পেন্সিল আর্টঃ কচি ডাব❤️
হ্যালো,
আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন। আমিও সৃষ্টি কর্তার কৃপায় ভালো আছি।আমি শাপলা দত্ত, বাংলাদেশ থেকে আজ আপনাদের মাঝে শেয়ার করবো কচি ডাবের অংকন ।
আশা করছি আপনাদের ভালো লাগবে।
আমি ছোট বেলায় অংকন করতাম অনেক কিন্তুু অনেক বছর ধরে একদমই কোন আর্ট করা হয় না।কয়েক মাস হবে হর পার্বতী অংকন করে শেয়ার করেছিলাম আপনাদের সাথে।ইদানীং মনে হচ্ছে মাঝে মাঝে অংকন করে আপনার সাথে শেয়ার করবো। আর সেই ইচ্ছে থেকেই আজকের কচি ডাবের অংকনটি করা।
তো চলুন দেখা যাক কেমন করে অংকনটি করেছি।
পেন্সিল |
---|
খাতা |
রাবার |
মারকারি |
রংপেন্সিল |
প্রথম ধাপঃ
প্রথমে আমি একটি সাদা খাতা নিয়েছি এবং মাঝ বারাবর লম্বা লাইন টেনে নিয়েছি।
এখন ইংরেজি বর্ণ ডি এর আকৃতির দাগ কেটে নিয়েছি
দ্বিতীয় ধাপঃ
লম্বা দাগটির দুপাশেই ডি আকৃতির দাগ কেটে নিয়েছি।
তৃতীয় ধাপঃ
এখন আমি মাঝের লম্বা দাগটি রাবার দিয়ে মিশিয়ে ফেলেছি।
চতুর্থ ধাপঃ
এখন আমি ডাবের শীষের অংশে বোঠার পাশের অংশ গুলো দাগ কেটে নিয়েছি ও শীষ বানিয়ে নিয়েছি।
পঞ্চম ধাপঃ
এখন আমি ডাবের শীষ অংকন করেছি।
ষষ্ঠ ধাপঃ
এখন আমি মার্কারি কলমের সাহায্যে পুরা ডাবলিতে দাগ কেটে নিয়েছি ডাবের আকৃতিটিতে।
সপ্তম ধাপঃ
এখন ডাবের অংকনটি পুরাপুরি ভাবে হয়ে গেছে তাই এবার কালার করার পালা।আমি কালার পেন্সিলের সাহায্যে ডাবটি কালার করেছি এক সাইড থেকে
অষ্টম ধাপঃ
এখন আস্তে আস্তে পুরা ডাবটি কালার করে নিয়েছি।
নবম ধাপঃ
এই তো আমার কচি ডাবের অংকনটি তৈরি হয়ে গেলো।
এই ছিলো আমার আজকের কচি ডাবের অংকন। আশা করছি আপনাদের ভালো লাগবে।ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এপর্যন্তই আবারও দেখা হবে অন্যকোন পোস্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
টাটা।
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
শ্রেণী | অংকন |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | গাইবান্ধা, বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
কচি ডাবের অনেক সুন্দর একটি আর্ট করেছেন। এটা দেখতে খুবই সুন্দর লাগছে। তবে এটা দেখে মনে হচ্ছে এটা করতে আপনার তেমন একটা সময় লাগে নি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
হ্যাঁ অল্প সময়েই করতে পেরেছি এই কচি ডাবের অংকন টি।
কচি ডাবের সুন্দর একটা আর্ট অঙ্কন করেছেন আপনি। আপনি যদি আর্ট করার প্রতি এরকম আগ্রহ দেখান, তাহলে আস্তে আস্তে চেষ্টা করতে করতে আপনি পরবর্তীতে সুন্দর আর্ট করতে পারবেন। আপনি এই কচি ডাবের কালার সবুজ দিয়েছেন যার কারণে অনেক সুন্দর লাগতেছে। আপনি এভাবে আর্ট করে প্রতিনিয়ত চেষ্টা করে যান। পরবর্তীতে যেন ভালো কিছু আর্ট করতে পারেন এরকমটাই প্রত্যাশা করি।
অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
আসলে আগ্রহ থাকলে সবাই সবকিছু করতে পারে। আর আপনার এই ডাবের চিত্রাংকনটি খুব ভালো লাগলো আপু। আর আপু কভার ফটো হিসেবে একটি মেইন ফটো দিতে পারেন।ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া আপনাকে।কভার ফটো দিতে ভুলে গেছিলাম তবে সাথে সাথেই ইডিট করার চেষ্টা করেছি তবে একটু দেরিতে আপলোড করতে সক্ষম হয়েছি ফটোটি।
