD 2.44