মসজিদের পেন্সিল আর্ট❤️

in আমার বাংলা ব্লগ4 months ago

হ্যালো,

আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।

IMG_20240901_163534.jpg

আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো একটি মসজিদের পেন্সিল আর্ট।
আশা করছি আপনাদের ভালো লাগবে।
ধর্ম খুব পবিত্রও স্পর্শকাতর একটা জায়গা।প্রতিদিন ধর্মকে সন্মান করা আমাদের প্রতিটি মানুষের কতব্য।সব ধর্মের প্রতি সবার ভালোবাসা সন্মান থাকলে তবেই আমরা মানুষ হিসেবে পরিপূরক। আমি একটি আর্ট পেজকে ফলো দিয়ে রেখেছি আর সেই পেজ থেকে মাঝে মাঝেই খুব সুন্দর সুন্দর আর্ট শেয়ার করে। আমার যে আর্ট গুলো ভালো লাগে সেগুলো সেভ করে রেখে দেই এবং সে গুলো দেখে দেখে আর্ট করার চেষ্টা করে থাকি।

আজ হঠাৎ এই সুন্দর মসজিদের সিম্পল পেন্সিল আর্ট টি চোখে পড়লো এবং খুব ভালো লাগলো তাই এই সুন্দর মসজিদ টি আর্ট করতে বসে পড়লাম।
মসজিদ মন্দির সবার আবেগের জায়গা।মসজিদ ও মন্দির দেখলে মনটা ভরে যায় এবং ছোটবেলা থেকেই মন্দির কে যেমন ভালোবাসি শ্রদ্ধা করি ঠিক সেরকম ভাবেই মসজিদের প্রতিও সন্মান ভালোবাসা।ফেসবুকে মসজিদের আর্ট পদ্ধতি দেখার সাথে সাথেই মনে হলো এই মসজিদের আর্ট টি আমি করবো।খুব ভালো লেগেছে আমার আর্ট পদ্ধতি টি।

তো চলুন দেখা যাক সিম্পল পেন্সিল আর্ট পদ্ধতি মসজিদের।

IMG_20240830_200459.png

১.খাতা
২.পেন্সিল

IMG20240901152842.jpg

প্রথম ধাপ

প্রথমে একটি খাতায় লম্বা ভাবে দাগ দিয়ে নিয়েছি পেন্সিল দিয়ে।

IMG_20240901_160427.jpg

দ্বিতীয় ধাপ

এখন এভাবে আর্ট করে নিয়েছি।

PhotoCollage_1725185220434.jpg

তৃতীয় ধাপ

এখন মসজিদের প্রবেশ দাঁড় আর্ট করে নিয়েছি।

PhotoCollage_1725185374003.jpg

চতুর্থ ধাপ

মসজিদের গম্বুজের দুই পাশ্বের দুটো পিলার আর্ট করে নিয়েছি।

IMG_20240901_161206.jpg

পঞ্চম ধাপ

এখন মসজিদের মূল গম্বুজের নিচের অংশ আর্ট করেছি এবং সুন্দর করে ডিজাইন করে নিয়েছি।

PhotoCollage_1725185787669.jpg

ষষ্ঠ ধাপ

এখন মসজিদের মূল গম্বুজ টি একে নিয়েছি।

IMG_20240901_161206.jpg

IMG_20240901_161953.jpg

সপ্তম ধাপ

এখন মসজিদের পিলারে ডিজাইন করেছি ও পিলারের মাথায় ও গম্বুজের মাথায় যে একটি সুন্দর গোল আঁকারের ডিজাইন থাকে সেটা এঁকে নিয়েছি।

IMG_20240901_162638.jpg

অষ্টম ধাপ

এখন মসজিদের সিঁড়ি আর্ট করে নিয়েছি।

PhotoCollage_1725186539333.jpg

নবম ধাপ

সিঁড়ি আর্টের মাধ্যমে খুব সুন্দর একটি মসজিদ আর্ট সম্পূর্ণ হয়েছে।

IMG_20240901_163534.jpg

IMG_20240901_163448.jpg

IMG_20240901_163448.jpg
এই ছিলো আমার আজকের চমৎকার সুন্দর একটি মসজিদের পেন্সিল আর্ট। আশা করছি আপনাদের ভালো লাগবে।আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্যকোন পোস্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সবাইকে নিয়ে এই কামনা করছি।

