বিউটি পার্লারে গিয়ে টুকিটাকি কেনাকাটা২

in আমার বাংলা ব্লগ10 months ago

হ্যাল্লো,

কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের আশির্বাদে ও সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছি।তো চলুন আজ আবার পার্লারে গিয়ে টুকিটাকি কেনা কাটার বাকি অংশ শেয়ার করবো।আশা করছি ভালো লাগবে।

IMG20231018141355.jpg
এবার আমরা বাটার শোরুমে গেলাম মেয়ের হিল কেনার উদ্দেশ্যে।আমার পছন্দের নয় মেয়ে নিজে পছন্দ করে কিনবে।তাই ওর উপরেই ছেরে দিলাম।ওখানে তার কিছু পছন্দ হলো না তাই গেলাম এপেক্স এর শো রুমে ওখানেও পছন্দ হলো না।

PhotoCollage_1697806564655.jpg

এবার গেলাম সম্রাট এর শো রুমে এখানে সে খুব তোরজোরে তার পছন্দসই জুতা মনযোগ দিয়ে খুঁজতে থাকলো এবং এক জোরা পছন্দ করলো কিন্তুু পরক্ষণেই আবার অন্য এক জোরা হিলের প্রতি আকৃষ্ট হলো কারণ হলো গোড়ালি উচু,আসলে সে হাইহিলের প্রতি ভিষণ রকমের দূর্বল।যদিও বা হাই হিল বাচ্চাদের জন্য নিরাপদ নয় তবুও নিয়ে দিতেই হলো পূজো বলে কথা।না কিনলে পূজোর দিন গোমরা মুখে থাকবে।এখান থেকে মেয়ের পছন্দের হিল কিনে নিয়ে রওনা দিলাম কসমেটিকস এর দোকানে। তেমন কিছু কেনার ইচ্ছে ছিলো না তবুও গেলামও একটি কাকড়া,মেয়ের দুটো ক্লিপ,পায়েল একটি কাজল,কিনলাম।
PhotoCollage_1697812135232.jpg
গাইবান্ধা গেলে আর কিছু না খেলেও পান খেতে হবেই।ছোটদের পান খাওয়া ঠিক নয় তবুও এই পান না খেলে মা মেয়ের মনে শান্তি লাগে না।খুব সুন্দর সুন্দর মসলা দেয় পানে,চেরি, নারকেল আরো কত্তো কি।গাইবান্ধা গেলেই এই একই দোকানে পান খেয়ে থাকি তাই দোকানি বেশ পরিচিত হয়ে গেছে। মেয়েকে আগে চকলেট গিপ্ট করে তারপর যত্ন করে পান বানিয়ে দেয়।
PhotoCollage_1697812678997.jpg
পান নিয়ে চলে চলে গেলাম রেডমিটে কাপড়ের দোকানে। উদ্দেশ্য বরের জন্য একটি পাঞ্জাবি কেনা।প্রতি পূজায় আমার পছন্দের পাঞ্জাবি না পড়লে তার মন ভরে না।অনেক গুলো পাঞ্জাবি দেখে শেষমেশ এটা সিলেক্ট করলাম এবং নিলাম।
IMG20231018123606.jpg
এরপর আমি গেলাম একটি পূজার সামগ্রীর দোকানে সেখানে গিয়ে কিছু পূজোর জিনিস কিনে নিয়ে অটোতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে আর কোন ফটো তুলতে পারনি নি।এই ছিলো আমার পার্লারের উদ্দেশ্যে গিয়ে টুকিটাকি কেনাকাটার মুহূর্ত। বেশ ভালোই কাটালাম সময় গুলো।আজকের মতো এখানেই শেষ করছি।আবার অন্য কোন দিন অন্য কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।সে পর্যন্ত সব্বাই ভালো থাকুন সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।

পোস্টবিবরণ
শ্রেণীজেনারেল রাইটিং
পোস্ট তৈরি@shapladatta
ডিভাইসOppoA95
লোকেশনগাইবান্ধা বাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScc5gRAYXBm7aswV9JjYVew89T3DmZXn11Mtqjy3RzzthyyDg3Ubk6SmKJfUJMEetLaUfjztvhMoACvk1oLEUP7h4kbRCRDLxsz7UqrbUJRU.png

IMG_20230917_150733.jpg

Sort:  

আপু বিউটি পার্লারে গিয়ে সেই সাথে আপনি তো বেশ ভালই কেনাকাটা করেছেন দেখছি। আর হ্যাঁ মেয়েকে যদি তার পছন্দসই হিল না কিনে দিতেন, তাহলে ঠিকই সে মুখ গোমরা করে থাকতো। আর ছেলেমেয়েদের এরকম মুখ গোমরা দেখার অভিজ্ঞতা আমারও বেশ রয়েছে। মেয়েকে পূজা উপলক্ষে কসমেটিক্স কিনে দেয়া এবং তার সাথে আমাদের জামাইবাবুর পাঞ্জাবি কিনে দেয়া সবকিছুই দারুন ছিল। আপু, কেনাকাটা নিয়ে আপনার সুন্দর অনুভূতিটুকু আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 10 months ago 

হ্যাঁ ভাইয়া আমরা মায়েদের পছন্দ মতো জামাকাপড় কিনতাম কিন্তুু এখনকার বাচ্চাদের নিজের পছন্দসই সব চাই।ধন্যবাদ খুব সুন্দর গুছিয়ে কমেন্ট করার জন্য।

 10 months ago 

আপনাদের কেনাকাটার প্রথম পর্বটি পড়েছিলাম। আজকে দ্বিতীয় পর্ব দেখে ভালো লাগলো। আমিও দুদিন আগে জুতা কিনার জন্য গিয়েছিলাম বাটা ও এপেক্স শোরুমে। পূজা উপলক্ষে তেমন কোন নতুন কালেকশন দেখতে পেলাম না। তবে বাটা তে একজোড়া বেল্ট সিস্টেম জুতা বেশ ভালো লেগেছে। মা মেয়ে মিলে খুব মজার একটি পান খেয়েছেন। আপনাদের কেনাকাটার মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 10 months ago 

হ্যাঁ আপু তেমন কোন নতুন কানেকশন নাই।আমি তো ঈদে কিনি কারণ তখন সুন্দর সুন্দর কানেকশন থাকে।ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য।

 10 months ago 

এ ধরনের পান খেতে আমারও অনেক ভালো লাগে। আমি আগে কয়েকবার খেয়েছি এই পান। পার্লারে গিয়ে ভালই টুকিটাকি শপিং করে নিলেন। পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। শুভ কামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 60607.86
ETH 2620.83
USDT 1.00
SBD 2.52