শীলা বৃষ্টি 🥲

in আমার বাংলা ব্লগ4 months ago

হ্যালো,,

আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন। আমিও সৃষ্টি কর্তার কৃপায় ভালো আছি।আমি শাপলা দত্ত, বাংলাদেশ থেকে আজ আপনাদের মাঝে শেয়ার কবো হঠাৎ শীলা বৃষ্টি হওয়া দেখার অনুভুতি।আশা করছি আপনাদের ভালো লাগবে।

InShot_20240328_111136496.jpg

রাত একটা সজোরে বৃষ্টির শব্দে ঘুম ভেঙ্গে গেছে।আমি ঝর বৃষ্টিকে ভীষণ ভয় পাই।রাত্রিবেলা হলে তো ভয় দ্বিগুণ বেড়ে যায়। বিছানায় উঠে বসলাম এবং আন্দাজ করতে চেষ্টা করলাম ঝর হচ্ছে না কি বৃষ্টি। জানালার পর্দা সরিয়ে থাই গ্লাসে ভেদ করে বাইরে দেখার ব্যার্থ চেষ্টা করলাম পারলাম না।তাই জানালার লক খুলে দেখলাম বাড়ির সামনের পিস রাস্তা একেবারে সাদা হয়ে গেছে। তারাতারি দরজা খুলে বাইরে গেলাম এবং দেখলাম বড়ো বড়ো শীল পড়ছে।বারান্দায় ও শীল চলে এসেছে অনেক গুলো।বাইরে যাওয়ার আগে মেয়ের কানে বালিস চাপা দিয়ে গেছিলাম যাতে করে ঝড়ের শব্দ না পায়। বারান্দায় থেকে রুমে এসে দেখি মেয়ে জেগে গেছে এবং বড়ো বড়ো চোখ করে তাকিয়ে আছে। তারাতারি কোলে তুলে নিয়ে বাইরে গেলাম শিলা বৃষ্টি দেখাবো বলে।কিন্তু মেয়ে দেখছি ভয় পেয়ে গেছে আমাকে বলছে মা বন্ধন কই।বন্ধন ওর দাদা আমার দিদির ছেলে।নাম ধরে ডাকে। দাদা বলে কিছুতেই ডাকে না। আমি বল্লাম ঘুমিয়ে গেছে। শিল দেখো।শিলাবৃষ্টি দেখে ভীষণ ভয় পেয়ে গেলো এবং আমাকে আতংকিত হয়ে বল্লো মা ঘরে চলো।বুঝলাম ভয় পেয়ে গেছে তাই মেয়েকে বুকে জড়িয়ে কম্বলের নিচে শুয়ে পড়লাম।শিলাবৃষ্টি কিছুতেই থামছে না।টেনশন করছিলাম লিচু ও আমের জন্য। কারণ শিলাবৃষ্টি হলে সব নষ্ট হয়ে যায়।গেছেও তাই। প্রায় দশ থেকে বিশ মিনিট স্থায়ী ছিলো এই শিলাবৃষ্টি। শুধু যে একবার হয়েছে তা নয় ভোর রাতে ও হয়েছে পুনরায় শিলাবৃষ্টি। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের। শিলাবৃষ্টির শিল গুলো অনেক বড়ো বড়ো ছিলো।আম লিচু গাছের মুকুল বেশি গুলোই ঝড়ে পড়ে শিলাবৃষ্টির ফলে।

PhotoCollage_1711605583031.jpg

নতুন জল পেয়ে ব্যাঙ গুলো মনের সুখে ডাকাডাকি করছে ঘেঙ্গর ঘ্যান।ব্যাঙের ডাক শুনতে শুনতে আবারো কখন যে ঘুমিয়ে গেছি জানি না।সকালে উঠে দেখি গাছপালার বেহাল দশা।শিলাবৃষ্টিতে গাছের মুকুল,পতা সব মাটিতে।গাছ গুলো যেন বিভস্ম রুপ ধারণ করেছে। মনে মনে ভাবছিলাম ইস যদি শিল গুলো সব ডায়মন্ড হতো মানে শিলাবৃষ্টির বদলে ডায়মন্ড বৃষ্টি হতো কতোই না ভালো হতো হাহাহা।
আজকের মতো এখানেই শেষ করছি।আবারও দেখা হবে অন্য কোন পোস্টের মাধ্যমে।ডে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসOppoA95
লোকেশনগাইবান্ধা, বাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20240319_152643.jpg

Sort:  
 4 months ago 

শিলাবৃষ্টি তে তো দেখছি বেশ ভালোই বড় বড় শীল পড়েছে। আমাদের এখানে সেই লাস্ট কবে যে শিলা বৃষ্টি হয়েছে সেটা ভুলে গেছি। তবে যেহেতু শিলাবৃষ্টির কারণে অনেক ফসলের ক্ষতি হয় তাই এটা না হওয়ার জন্যই দোয়া করছি। যাই হোক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

হ্যাঁ ভাইয়া অনেক বড়ো বড়ো শিল পড়েছে। ঠিক বলেছেন ফসলের ক্ষতি হয় তাই এই শিলাবৃষ্টি না হওয়াই ভালো।

