এক কথায় চোখ ধাঁধানো তত্ত্ব।ক্ষীরের প্রজাপতি এতো সুন্দর হয়েছে যে মনে হচ্ছে সত্যিকারের প্রজাপতি বসে আছে।এতো সুন্দর প্রজাপতি হোক না ক্ষিরের এটা না খেয়ে রেখে দেয়াটাই ভালো করেছেন দিদি।ছানার জিলিপি গুলো খুব লোভনীয় লাগছে।রথে আপনার কসমেটিকস গুলো তাঁর সৌন্দর্য ছড়াচ্ছে। সোলার উপরে বানানো সুপারি তেজপাতা মৌরি দিয়ে বানানো বাড়িটি তার শোভা ছড়াচ্ছে। কি দারুন লাগছে তোয়ালে দিয়ে খরগোশটি। বারবি ডল টি খুব সুন্দর হয়েছে। সব গুলো তত্ত্ব এতো সুন্দর হয়েছে যে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।ধন্যবাদ দিদি চোখ ধাঁধানো সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য।