টাটা

Sort:  
 4 months ago 

পেন্সিলে আর্টগুলো সব সময় অন্যরকম ভালো লাগে। আজকে আপনি পেন্সিল দিয়ে অসাধারণ একটি মসজিদ আর্ট করেছেন।মসজিদের আর্ট অসম্ভব চমৎকার হয়েছে। ধৈর্য ধরে এত সুন্দর একটি মসজিদের আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

অসাধারণ পেন্সিল আর্ট করেছেন আপনি। আপনার যেমন আর্ট করতে দেখে আমি মুগ্ধ। তোমরা চাইলে কিন্তু খুব সহজে অনেক কিছুই আর্ট করতে পারি এবং দক্ষতার পরিচয় তুলে ধরতে পারি। ঠিক তেমনি দক্ষতার পরিচয় আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু।

 4 months ago 

পেন্সিল আর্টগুলি বরাবরই আমার কাছে খুব ভালো লাগে।মসজিদের সিম্পল পেন্সিল আর্টটি সুন্দর হয়েছে দিদি।তবে মসজিদের ভিতরে আরেকটু ডিজাইন করলে এবং কালার করলে আরো আকর্ষণীয় হতো দেখতে।ধন্যবাদ দিদি।

হ্যাঁ, আমি এটা করেন।

PhotoCollage_1725186539333.jpg

PhotoCollage_1725186539333.jpg

PhotoCollage_1725186539333.jpg

PhotoCollage_1725186539333.jpg

 4 months ago 

আপনার থেকে মসজিদের পেন্সিল আর্ট দেখে অনেক খুশি হয়েছি। আমার মসজিদের চিত্রটি অনেক সুন্দর হয়েছে,মাশাআল্লাহ। ধন্যবাদ।

 4 months ago 

বাহ মসজিদের সিম্পল একটি পেন্সিল আর্ট শেয়ার করেছেন।আপু দেখতে খুব সুন্দর লাগছে।আর্ট এর ধাপগুলো উপস্থাপনা চমৎকার ছিল।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 4 months ago 

বেশ চমৎকার একটি মসজিদের পেন্সিল আর্ট করেছেন আপু।আপনার করা আর্ট টি আমার কাছে খুবই ভালো লেগেছে। খুবই নিখুঁত ভাবে আর্ট টি সম্পূর্ণ করেছেন।যা দেখে বেশ মুগ্ধ হলাম।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 4 months ago 

আপনাকেও ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 4 months ago 

মসজিদের পেন্সিল আর্ট দেখে মুগ্ধ হয়েছি। সত্যি আপু আপনি যে এই ধরনের আর্ট করেছেন এটা দেখেই ভালো লাগলো। দেখতে অনেক সুন্দর হয়েছে আপু। দারুন একটি আর্ট করেছেন আপু।

 4 months ago 

ধন্যবাদ আপু।

 4 months ago 

বাহ্ আপু বেশ চমৎকারভাবে পেন্সিল দিয়ে আপনি একটি মসজিদ আর্ট করলেন। যা দেখে আমিতো পুরো মুগ্ধ হয়ে গেছি। মসজিদের পুরোটা আর্ট আপনি খুব সুন্দরভাবে আপনার মনের কল্পনা দিয়ে এঁকেছেন দেখেই বোঝা যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু পেন্সিল দিয়ে এত দারুন একটি মসজিদ আট্য করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 months ago 

ধন্যবাদ আপু চমৎকার সুন্দর মন্তব্য করার জন্য।

 4 months ago 

পেন্সিল দিয়ে আর্ট করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এমন কি পেন্সিল এর করা আর্ট দেখতেও আমি অনেক বেশি পছন্দ করি। আপনি পেন্সিল ব্যবহার করে অনেক সুন্দর দেখতে মসজিদের একটা পেইন্টিং করেছেন, যেটা একেবারে মনোমুগ্ধকর ছিল। এরকম আর্টগুলো যত বেশি সুন্দর করে করা হয় ততই ভালো লাগে দেখতে। আর এগুলো করার জন্য নিজের ভেতরে ধৈর্যের দক্ষতা এসব কিছু থাকার প্রয়োজন বেশি হয়।

 4 months ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.040
BTC 96672.33
ETH 3453.42
SBD 1.55