জিরা বাটায় দুধ পটল❤️

in আমার বাংলা ব্লগ3 months ago

হ্যালো

আমার বাংলা ব্লগবাসি বন্ধুরা কেমন আছেন সবাই।আসলে আমরা বাংলা ব্লগ পরিবারের প্রতিটি সদস্যই গভীর শোকাহত। আমরা দাদার বাবার আত্মার শান্তিকামনা করছি ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
আজ প্রচন্ড গরম ছিলো। আবহাওয়া টা কেমন জানি শত্রুতে পরিনত হয়ে গেছে। রোদ উঠলেই প্রচন্ড অস্থির গরম আর বৃষ্টি হলে এক ঘেয়ামি বৃষ্টিতে জনজীবনের অতিষ্ঠ । আজ আমি রেসিপি করতে রান্না ঘরে গিয়ে মহা বিপদে পড়েছি কারণ প্রচন্ড গরম।এতো গরম যে আমি ঘেমে একদম ঝোলা। আমিও গরমেই অনেকে সময় নিয়ে এই নিরামিষ রেসিপি জিরা বাটায় দুধ পটলটি করে ফেলেছি।পুরা রান্নাটি সরিষার তেলেই করতে হবে। রেসিপিটি সাধারণ হলেও অনেক সময় লেগেছে কারণ এই রেসিপিটি সম্পূর্ণ করতে হয় লো হিটে।অনেক সুস্বাদু একটি রেসিপি। যারা সব সময় নিরামিষ খেয়ে থাকেন তাদের বেশি ভালো লাগবে এই জিরা বাটায় দুধ পটল রেসিপিটি।এই রেসিপিটি অনেক খেয়েছি তবে দুধ ছারা আজ দুধ নিয়ে মজাদার করে বানিয়ে ফেল্লাম চমৎকার রেসিপিটি।

IMG_20240707_003031.jpg

IMG_20240706_214126.jpg

IMG_20240706_161708.jpg

তো চালুন দেখা যাক রেসিপিতে কেমন

IMG_20240621_195932.png

১.পটলদশটি
২.ঘন দুধএক পোয়া
৩.জিরাবাটাপরিমাণ মত
৪.কাঁচা মরিচ বাটাপরিমাণ মতো
৫.শুকনা মরিচের গুড়াপরিমাণ মতো
৬.হলুদ গুড়াপরিমাণ মতো
৭.চিনিদুই টেবিল চামুচ
৮.গোটা জিরাঅল্প পরিমাণে
৯.তেজপাততিনটি
১০.সরিষার তেলপরিমাণ মতো

IMG_20240706_234732.png

প্রথম ধাপ

প্রথমে কিছু কচি পটল নিয়ে তা খুব ভালো করে খোসা ছড়িয়ে নিয়েছি।

PhotoCollage_1720285857519.jpg

দ্বিতীয় ধাপ

কাঁচা মরিচ ও জিরা বেটে নিয়েছি শিল পাটায়।

PhotoCollage_1720287864363.jpg

তৃতীয় ধাপ

এখন খোসা ছারানো পটল গুলোতে লব হলুদ মেখে নিয়েছি।

IMG_20240706_234621.jpg

চতুর্থ ধাপ

চুলায় কড়াই বসিয়েছি ও তেল গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো পটল গুলো তেলে দিয়ে লো হিটে ভালো করে ভেজে তুলে নিয়েছি।

IMG_20240706_235356.jpg

পঞ্চম ধাপ

এখন পটল ভাজা তেলেই গোটা জিরা, তেজপাতা ফোঁড়ন দিয়েছি।

PhotoCollage_1720288261335.jpg

ষষ্ঠ ধাপ

এখন তেলে মরিচের গুড়া ও বাটা মসলা গুলো দিয়ে একটু ভেজে নিয়ে তাতে মসলা বাটা জল দিয়েছি।