 4 months ago 

ব‍্যাঙের ডাক শুনে হয়তো আপনার ভালো লেগেছে আর ব‍্যাঙগুলোও হয়তো বৃষ্টি পেয়ে খুশি। কিন্তু শিলা বৃষ্টি মোটেও ভালো ব‍্যাপার না। আমাদের দিকে এখন পযর্ন্ত হয়নি। তবে দেখলাম বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে প্রচণ্ড শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টি ফসল, বিশেষ করে ধান, আম, লিচু এগুলোর জন্য ক্ষতিকর। আর আপনার হাতে শিলা গুলো দেখে তো বেশ বড়ই মনে হচ্ছে।

Posted using SteemPro Mobile

 3 months ago 

হ্যাঁ ভাইয়া ব্যাঙের ডাক শুনতে ভালই লেগেছে। ঠিক বলেছেন আপনি শিলাবৃষ্টি মোটেই ভালো ব্যাপার ন।

 4 months ago 

আমি ও আপনার মতো ঝড় বৃষ্টি কে অনেক বেশি ভয় পাই। বিশেষ করে বিদ্যুৎ চমকানো আমার কাছে অনেক ভয় লাগে। বেশ কয়েক দিন আগে রংপুর বিভাগের প্রায় সর্বত্রই শিলা বৃষ্টি হয়েছে। আপনি শিলা বৃষ্টির কয়েকটি ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে শিলা আমাদের জন্য অনেক ক্ষতিকর।

 3 months ago 

আমিও ঝড় বৃষ্টিকে খুব ভয় পাই এই সময়ের। হ্যাঁ ভাইয়া আমিও তো রংপুর বিভাগের।

 4 months ago 

অনেক বছর হয়ে গেছে দিদি শিলা বৃষ্টি দেখি না। শিলা বৃষ্টি হলে আগে অনেক মজা পেতাম । তবে এই শিলা বৃষ্টি হলে বিভিন্ন ফল ও ফসলের অনেক ক্ষতি হয়। যাইহোক, আমি চিন্তা করছি যে, শিলাবৃষ্টির ভিতরও ব্যাঙগুলো ঘেঙ্গর ঘ্যান কি করে ডাকছে! তাদের মাথায় কি শিলা বৃষ্টির শিল পড়েনি! হা হা হা....😂😂

 3 months ago (edited)

হাহাহাহা ব্যাঙ্গের কাজই ঘেঙ্গর ঘ্যান করে ডাকা।মনে হচ্ছে ব্যাঙের মাথায় শিল পড়লেও কিছু হয় না মজা পায় ওরা। আমরাও ছোটবেলায় শিলা বৃষ্টি হলে মজা পেতাম টপাটপ খেয়ে নিতাম শিল গুলো আইসক্রিমের মতো।

 3 months ago 

শিলা বৃষ্টির সময় শিলগুলো যখন ব্যাঙের গায়ের উপর পড়ে, তখন সেটা তাদের বডি ম্যাসাজের কাজ করে, এজন্য হয়তো ওরা মজা পেয়ে বেশি বেশি করে ডাকে। হিহি🤭🤭😂😂🐸🐸

 3 months ago 

এই শিলা বৃষ্টি দেখার সৌভাগ্য আমার হলো না৷ কারণ যখনই বাসা থেকে বের হলাম তখন একটু একটু করে বৃষ্টি পড়ছিল৷ মসজিদে প্রবেশ করার পরে বৃষ্টি হচ্ছিল নাকি হচ্ছিল না তা বুঝতেই পারছিলাম না৷ পরবর্তীতে যখন মসজিদ থেকে বের হলাম তখন সকলে বলছিল যে শিলা বৃষ্টি হয়েছে৷ আসলে শিলাবৃষ্টি দেখেছি অনেক দেরি হয়েছে এবং শিলা বৃষ্টি দেখার অনেকটাই আগ্রহ এখন বেড়ে গিয়েছে৷ তবে এখনো শিলা বৃষ্টি দেখা হয়নি৷ আপনার পোস্ট এর এই ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগছে৷ এই ফটোগ্রাফি দেখে মনকে শান্ত করে নিলাম৷

 3 months ago 

দেখতে চাইয়ের না ভাইয়া শিলাবৃষ্টির কারণে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়ে থাকে।

 3 months ago 

আমাদের এখানেও কদিন টানা বৃষ্টি হল তবে শিলাবৃষ্টি হয়নি।দেখলাম অনেক জায়গায় শিলাবৃষ্টি হয়েছে।শিলা বৃষ্টি কিন্তু খুবই ক্ষতি করে ফসল থেকে শুরু করে ঘরবাড়ি সবকিছুর। শিলাবৃষ্টিগুলো দেখে বেশ বড়ই মনে হচ্ছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 months ago 

ঠিক বলেছেন শিলাবৃষ্টি খুব ক্ষতি করে ফসলও ঘরবাড়ির।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57956.22
ETH 3126.99
USDT 1.00
SBD 2.45