কুলায় প্রজাপতির চিত্রাংকন ❤️

in আমার বাংলা ব্লগ5 months ago (edited)

হ্যালো,

আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন। আমিও সৃষ্টি কর্তার কৃপায় ভালো আছি।আমি শাপলা দত্ত, বাংলাদেশ থেকে আজ আপনাদের মাঝে শেয়ার করবো কুলায় সুন্দর একটি প্রজাপতির অংকন ।আশা করছি আপনাদের ভালো লাগবে।

IMG_20240329_231421.jpg

ভাইয়ের বিয়ে উপলক্ষে আমি,ঘট,ডালা,চালুন, কুলা,পিড়ি,গাছা,প্রদিপ এসব নানা রকম কিছু রং দিয়ে অংকন করেছিলাম। কিছু কিছু জিনিসের অংকন পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করেছি।তো আজ শেয়ার করবো বিয়ের জন্য কুলা অংকন পদ্ধতি।
তো চলুন দেখা যাক কেমন করে কুলা রং ও অংকন করলাম।

IMG_20240319_152636.png

PhotoCollage_1711730456031.jpg

কুলা
সিলার
কয়েক প্রকারের রং
তুলি

প্রথম ধাপ

প্রথমে আমি একটি কুলায় সাদা সিলার লাগিয়ে নিয়েছিও শুঁখানোর জন্য অপেক্ষা করেছি।

IMG_20240329_224420.jpg

দ্বিতীয় ধাপ

কুলায় লাগানো সিলার শুখিয়ে গেলে তার উপরে ইয়োলো কালার লাগিয়েছি।

PhotoCollage_1711730959021.jpg

তৃতীয় ধাপ

এখন ইয়োলো কালারটি শুখিয়ে গেলে তার উপরে একটি ডিজাইন করে নিয়েছি ও প্রজাপতি অংকের জন্য দাগ কেটে বিয়েছি রং দিয়েই।

PhotoCollage_1711731269017.jpg

চতুর্থ ধাপ

এখন প্রজাপতির পাখার অংশ অংকন করেছি।

InShot_20240329_225655916.jpg

পঞ্চম ধাপ

একে একে দুই পাখাই অংকন করেছি ও পাখার সাইড গুলো দিয়ে দাগ কেটে নিয়েছি।

PhotoCollage_1711731578314.jpg

ষষ্ঠ ধাপ

এখন প্রজাপতির বডিটা গোলাপি কালার করে নিয়েছি।

PhotoCollage_1711731716530.jpg

অষ্টম ধাপ

এখন আমি পাখার ভিতরে পেষ্ট কালারও গোলাপি কালার দিয়ে ভরাট করে নিয়েছি।
PhotoCollage_1711731887370.jpg

নবম ধাপ

এখন কুলার উপরে একটু এভাবে দাগ কেটে কেটে ডিজাইন করে নিয়েছি।

PhotoCollage_1711732097204.jpg

দশমধাপ

এবার কুলার সাইডে যে বাতি থাকে সেটিতে লাল রং করে নিয়েছি ও তাতে সাদা রং দিয়ে ডিজাইন করে নিয়েছি।

PhotoCollage_1711732230247.jpg

শেষ ধাপ

এই বার পুরাপুরি ভাবে রেডি হয়ে গেছে আমার কুলায় প্রজাপতি অংকন টি।

IMG_20240329_231421.jpg

IMG_20240329_231334.jpg
এই ছিলো আমার আজকের সুন্দর একটি কুলায় প্রজাপতি অংকন।কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি।আবারও দেখা হবে অন্য কোন নতুন কিছুর মাধ্যমে।সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীঅংকন
ডিভাইসOppoA95
লোকেশনগাইবান্ধা, বাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20240309_081304.jpg

Sort:  
 5 months ago 

আপু আপনার ভাইয়ের বিয়ে উপলক্ষে খুব সুন্দর একটি পেইন্টিং করেছেন কুলার মধ্যে। প্রজাপতি দেখতে বেশ সুন্দর লাগছে, কালার কম্বিনেশন খুব সুন্দর হয়েছে। আপনাকে ধন্যবাদ আপু কুলার মধ্যে করা সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 months ago 

হ্যাঁ আপু ঠিক বলেছেন প্রজাপতিটি অনেক ভালো লাগছে।

 5 months ago 

আপনার ভাইয়ের বিয়ে উপলক্ষে দারুন ভাবে কুলার উপরে দারুন একটি প্রজাপতির দৃশ্য ফুটিয়ে তুলেছেন।
বিশেষ করে কালার কম্বিনেশন টা দারুন ফুটেছে ।
ধাপগুলো সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।