PhotoCollage_1720288785215.jpg

সপ্তম ধাপ

মসলা গুলো কষিয়ে নিয়েছি ও যখন তেল ভেসেছে তখন ভেজে রাখা পটল গুলো দিয়েছি।

PhotoCollage_1720289052503.jpg

অষ্টম ধাপ

মিনিট দুই নাড়িয়ে নিয়ে তাতে ঘট দুধ দিয়েছি।এক পর্যায়ে কটা চেরা কাঁচা মরিচ দিয়েছি।দুধ দেয়ার পর একদম কম আঁচে রান্না করতে হবে।

PhotoCollage_1720289273032.jpg

নবম ধাপ

পটল আগে থেকে ভেজে নেয়ার কারণে খুব তারাতারি নরম হয়ে এসেছে। এখন স্বাদমতো চিনি দিয়েছি এই রান্নায় একটু চিনি বেশি দিলে ভালো লাগে।আপনারা চাইলে চিনি এড়িয়ে যেতে পারেন।

PhotoCollage_1720289618147.jpg

দশম ধাপ

গ্রেভি মাখা মাখা ভাব চলে আসলেই নামিয়ে নেবো।

PhotoCollage_1720290107118.jpg

পরিবেশন

IMG_20240706_161708.jpg

IMG_20240707_002643.jpg

IMG_20240707_003513.jpg

খুব সুন্দর ও সুস্বাদু একটি রান্না। অত্যান্ত সহজ এবং সুস্বাদু। অবশ্যই বানাবেন।
আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্যকোন নতুন পোস্টের মাধ্যমে।সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীরেসিপি
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20240707_004824.png

Sort:  
 3 months ago 

বাটা জিরার যে কোনো রেসিপি খেতে খুবই সুস্বাদু হয়। আপনি জিরা বাটা দিয়ে দুধ পটলের রেসিপি তৈরি করেছেন সেটা দেখতে খুবই লোভনীয় লাগছে। পটলের নতুন একটা রেসিপি শিখে নিলাম। অবশ্যই একদিন বাসায় তৈরি করব। দেখে তো বেশ লোভনীয় লাগছে। খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপু মজাদার জিরা বাটায় দুধ পটলের রেসিপি শেয়ার করার জন্য।

 3 months ago 

জিরা বারটায় দুধ পটল সুস্বাদু একটি রেসিপি। অবশ্যই বানিয়ে খাবেন বেশ ভালো লাগবে ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।

 3 months ago 

আসলে আপু আমরা মানুষ কোন কিছুতেই সন্তুষ্ট হতে পারি না। কারণ বৃষ্টি হলেও সমস্যা একটানা রোদ হলেও সমস্যা। যাইহোক জিরা বাটায় দুধ পটল এটা খুবই চমৎকার একটি রেসিপি। খেতেও ভীষণ সুস্বাদু লাগে। এত চমৎকার একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 months ago 

ঠিক বলেছেন ভাইয়া রোদ হলে বৃষ্টি চাই বৃষ্টি হলে রোদ চাই।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 months ago 

রেসিপিটা আমার কাছে পুরোপুরি ইউনিক লেগেছে। আসলে ঝালের সাথে দুধের সংমিশ্রণটা কেমন হবে সেটা বলতে পারবো না তবে দেখতে বেশ লোভনীয় লাগছে আর ভিন্ন উপায়ে তৈরি করেছেন তাই খাওয়ার প্রতি আলাদা একটা আগ্রহ রয়ে গেল।

 3 months ago 

খেলেই বুঝতে পারবেন ঝালের সাথে দুধের সংমিশ্রণ টা কেমন। আমার তো খেতে অসাধারণ লাগে। ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।

 3 months ago (edited)

