নকল চুলের কারখানায় একটু সময়❤️

in আমার বাংলা ব্লগ2 months ago

হ্যালো,

আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।

PhotoCollage_1724775249274.jpg

দেশের সার্বিক পরিস্থিতির কারণে অনেক দিন থেকে বাড়ির বাইরে বের হওয়া হচ্ছিল না। বাড়িতে থেকে থেকে একদম অস্বস্তিতে পড়ে গিয়েছিলাম। মনে হচ্ছিলি কোথাও যদি একটু ঘুরতে যেতে পেতাম। বর ছুটিতে এসেছিল ১৪দিনের জন্য। ভাবছিলাম কোথাও একটা ঘুরতে হঠাৎ মনে পড়লো আমার ভাইয়ের শ্বশুরবাড়িতে গিয়ে ঘুরে আসি নতুন আত্মীয় এবারেই প্রথম গেলাম। বিয়েতে যদিও বা গিয়েছিলাম কিন্তু আত্মীয়তা রক্ষা করতে হলে আত্মীয়দের সঙ্গে যোগাযোগ রাখতে হয় এবং যাওয়া আসা করলে আত্মীয়তার বন্ধন শক্ত হয়।
সকালে উঠেই আকাশ মেঘলা দেখে মনটা কিছুটা খারাপ হয়ে গেলো।ভেবে নিয়েছিলাম আর হয়তোবা যাওয়া হবে না। কিন্তুুু আমার মেয়ে তো নাছোড় বান্দা যে একবার কোথাও যাওয়ার কথা শুনলে না যাওয়া অবদি বার এক কথায় বলবে কখন যাব কখন যাব কখন যাব। এ জন্য ইদানিং আমি কোথাও গেলে যাওয়ার আগ মুহূর্ত ছাড়া তাকে বলি না তাও যাওয়ার কথা । ওর বাবা বলেছিল মামির সঙ্গে দেখা করতে যাব তাই বারবার বলছিলো।

কিছুক্ষণ পর দেখলাম আকাশ একটু পরিষ্কার পরিষ্কার লাগলো। তাড়াতাড়ি রেডি হয়ে রওনা দিলাম রাস্তায় যদিও বা বৃষ্টি হয়েছিল অনেকটা কম। রেইনকোট নিয়েছিলাম জন্য সমস্যা হয়নি কোন।গাইবান্ধা শহরে গিয়ে ফল মিষ্টি নিয়ে চলে গিয়েছি। খাওয়া দাওয়া করার পর ভাবলাম একটু রাস্তা দিয়ে হাঁটি এবং সামনে একটি বাজার আছে সেখান থেকে একটু ঘুরে আসি। সেখানে গিয়ে ঘুরে আসার সময় হঠাৎ চোখ আটকে গেল একটি কারখানায় রাস্তার ধারে জানালা দিয়ে তাকাতেই লক্ষ্য করলাম কি যেন মেয়েরা বানাচ্ছে একটু খানি দাঁড়িয়ে দেখলাম পরচুলা বানাচ্ছে সব মেয়েরা।এবার বুঝতে পেলাম গ্রামে কেন চুল কিনতে যায়। গ্রাম থেকে চুল কিনে নিয়ে এসে এরকম কারখানায় বিক্রি করে এবং তারা এগুলো প্রসেসিং করে ঢাকায় পাঠিয়ে দেয় এবং সেগুলো বিশেষ মেশিনের মাধ্যমে পুরাপুরি ভাবে রেডি করে পর চুলা বানায় কিংবা বাইরের কোন দেশে দেয়। শুনলাম এগুলো নাকি চায়নায় পাঠানো হয়।চায়নায় পুরাপুরি ভাবে নকল চুলের ক্যাপ তৈরি হয়ে নানা দেশে রপ্তানি হয়ে থাকে।

খুব কৌতহাল নিয়ে ভিতরে গেলাম এবং যেহেতু সব মেয়েরা কাজ করছে তাই প্রথমে অফিস খুজতে থাকলাম অনুমতি নেয়ার জন্য ফটোগ্রাফি করার। অফিস খুঁজে পেলাম না এবং একটি ছেলের দেখা পেলাম দেখে বুঝতে পারলাম ওখানে কর্মরত।উনাকে বললাম আমি কি কয়েকটা ফটোগ্রাফি করতে পারি উনি বললেন হ্যাঁ সমস্যা নেই করতে পারেন এরপর কয়েকটা ফটোগ্রাফি করে নিলাম।