আপনি অনেক সুন্দর ভাবে কচি ডাব অংকন করেছেন। আপনার অংকনটি আমার কাছে অনেক ভালো লেগেছে আর অংকনের প্রতিটি ধাপের ছবিসহ এত সুন্দর ভাবে বর্ণনা করেছেন যা আসলে পড়ার মতো।এত সুন্দর একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদি।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর কমেন্ট করে অংকন করার উৎসাহ প্রদান করার জন্য।
কচি ডাবের সুন্দর একটি আর্ট করেছেন আপনি। আপনার ডাবের আর্ট আমার কাছে খুব ভালো লেগেছে। আর্ট করার ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখেছেন। এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদ আপু সুন্দর কমেন্ট করার জন্য।
আপু আপনি অনেক সুন্দর একটি কচি ডাবের আর্ট করলেন। কিন্তু প্রথমে আপনার ছবিটি দিতে হয়তো ভুলে গিয়েছেন। তাই আপনার কচি ডাবের আর্ট করেছে নাকি কিসের রাগ করেছেন সেটা বুঝা যাচ্ছে না। প্রথমে প্রয়োজনীয় উপকরণ এটা দেখা যাচ্ছে। এটা একটু দয়া করে ঠিক করে ফেলুন। তাহলে আপনার পোষ্টটি আর একটু সুন্দর দেখাবে। আমার মনে হয় এটা ঠিক করলে ভালো হবে। এমনিতে আপনার আর্ট অনেক সুন্দর হয়েছে।
হ্যাঁ আপু ভুলে গিয়েছি সাথে সাথেই ইডিট করার চেষ্টা করেছি কিন্তুু rc কমে গেছে জন্য ইডিট করতে পারছি না পাওয়ার আপ করে তারপর ইডিট করতে হবে।ধন্যবাদ আপনাকে।
দিদি, আমিও একটা সময় অংকন করেছিলাম তবে আপনার মত সেই ছোটবেলায়। অনেক বছর হয়ে গেল আর তেমন একটা অঙ্কন করা হয়ে ওঠেনি। তাই আর অংকনের উপর আমার তেমন একটা দক্ষতা নেই বললেই চলে। তবে মাঝে মাঝে খুব ইচ্ছে করে অঙ্কনের চেষ্টা করতে। যাইহোক দিদি, কচি ডাব খুব সুন্দর ভাবে অঙ্কন করেছেন এবং তার প্রতিটি ধাপ শেয়ার করেছেন এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আসলে অংকন চর্চার বিষয় চর্চা করলেই অংকন সুন্দর হয়।আবারও শুরু করেন অংকন করা ঠিক হবে সুন্দর। আমিও করবো ভাবছি মাঝে মাঝেই অংকন।
কচি ডাব দেখতে তো বেশি দারুন লাগতেছে। আপনি দারুণ দক্ষতা এটি সম্পূর্ণ করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন কালার কম্বিনেশন অত্যন্ত সুন্দর ছিল। আপনার জন্য শুভেচ্ছা রইল
অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
আর্ট করতে আমিও অনেক পছন্দ করি দিদি। যখনই সময় পাই বা একটু রিল্যাক্স সময় কাটানোর চেষ্টা করি, তখন বিভিন্ন রকম আর্ট করি এখানে শেয়ার করার জন্য। আজকে আপনার তৈরি করা কচি ডাবের আর্ট সিম্পিল হলেও দেখতে বেশ সুন্দর লাগছে। তাছাড়া আপনি প্রত্যেকটা ধাপ এত সুন্দর করে উপস্থাপন করেছেন যাতে করে সবাই বুঝতে পারবে অংকন পদ্ধতি। আমার কাছে তো বেশ ভালো লাগলো দিদি।
হ্যাঁ মাঝে মাঝেই আপনার সুন্দর সুন্দর আর্ট আমরা দেখতে পাই।
আমি প্রতি সপ্তাহে ই একটি করে আর্ট শেয়ার করে থাকি দিদি। দুইদিন পরেই পুনরায় আবার আমার আর্ট দেখার সুযোগ পাবেন।
বেশ দারুন ছিল আপনার ডাব অঙ্কন করা। আমরা চাইলে কিন্তু এভাবে একেকটা ফল অঙ্কন করার মধ্য দিয়ে সুদক্ষতা গড়ে তুলতে পারি এবং অনেক কিছু অঙ্কন করে দেখাতে পারি বন্ধুদের মাঝে।
ঠিক বলেছেন ভাইয়া চাইলেই পারি অংকন করে বাংলা ব্লগের বন্ধুদের সাথে শেয়ার করতে।