বাড়িতে রংএর কাজে ব্যাস্ততা❤️

in আমার বাংলা ব্লগ5 months ago (edited)

হ্যালো,

আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন। আমিও সৃষ্টি কর্তার কৃপায় ভালো আছি।আমি শাপলা দত্ত, বাংলাদেশ থেকে আজ আপনাদের মাঝে শেয়ার করবো বাড়িতে রঙ্গের কাজ হচ্ছে আর সেজন্য ব্যাস্ত সময় পার করা নিয়ে একটি পোস্ট ।আশা করছি আপনাদের ভালো লাগবে।

InShot_20240220_110803024.jpg

আজ থেকে কাজ শেষ হলো। আমাদের বাড়ি করা হয়ে গেছে তিন থেকে চার বছর হবে।বাড়ি করার সময় দু মাসের ছুটিতে এসেছিলো বর।বাড়ি করাও শেষ ছুটিও শেষ। আমাদের গ্রামের বাড়ির কথা বলছি।আগে সবাই এক বাড়িতে ছিলাম সবাই বলতে তিনজন কাকা শ্বশুর সহ।প্রায় সবাই বাড়ির বাইরে থাকে যদিও বা কিন্তুু কোন অনুষ্ঠানে সবাই বাড়িতে আসলে খুব সমস্যা হয়ে যেত তাই সিদ্ধান্ত নেয়া হলো বাড়ি আলাদা করা হবে যথারিতি বাড়ি আলাদা করা হলো। বাড়ি করার শেষ বরের ছুটিও শেষ তাই বাড়িতে উঠে ছিলাম রং করার আগেই।এরপর সুযোগ সুবিধা মতো ছুটির অভাবে রং করা হয়নি।এবার এক মাসের ছুটি হয়ে গেছে তাই রং এর কাজ শুরু করা হয়েছে।
রংগের কাজ করতে গিয়ে বাড়ির সব সদস্যের করুন দশা।সব ফার্নিচার সরিয়ে নেয়া।আর ধুলাবালির জীবন শেষ।
এই তো রং করছে মিস্তিরি।

IMG_20240221_003124.jpg

IMG_20240221_003205.jpg
আমার রং সম্পর্কে কোন ধারনা নেই তাই কালার পছন্দ করেছে বর।চারটি রুমের কালার চার রকমের করা হয়েছে। আমার রুমের কালার করা হয়েছে ইয়েলো লেমন,বাকি গুলো একটি অফ হোয়াইট, আইস ব্লু,ডিপ পিঙ্ক, বারান্দায় দেয়া হয়েছে ডিপ অরেঞ্জ, লাইম গ্রিন,।

PhotoCollage_1708508437729.jpg

InShot_20240222_012332556.jpg

রংগের মিস্তিরি গুলো অনেক পরিস্কার পরিচ্ছন্ন এবং কর্মিষ্ঠ। একটানা কাজ করে একটুও রেষ্ট করেন না
একটানা রাত দশটা অবদী কাজ করে চলে।কোন ক্লান্তি নেই। পরিবারের মুখে হাসি ফোটাতে অক্লান্ত পরিশ্রেম করে চলছেন। আসলে পুরুষ মানুষ এমনি হয় পরিবারের জন্য অক্লান্ত পরিশ্রম করে থাকে।ভালো থাকুন পরিবার পরিজনদের ভালো রাখা সব মানুষ গুলো আজ এপর্যন্তই আবারও দেখা হবে অন্য কোন পোস্টের মাধ্যমে।সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসOppoA95
লোকেশনগাইবান্ধা, বাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20240221_194601.jpg

Sort:  
 5 months ago 

আরে বাহ! বৌদি! আমি তো নিজেই যেন চিনতেই পারছি না চেনা বাড়িটাকেও। ছোড়দা বেশ দারুণ দারুণ কালার সিলেক্ট করেছে তো দেখছি! আইস ব্লু টা বেশ ফুটেছে। সূর্যমুখী ফুলের সাথে ওটা কি অফ হোয়াইট নাকি ইয়োলো লেমনটা? ওটাও দারুণ লাগলো। তবে আগেই বলেছিলাম, রঙ করানোর সময়ে ফার্নিচার নিয়ে বেশ ভোগান্তি হবে.. তাই ই হলো! তবুও কয়েকটা দিন মেনে নেওয়া ছাড়া কিছু করারও নেই আসলে। বেশ ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 5 months ago (edited)

ঠিক বলেছো নতুন নতুন লাগছে বাড়িটি।সূর্যমুখীর সাথে ইয়োল লেমন আমার রুমের কালার এটি কালারটি ফটোতে ঠিক আসেনি তাই বুঝতে পারোনি ইয়োলো লেমন না কি অফ হোয়াইট ।হ্যাঁ ঠিক বলেছিলে ফার্নিচার সরানো নিয়ে ভোগান্তি হয়েছে অনেকটা।সেটাই কয়েকদিন মেনে নিতে হয়েছে।

 5 months ago 

বাড়ি রং করলে দেখতে খুবই ভালো লাগে। তবে বাড়িতে রংয়ের কাজ চলে ফার্নিচার গুলো এদিক ওদিক সরাতে বেশ ঝামেলা হয়। তবে এটা শুনে বেশ ভালো লাগলো রংয়ের মিস্ত্রীরা একটানা রাত দশটা পর্যন্ত কাজ করে। আপনাদের বাড়িটা সম্পূর্ণ রং করে ঝামেলা মুক্ত হয়েছেন। দারুন লাগছে বাড়িটি দেখতে। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58639.60
ETH 3167.30
USDT 1.00
SBD 2.43