IMG_20240827_220558.jpg

প্রথমে ফটোগ্রাফি করলাম একটি দড়ি টাঙিয়ে রেখেছে একটি বললে ভুল হবে বেশ কয়েকটি দড়িটানিয়ে রেখেছে এবং চুলগুলো সেখানে শুকাতে দিয়েছে হয়তবা কোন মেডিসিন দিয়েছে তা জানি না যদিওবা।

IMG_20240827_120938.jpg

দেশে বিদেশে পরচুলার জনপ্রিয়তা তুঙ্গে।চুল মানুষের সৌন্দর্য বৃদ্ধির প্রধান ধাপ।বাঙ্গালী মেয়েদের মাথা ভর্তি ঘনকালো চুল থাকবে এটাই চায়। গ্রামের মেয়েরা পরচুলা ব্যাবহার করে না তবে শহরে তা উল্টো। শহরের সিংহভাগ মেয়েরা কখনো কখনো পরচুলা ব্যাবহার করে নিজের সৌন্দর্য বৃদ্ধি করে থাকে।বিশেষ করে ফ্যাশানেবল মেয়েরা।নাটক সিনেমায়ও আমরা দেখে থাকি এই ঘনো কালো লম্বা চুল এই ছোট চুল এগুলো ও কিন্তুু পরচুল বা নকল চুলের কারিশমা।

IMG_20240827_220547.jpg

বিদেশের বেশি ভাগ মানুষ নকল চুল ব্যাবহার করে থাকে।বাংলাদেশ থেকে বিদেশে নকল চুল রপ্তানি হয় কি না আমি জানি না তবে অনলাইনে এই নকল চুলের পেজ গুলোতে খুব সুন্দর সুন্দর হেয়ার ক্যাপ ব্যাবহার হয়ে থাকে।সেগুলো মাথায় লাগালে একদমই অরিজিনাল চুল মনে হয় দেখতে।

নানান দামের রয়েছে সেই চুল।সর্ব নিম্ন ১৫০০ শত থেকে শুরু করে ২৫০০০হাজার পর্যন্ত নকল চুলের ক্যাপ পাওয়া যায়।
নকল চুলের কারখানায় অনেক মেয়েরা কাজ করছে তবে কোন ছেলে কর্মী দেখলাম না নকল চুলের ক্যাপ বানাতে। একটি বেঞ্চের মাঝে তিনজন বসে লাইটের নিচে বসে বিশেষ দক্ষতা ও ধৈর্য ধরে চুল গুলো বানাচ্ছে। একটি সফ্ট টিসু জাতীয় কিছুর মাঝে একটি একটি করে চুল বসাচ্ছে বিশেষ কায়দায় সুচের সাহায্যে।বেশ ধৈর্য ও দক্ষতার দরকার।

IMG_20240827_220521.jpg

IMG_20240827_220534.jpg
খুব অল্প সময় ছিলাম ওখানে আর সবাই এতোটাই কাজে সবাই ব্যাস্ত ছিলো যে কোন প্রশ্ন করার সুযোগ হয়নি।তবুও প্রশ্ন করলাম এগুলোর মজুরি কেমন হয়।একজন বল্লেন এগুলোর কাজের ধরন অনুয়ায়ী মজুরি হয়ে থাকে। একেক কাজের জন্য একেক রকমের মজুরি।সব মেয়েরা দেখলাম ভীষণ আগ্রহের সাথে গল্পগুজব করতে করতে কাজ করছে।দেখে বেশ ভালোই লাগলো কারণ অনেক মেয়ের কর্মসংস্থান হয়েছে এই নকল চুল তৈরির কারখানায়।
একদিকে গ্রামের মেয়েরা তাদের ঝড়ে পড়া চুল জমিয়ে জমিয়ে বিক্রি করে করে টাকা পেয়ে থাকে। গ্রাম অঞ্চলে চুল চুল করে চিৎকার করে ঘুরে বেড়ায় এবং কখনো বা চুলের বিনিময়ে হাঁড়িপাতিল দিয়ে থাকে।
নকল চুল বানানোর অনেক সুবিধা আছে যেমন একদিকে মেয়েদের ঝড়ে পড়া চুল বিক্রি করে মনের দুঃখ ঘোচাতে পারে।এসব চুল দিয়ে নকল চুল বানিয়ে মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে আবার অনেক মানুষের কর্মসংস্থানও হয়ে গেছে এবং বাইরের দেশে রপ্তানি করার ফলে বৈদেশিক মুদ্রা দেশে আসে।
সৃষ্টির সেরা জীব মানুষ তাই তো মানুষের মাঝে সৃষ্টিকর্তা এতো বুদ্ধি দিয়েছেন।
আজকের মতো এখানেই শেষ করছি।আবারও দেখা হবে অন্যকোন পোস্টের মাধ্যমে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20240826_205907.png

Sort:  

Welcome to our Community! 👋

Hey there, shapladatta! 😊 It's amazing to see someone as vibrant and positive as you joining our Steemit family! I just had to share this lovely post from you with all my fellow community members. 🌼

Your passion for gardening, music, shopping, and appreciating the beauty of nature is truly inspiring! 💚 Who wouldn't love a bright blue sky or a serene lake? 😊 It's wonderful that you spread joy and positivity wherever you go.

