ফুলের গাছ কেনাকাটা ও লাগানোর অনুভুতি ❤️

in আমার বাংলা ব্লগ3 months ago

হ্যালো

আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন। আমিও সৃষ্টি কর্তার কৃপায় ভালো আছি।আমি শাপলা দত্ত, বাংলাদেশ থেকে আজ আপনাদের মাঝে শেয়ার করবো ফুলের গাছ ।আশা করছি আপনাদের ভালো লাগবে।তো চলুন দেখা যাক।

IMG_20240406_121103.jpg

ফুলের গাছ কিনতে ও গাছ লাগাতে আমার ভীষণ ভালো লাগে।ফুলের গাছ লাগানো ও কেনা আমার এক প্রকার নেশা।আমি কোথাও গেলে যদি ফুলের গাছ চোখে পড়ো তবে কিনবোই কিনবো।শীতকালে রাস্তা ঘাটে যখন তখন ফুলের গাছ পাওয়া যায় আর আমি তা কিনে কিনে লাগাই বাড়ির উঠানে।নার্সারির এক ছেলের সাথে পরিচিত ও শীতকালে ভ্যানে করে ফুল গাছ বিক্রি করে আর আমাদের বাড়িতে ভ্যান ভর্তি ফুল গাছ নিয়ে আসে।আমি কিনে কিনে লাগাই।
এবার শীতে খুব বেশি গাছ কেনা হয়নি কার ব্যাস্তছিলাম। বাড়িতে কম ছিলাম। গাদা ফুল ও কসমস ফুল কিনে লাগিয়েছিলাম।

PhotoCollage_1712383733090.jpg

শীতকালে ভীষণ সুন্দর সুন্দর তরতাজা গাদা ফুলসহ অন্যন্য ফুল পাওয়া যায়।
আমাদের বাড়িতে অনেক ফুলের গাছ আছে।যেমন স্থলপদ্ম, চার প্রকারের জবা,হলুদ কালার জবা গাছ আছে দুই প্রজাতির। লাল জবা আছে দুই প্রজাতির, সাদা ও গোলাপি জবা আছে এক প্রজাতির করে।আরো আছে অপরাজিতা ফুল,গন্ধ রাজ ফুল,কামিনী ফুল,হাসনাহেনা, গোলাপ কয়েক প্রকারের, অলকানন্দা, রঙ্গন,বেলি,এগুলো সব আমার নিজে কেনা ও নিজ হাতে লাগানো ফুল গাছ।এসব ফুল গাছে এতো পরিমাণ ফুল ফুটে যে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই।
আমার বাড়িতে ফুলের গন্ধে ভরপুর থাকে সব সময়।

PhotoCollage_1712387046476.jpg

রাত্রি বেলায় পুরা বাড়ি ঘর গন্ধে ভরে যায়।আমার প্রায় ফুলের গাছেই জানালার পাশে লাগানো।আর জানালার পাশে ফুল গাছ হওয়ার কারণে জানালা খোলা থাকলে ঘর ভরে যায় গন্ধে।সব থেকে বেশি ঘ্রাণ বের হয় হাসনাহেনা ও কামিনী ফুলের।

PhotoCollage_1712387306633.jpg

PhotoCollage_1712387362218.jpg

বাগান বিলাস ফুলও দোপাটি ফুলও অনেক সৌন্দর্য বাড়ায় বাগানের।
কিছু দিন আগে গাইবান্ধা গিয়েছিলাম এবং গাইবান্ধা গিয়ে হঠাৎ দেখতে পাই ভীষণ সুন্দর সুন্দর গোলাপ গাছের। চোখ আটকে যায় গাছ গুলো দেখে।তাই একটি লাল টুলটকে গোলাপ গাছ কিনে আনি।সব গুলো গোলাপ গাছ ও গোলাপ ফুল এতোটাই সুন্দর ছিলো যে মনে হচ্ছিল সব গুলো গাছেই কিনে নিয়ে আসি।একদিন বাজারে গিয়েছিলাম আর সেখানে গিয়ে দেখতে পাই হলুদ একটি জবার।ভীষণ ছোট্ট একটি আদুরে গাছ।দেখেই নিতে মন চাইলো নিলামও।ভীষণ টুকটুকে হলুদ সুন্দরী।

