পাছে লোকে কিছু বলে আসলেই ঠিক ভাইয়া।সমালোচক দের কাজ সমালোচনা করা তাই বলে কি জিবন থেকে হাসি,আনন্দ, কাজ কর্মবাদ দিতে হবে।আপনার যা যা মনে হতো এবং সংশয় হতো যে সব কাজে সেম অবস্থা সবার ক্ষেত্রই হতো।কারণ এসব ভাবনার একটা বয়স থাকে আর সে বয়সেই মনে হয় এসব। কিন্তুু এই বিষয় গুলো অনেকেই খুব তারাতারি বুঝতে পারে যে ভুল হচ্ছে আবার কেউ দেরিতে বুঝতে পারে।ঠিক বলেছেন ভাইয়া কাজ তো কাজেই তা ছোট হোক বা বড়ো হোক।ধন্যবাদ সুন্দর কিছু কথা আমাদের সাথে শেয়ার করার জন্য।
আমিও মনে হয় তাড়াতাড়ি বুঝতে পেরেছি। তবে এসবে পাত্তা না দেয়ায় ভালো আপু।