রান্না করতে গেলে সত্যি অনেক গরম লাগে। তবে বর্তমানে আবহাওয়াটা আবার বদলে গেছে। এখন আগের তুলনায় গরম বেড়ে যাচ্ছে। দুধ পটল রেসিপি অসাধারণ হয়েছে। মনে হচ্ছে খাবারটি খেতেও দারুন হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে এই রেসিপি। চমৎকার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 months ago 

হ্যাঁ ভাইয়া রান্না করতে গেলে অনেক গরম লাগে। মতি রেসিপিটি অনেক সুস্বাদু। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 3 months ago 

আজকে আপনি চমৎকার একটি রেসিপি পোস্ট উপহার দিলেন। জিরা বাটায় দুধ পটল আমি আগে কখনো খাইনি। তবে আপনার রন্ধন প্রণালী দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছিল। আশাকরি এই রেসিপি আপনি পরিবার নিয়ে জমিয়ে খেয়েছেন। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 months ago 

ঠিক বলেছেন ভাইয়া পরিবারের সবাই কে নিয়ে জমিয়ে খেয়েছি অনেক সুস্বাদু হয়েছিল রেসিপিটি।

 3 months ago 

এই ধরনের রেসিপির কথা আগে শোনা হয়নি। পটলের ভিন্ন ধরনের একটা রেসিপি দেখে বেশ ভালো লাগলো। যদিও পটল সবজিটা তেমন একটা পছন্দ না আমার তবে আপনার রেসিপিটা দেখে মনে হচ্ছে খেতে ভীষণ সুস্বাদু হয়েছে। ভিন্ন ধরনের একটা রেসিপি সম্পর্কে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য।

 3 months ago 

অপছন্দের সবজিটি এভাবে রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 months ago 

জিরা বাটায় দুধ পটল এই রেসিপি আমার কাছে একদম ইউনিক লেগেছে। আর নামটাও আমার কাছে নতুন লেগেছে। আপনার রেসিপি দেখে তাই শিখে নিলাম। পরবর্তীতে তৈরি করার চেষ্টা করবে ইনশাআল্লাহ।

 3 months ago 

অবশ্যই বানিয়ে খাবেন ভাইয়। ধন্যবাদ

 3 months ago 

আসলে পটল দিয়ে এতো সুন্দর রেসিপি তৈরি করা যায়, তা আসলে আমার জানা ছিল না। আজকে আপনি খুবই সুন্দর করে জিরা বাটায় দুধ পটল রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল।আর আপনার মাধ্যমে আজকে একটি নতুন রেসিপি তৈরি করার নিয়ম জানতে পারলাম।

 3 months ago 

পটল দিয়ে চমৎকার চমৎকার রেসিপি করা যায় ভাইয়া। আমার আজকের এই রেসিপিটি অনেক সুস্বাদু। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 months ago 

যেকোন রান্নাতে জিরা বাটা দিলে আমার এমনিতেই অনেক ভালো লাগে। জিরা বাটা ভালো একটি ফ্লেভার আনতে পারে এবং খাবারের স্বাদ বেড়ে যায়। যেহেতু আপনি দুধ পটল রান্না করলেন কিন্তু খুবই সুস্বাদু হবে। একদিকে জিরা বাটা অন্যদিকে দুধ সবকিছু মিলিয়ে অসাধারণ একটি রেসিপি। আর সরিষা দেওয়ার কারণে খেতে অনেক ভালো লাগবে।

 3 months ago 

ঠিক বলেছেন আপু যে কোন রান্নাতে জিরা বাটা দিলে ভালো লাগে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 months ago 

আজকে আপনি একটি ভিন্ন ধর্মীয় রেসিপি আমাদের সামনে উপস্থাপন করেছেন। আপনার রেসিপিটি দেখে খুব ভালো লেগেছে। আপনার তৈরিকৃত রেসিপিটি অনেক লোভনীয় দেখাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি রেসিপি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার রেসিপিটি ভালো লাগার জন্য ও চমৎকার মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 61434.10
ETH 2474.37
USDT 1.00
SBD 2.64