IMG_20240406_120629.jpg

বাড়িতে গাছটি এনে লাগিয়েছি।বেশ ভালো গাছছিলো গাছ টি কিনতে পেরে।গোলাপ গাছটিও চমৎকার ওই দোকানে যতো গুলো গোলাপ গাছ ছিলো মনে হচ্ছিল সব গুলো গাছ কিনে নিয়ে আসি।লাল,সাদা,হলুদ গোলাপ গাছ ও ফুল গুলো আমার নজর কেড়ে ছিলো।
এই ছিলো আমার আজকের ফুলের গাছ কেনা ও লাগানোর অনুভূতির কিছু কথা ও ফটোগ্রাফি। আশা করছি আপনাদের ভালো লেগেছে।আজকের মতো এখানেই শেষ করছি।আবারও দেখা হবে অন্য কোন পোস্টের মাধ্যমে।সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসOppoA95
লোকেশনগাইবান্ধা, বাংলাদেশ

[টাটা]

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20240402_235359.jpg

Sort:  
 3 months ago 

আপনার মতো ফুল গাছ কিনতে এবং বাগান করতে আমারও খুবই ভালো লাগে আপু। একটা সময় আমার বাসায় অনেক গাছ ছিল। তবে এখন আর বাবুর জন্য তেমন সময় দিতে পারি না বাগানের পিছনে তাই অনেক গাছ নষ্ট হয়ে গেছে।ইচ্ছা আছে বাবু একটু বড় হলে আবারো নতুন করে শুরু করব। আপনার বাগান করার মুহূর্ত দেখে বেশ ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

 3 months ago 

আপনারও অনেক ফুল গাছ আছে জেনে ভাল লাগলো।বাবু বড়ো হলে আবারও ফুল গাছ লাগাবেন জেনে খুব ভালো লাগলো।

 3 months ago 

আপনি অনেক ফুল গাছ লাগাতে পছন্দ করেন জানতে পারলাম আপনার পোস্টটি পড়ে । যাই হোক আপনাদের বাড়িতে তো দেখছি অনেকগুলো ফুল গাছ লাগিয়েছেন। আর এত রকমের ফুলের গাছ লাগানোর কারণে একসময় দেখা যাবে আপনাদের বাড়িটা ফুলের বাগান হয়ে গিয়েছে। আর এখনো যে বাগান বলা যাবে না তা কিন্তু নয়। যাই হোক ধন্যবাদ আপনাকে আপনার ফুল গাছ কেনা ও লাগানোর অনুভূতিগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

বাড়িটি ফুলের বাগান করতে চাই ভাইয়া। যেদিকে তাকাবো শুধু ফুল আর ফুল থাকবে তাহলে মনটা জুড়িয়ে যাবে।

 3 months ago 

শীতকালীন সময় বিভিন্ন ধরনের ফুল ফুটতে দেখতে পাওয়া যায়। আবার নার্সারিতে গিয়ে অনেকে বিভিন্ন ধরনের ফুল গাছ সংগ্রহ করে বা কিনে নিয়ে আসে। আবার দেখা যায় অনেকে গাড়িতে করে বিভিন্ন ধরনের ফুলের গাছ সহ বিক্রি করে। আপনি ফুল গাছ কিনে নিয়ে বাড়ির পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করেছেন। সেই ফুল গাছের দৃশ্য গুলো দেখে খুবই ভালো লাগলো । আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 3 months ago 

ফুল গাছ কেনাকাটা পাশাপাশি রোপন করা এটা আমার খুব ভালো লাগে। ঠিক তেমনি সুন্দর একটি পোস্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। বেশ ভালো লাগলো ফুল গাছ বিষয়ে বিস্তারিত আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে। এটা কিন্তু একটা ভালো দিক। বিভিন্ন প্রকার ফুল গাছ বাড়িতে লাগালে ফুলের বাসনা সব সময় বাড়িতে বিরাজমান থাকে, আর এই অনুভূতিটা বেশ ভালো লাগে।

 3 months ago 

ঠিক বলেছেন ভাইয়া বিভিন্ন প্রকাশ ফুল বাড়িতে লাগালে বাড়ি ফুলের ঘ্রাণে ভরপুর থাকে।