Your commitment to standing up against negativity and promoting kindness is admirable. We're all in this together, and your enthusiasm will surely inspire others to do the same! 🌈

So, keep sharing your thoughts, experiences, and passions with us! Your presence here enriches our community, and we're thrilled to have you as part of it.

A Special Request: Help Shape Our Future Together! 🌟

As a valued member of this community, I'd love for you to participate in the witness voting process. By supporting 'xpilar.witness' (https://steemitwallet.com/~witnesses), you'll be contributing to the growth and success of our ecosystem.

Your vote will help us improve and expand our community, ensuring that Steem remains a wonderful place for creators like yourself to shine! 💫

Let's join forces in shaping the future of Steem together!

Happy Voting and Sharing Ahead! 🎉

What do you think about this post? Share your thoughts, and let's keep the conversation going! 💬

 2 months ago 

বেশ ইউনিক একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই পোষ্টের মাধ্যমে বেশ অনেক কিছু জানার সুযোগ হলো আপু। নকল চুলের কারখানা সম্পর্কে পূজা আমার কোন ধারণা ছিল না। তবে আজকে আপনার এই পোষ্টের মাধ্যমে কিছুটা দেখার সুযোগ মিললো ও ধারণা পেলাম।

 2 months ago 

আমারও ধারনা ছিলো না হঠাৎ করে দেখাও ফটোগ্রাফি করা এবং আপনাদের সাথে ভাগ করে নেয়া।

 2 months ago 

বেশি দারুণ আইডিয়া পেয়ে গেলাম। এর আগে নকল চুলের কারখানা দেখি নাই। তবে গ্রাম থেকে চুল সংরক্ষণ করে বাদাম ভাজা আলারা এটা জানি। তবে যাই হোক বেশ কিছু জানার সুযোগ হলো।

 2 months ago 

আমিও কখনো দেখিনি হঠাৎ দেখলাম সে দিন।বাদাম ওলা চুল কিনে নেয় নকল চুলের কারখানায় দেয়ার জন্য। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 months ago 

বাহ,আপনার মাধ্যমে নতুন কিছু দেখতে পেলাম।আসলেই গ্রাম থেকে চুল কিনে তা দিয়ে নানান কিছু তৈরি করা হয়।কোনো কিছুই এখন ফেলনা নয় আধুনিক যুগে।যাইহোক মানুষের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হলে অবশ্যই মানুষের বাড়িতে বেড়াতে যেতে হয়।যেটা যদি নিকট আত্মীয় হয় তাহলে তো কথায় নেই।ধন্যবাদ দিদি।

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ দিদি সুন্দর মন্তব্য করার জন্য।

 2 months ago 

বাহ্ আপনিতো দেখছি বেশ সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আমাদের ঢাকায়ও নাকি ফেলে দেয়া চুল ৪০০ টাকা কেজি হিসাবে বিক্রি হয়। আবার চুলের বিনিময়ে বিভিন্ন জিনিস দিয়ে যায় শুনেছি। এখনতো সবার চুল পড়া একটি সমস্যা হয়ে দারিয়েছে। তাই আমাদের আশে পাশে অনেককে দেখি চুল জমিয়ে রাখে। তবে আমি যতটুকু জানি চুল বিক্রি করা বা তার বিনিময়ে কোন কিছু নেয়া ঠিক না। এগুলো মাটিতে পুতে রাখতে হয়।

 2 months ago 

আমিও কোনদিন চুল বিক্রি করি না তবে গ্রামের বেশি ভাগ মানুষ বিক্রি করে।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 months ago 

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনার পোষ্টের মাধ্যমে পর চুলা তৈরির কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম। আর তার সঙ্গে আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো। আসলে এ বিষয়টি নিয়ে অত বেশি জানা ছিল না যে একটি পর চুলা ক্যাপের দাম পঁচিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে।এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 74993.05
ETH 2818.21
USDT 1.00
SBD 2.50