 5 months ago (edited)

ধন্যবাদ ভাইয়া সুন্দর কমেন্ট করার জন্য।

 5 months ago 

আপনার ভাইয়ের বিয়ে উপলক্ষে অনেক কিছুর উপরেই অনেক সুন্দর সুন্দর অংকন করেছিলেন তার মধ্যে থেকে কুলায় প্রজাপতির চিত্র অংকন আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। বোঝাই যাচ্ছে আপনি এ ধরনের অঙ্কন করার ব্যাপারে অনেক বেশি পারদর্শী, শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকারভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 5 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য।

 5 months ago 

এর আগেও আপনার ভাইয়ের বিয়ে উপলক্ষে একটি চালুনে আর্ট করেছিলেন দেখেছিলাম। আজকে দেখছি কুলায় আর্ট করেছেন। কুলায় প্রজাপতির আর্টটি অনেক সুন্দর হয়েছে আপু। বেশ ভালো লাগলো দেখে।অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

হ্যাঁ চালুনিতে ফুলের চিত্রাঅংকন করেছিলাম।

 5 months ago 

আমার ভাইয়ের বিয়ে উপলক্ষে কুলায় খুব সুন্দর একটি প্রজাপতি অংকন করেছেন।দেখতে খুবই সুন্দর লাগছে। আপনার আইডিয়া টি বেশ দারুন ছিল। প্রজাপতি টির আর্ট করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। সুন্দর একটা আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 5 months ago 

অসংখ্য ধন্যবাদ আপু আমার আংকনটি আপনার ভালো লেগেছে জন্য।

 5 months ago 

কুলার মধ্যে দেখছি আপনি অনেক সুন্দর করেই একটা চিত্রাংকন করেছেন। তাও আবার খুব সুন্দর দেখতে একটা প্রজাপতির। কালারফুল এই চিত্রাংকন টা আমার কাছে তো খুব দারুণ লেগেছে। আপনি ভাইয়ের বিয়ে উপলক্ষে অনেক কিছুর উপরেই তাহলে পেইন্টিং করেছিলেন এরকম সুন্দর সুন্দর। এই পেইন্টিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। কালার কম্বিনেশনটা সুন্দরভাবে ফুটে উঠেছে। আপনার এই আইডিয়া সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে আপু।

 5 months ago 

হ্যাঁ ভাইয়া ভাইয়ের বিয়ে উপলক্ষে অনেক কিছুর উপরেই পেইন্টিং করেছিলাম।ধন্যবাদ

 5 months ago 

ভাইয়ের বিয়ে উপলক্ষে আপনি,ঘট,ডালা,চালুন, কুলা,পিড়ি,গাছা,প্রদিপ এসব নানা রকম কিছু রং দিয়ে অংকন করেছেন ।আসলেই কুলাতে প্রজাপতি অংকনটি দেখতে অনেক চমৎকার লাগছে। ধন্যবাদ আপু এত সুন্দর চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

প্রজাপতিটি সত্যি চমৎকার লাগছে।ধন্যবাদ

 5 months ago 

আপু আপনার ভাইয়ের বিয়ের উপলক্ষে আপনি কিন্তু বেশ ভালোই কাজ করে যাচ্ছেন। আর কুলার উপর এত সুন্দর একটি প্রজাপতি দেখে অনেক ভালো লাগলো। যদিও এই ধরনের কাজ করা হয়নি। তবে আপনার আর্ট দেখে ভালো লেগেছে আপু।

 5 months ago 

হ্যাঁ আপু ভাইয়ের বিয়ে উপলক্ষে অনেক কাজ করেছি।

 5 months ago 

আপু আপনার ভাইয়ের বিয়ে উপলক্ষে খুব সুন্দর একটি পেইন্টিং করেছেন কুলার মধ্যে। প্রজাপতি দেখতে বেশ সুন্দর লাগছে, কালার কম্বিনেশন খুব সুন্দর হয়েছে। আপনাকে ধন্যবাদ আপু কুলার মধ্যে করা সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 months ago 

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর কমেন্ট করার জন্য।

 5 months ago 

বাহ আপু আপনি খুব চমৎকার একটি চিত্র অংকন করেছেন। কুলায়ার উপরে প্রজাপতির চিত্র অংকটি এতটাই সুন্দর লাগছে যা দেখে আমি মুগ্ধ হয়েছি। আর এটি তৈরি করে প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন আপনাকে অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আমার প্রজাতিরর চিত্রাংকন দেখে মুগ্ধ হয়েছেন জেনে ধন্য হয়ে গেলাম।ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56647.53
ETH 2372.20
USDT 1.00
SBD 2.26