 3 months ago 

আপু আপনি তো দেখছি বেশ কিছু ফুল গাছ ক্রয় করেছেন। আমারও অনেক শখ ফুল গাছ কিনে বাড়ি আশেপাশে লাগানো। কিন্তু সময়ের অভাবে পারিনা। আপনি বেশ কিছু ফুল কেনাকাটা করেছেন এবং সেগুলো লাগিয়েছেন। ফুল কেনা এবং সেগুলো লাগানো অনুভূতিটা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 months ago 

আপনারও সখ ফুল তাছ লাগানো জেনে ভালো লাগলো।সময় বের করে লাগাবেন ভাইয়া ফুল গাছে যখন গাছে ফুল হবে মনটা ভরে যাবে।

 3 months ago 

আমি নিজেও ফুল গাছ দেখলে কিনার চেষ্টা করি। আপনি দেখতেছি ফুল গাছ কিনেছেন এবং রোপন করতেছেন। তবে ফুল গাছ যদি বাড়ির মধ্যে থাকে পরিবেশ অন্যরকম লাগে। তবে শীতকালে ফুল গাছগুলো খুব তাজা এবং সতেজ থাকে। আপনাদের বাড়িতে ভ্যান গাড়ি করে ফুল গাছ এনেছে বিদায় আপনার জন্য সুবিধা হয়েছে কিনতে। যাহোক খুব সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

ঠিক বলেছেন ভাইয়া ফুল গাছ বাড়িতে থাকলে অন্যরকম লাগে।

 3 months ago 

ফুল সৌন্দর্যের প্রতীক। আর গাছে থাকা অবস্থায় ফুল দেখতে ভীষণ ভালো লাগে। আপনি নার্সারিতে গিয়ে ফুল গাছ কিনে এনেছেন। এত ধরনের ফুল বাড়িতে থাকলে পুরো বাড়ি ফুলের গন্ধ থাকবে। আপনার পোস্ট দেখে ভালো লাগলো আপু। ধন্যবাদ আপু।

 3 months ago 

ঠিক বলেছেন আপু ফুল সুন্দর্যের প্রতিক আর গাছে থাকা অবস্থায় সত্যি ফুল দেখতে ভীষণ ভালো লাগে।

 3 months ago 

ফুল গাছ লাগাতে আমারও খুব ভালো লাগে আপু। যেহেতু আপনি বাড়িতে আছেন ফুল গাছ কিনে লাগাতে পারেন। সেই লাগানো গাছে যখন ফুল ফোটে অনেক বেশি ভালো লাগে। কিন্তু আমাদের এখানে তো কোন জায়গা নেই ফুল গাছ লাগানোর তাই সম্ভব হয় না। কিন্তু আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লেগেছে। আর ফুলের সুগন্ধে ঘর ভরে যায় এটা অনেক ভালো লাগে আমার কাছে।

 3 months ago (edited)

ঠিক বলেছেন আপু বাড়িতে আছি জন্য এতো প্রকার ফুল গাছ লাগাতে পারছি।

 3 months ago 

খুবই ভালো লাগলো আপু আপনার পোস্টটি দেখে। নার্সারি থেকে ফুল গাছ কিনে নিজে একটি ছোটখাটো ফুলের বাগান তৈরি করেছেন। প্রতিটা ফুলের গাছ দারুন হয়েছে। ফুল সকলেই ভালবাসে। ফুল হলো ভালবাসার একটি প্রতীক। আপনিও যে ফুলকে অনেক ভালোবাসেন সেটি দেখেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 months ago 

ঠিক বলেছেন আপু ফুল হলো ভালোবাসার প্রতিক।ধন্যবাদ

 3 months ago 

বোঝাই যাচ্ছে ফুল গাছ লাগানোর ব্যাপারে আপনি অনেক বেশি সৌখিনতা বজায় রাখেন। ফুল গাছ লাগাতে আমার অনেক বেশি ভালো লাগে আর বাসার আশেপাশে যদি এরকম ফুল গাছের ছোট বাগান থাকে তাহলে সকাল সন্ধ্যা বাড়িঘর কুলের গন্ধে মুখরিত হয়ে থাকে। ফুল গাছ কেনাকাটা ও লাগানোর অনুভূতি পড়ে অনেক বেশি ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপনার অনুভূতি আমাদের মাঝে তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

 3 months ago 

হ্যাঁ ভাইয়া ফুল গাছ লাগানোর ব্যাপারে সৌখিনতা বজায় রেখেছি।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার কারনে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64669.52
ETH 3430.49
USDT 1.00
SBD 2.52