ভাইয়ের বিয়ের মূহুর্ত ❤️

in আমার বাংলা ব্লগ2 months ago

হ্যালো,

আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন। আমিও সৃষ্টি কর্তার কৃপায় ভালো আছি।আমি শাপলা দত্ত, বাংলাদেশ থেকে আজ আপনাদের মাঝে শেয়ার করবো ভাইয়ের বিয়ের মূহুর্তের কিছু অনুভুতি।আশা করছি আপনাদের ভালো লাগবে।
আই বুড়োভাত,গায়ে হলুদের নানান আয়োজন শেষ সেই কাঙ্খিত মূহুর্তের সময় চলেই এসেছে।
বিয়ের করার জন্য আমরা যাবো তাই সবাই খুব আনন্দের সাথে যে যার মতো সাজুগুজু করে যাওয়ার জন্য তৈরি।
মেয়ের মায়ের ইচ্ছে গোধূলিলগ্নে বিয়ে নেবেন। আমরাও রাজি। যেহেতু খুব দূরে নয় মেয়ের বাড়ি তাই গোধুলিলগ্ন ধরা কোন ব্যাপর নয়।রাত্রির ৩.৩০মিনিটেও একটি লগ্ন ছিলো কিন্তুু যেহেতু গোধুলিলগ্নে বিয়ে তাই সারারাত জাগার ঝামেলাও নেই।
তো আমরা বর যাত্রী গেলাম চারটি হাইসে।বরের সাথে আমাদের বড়োদের কোন সুযোগ ছিলো না।যতো বাচ্চা আছে সবাই বরের গাড়িতে উঠেছে। আর শুধু আমার পিসাত এক দিদিও আমার দিদি উঠেছিলো।

IMG-20240331-WA0009.jpg

আমার মেয়েও তাঁর মামার সাথে বসেছিলো।আমি আমার দুই জা,দেওরেরা এক সাথে উঠেছিলাম এক গাড়িতে।

IMG_20240401_145318.jpg

এরপর আমরা মেয়ের বাড়িতে পৌঁছে গেলাম। মেয়ের বাড়িতে পৌঁছাতে আমাদের দের ঘটনা সময় লেগেছিলো।আমরা যাওয়ার পর মেয়ের বাড়িতে নানা রকমের নিয়মকানুন করলেন। গেট ধরার সুযোগ ছিলো না কারণ গেটে সময় নষ্ট করলে লগ্ন বয়ে যাবে।তবে পরবর্তীতে গেইটের টাকা আমারা দিয়েছিলাম।বিয়ে মানেই শুধু টাকার খেলা।এখানে ওখানে সেখানে শুধু টাকা আর টাকা দিতে হয়।প্রতিপদে পদে টাকা দিতে হয়।যদিও বা এগুলো শুধুই আনন্দ আর মজা।সব থেকে মজা হয় মেয়ে পক্ষের ছেলে,মেয়েরা টাকা দাবী করে আর আমরা বর পক্ষের লোকজন প্রথমনে দিতে না চেয়ে খুনসুটি করা এবং দর-কষাকষি করার পর টাকা দেয়া।এটা আমার খুব ভালোই লাগে।

IMG-20240331-WA0010.jpg

এই তো সব আচারনিষ্ঠা শেষ বিয়ের পিড়িতে বসেছে ছেলে।আমরা সবাই বসে আছি।পুরোহিত মন্ত্র উচ্চারণ করেছে।

IMG_20240401_145151.jpg

আমরা বসে আছি মেয়েকে একটু পরেই বিয়ে মন্ডপে নিয়ে আসা হলো এবং প্রথমে সাতপাঁক ঘুরানো হলো এবং শুভ দৃষ্টি হলো।শুভ দৃষ্টিতে মেয়েকে পিঁড়ির মাঝে বসিয়া মেয়ের জামাই বাবু ও দাদারা সাতপাঁকে ঘোরালেন এবং শুভ দৃষ্টি হলো।

IMG_20240401_150810.jpg

এরপর মালাবদল হলো হাতে হাত রেখে বিয়ে সম্পূর্ণ হয়ে গেলো।আমরা সবাই খেয়ে আরামে দিলাম এক ঘুৃম।আসলে বিয়ের ব্যাস্ততার কারণে অনেক ভালো মূহুর্তের কোন ছবি তোলা সম্ভব হয়নি।তাই অনেক সুন্দর সুন্দর মুহুর্তের ফটোগ্রাফি শেয়ার করতে পারলাম না।
সংক্ষিপ্ত ভাবে শেয়ার করলাম আমার ভাইয়ের বিয়ে উপলক্ষে সুন্দর আনন্দের কিছু সময়ের অনুভূতি ও ফটোগ্রাফি। আশা করছি আমাদের ভালো লাগবে।
আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্যকোন পোস্টের মাধ্যমে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসOppoA95
লোকেশনগাইবান্ধা, বাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20240319_152643.jpg

Sort:  
 2 months ago 

আপু বিয়ে মানে শুধু টাকা নয় দুটি মনের ও পরিবারের মিলন। আর গেট থেকে শুরু করি প্রতি পদে আনন্দ সহকারে টাকার ছড়াছড়ি হয়ে থাকে। আর নিজের লোকজনের বিয়ে হলে ফটোগ্রাফি করার সুযোগ থাকে না। ধন্যবাদ আপু সুন্দর কাটানো মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

হ্যাঁ ঠিক বলেছেন মিলন তো অবশ্যই তা জানি কিন্তুু আমি বলতে চেয়েছি প্রতি পদে পদে টাকা দাবী করে সেই কথা।সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

আসলে বিয়ে মানেই তো এক অনাবিল আনন্দের মুহূর্ত। আপনার ভাইয়ের বিয়ের মুহূর্তে আপনার কাটানোর মুহূর্তটুকু জানতে পেরে আমার খুবই ভালো লেগেছে। সত্যিই আপনি অনেক আনন্দ করেছেন এবং বিয়ের মুহূর্তটুকু উপভোগ করেছেন। ভাইয়ের বিয়েতে কাটানো চমৎকার একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাইঅ সুন্দর একটি কমেন্ট করার জন্য।

 2 months ago 

ঠিক বলেছেন আপু বিয়ে মানেই শুধু টাকার খেলা। এইজন্য ভাবছি বিয়েই করব না হা হা। বেশ দারুণ লাগল আপনার ভাইয়ের বিয়ের মূহূর্তটা পড়তে। রাত ৩:৩০ টাই বিয়ে কখনো দেখিনি। এটা একটু বাড়াবাড়ি।‍ যাইহোক গোধূলি লগ্নে বিয়ে হওয়াই আপনাদের রাত টা আর জাগা লাগল না।

Posted using SteemPro Mobile

 2 months ago 

হাহাহাহা টাকার ভয়ে বিয়ে বাদ বেশ ভালো হাহাহা।আরে ভাইয়া টাকা গেলে যাক বিয়ে থেকে পিছুপা হওয়া যাবে না🙂

 2 months ago 

আপনার ভাইয়ের বিয়ের কিছু মুহূর্ত আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। যত বাচ্চা সব বরের গাড়িতে বসেছিল। বিয়েতে সব জায়গাতেই টাকা দিতে হয় । ধন্যবাদ ভাইয়ের বিয়ের মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 months ago 

আপনাকেও ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য।

 2 months ago 

আপনার ভাইয়ের বিয়ের মুহূর্তগুলো পড়ে অনেক ভালো লাগলো দিদি। ছোটবেলায় গ্রামে থাকতে আমিও এরকম বর যাত্রীদের রাস্তা আটকাতাম এবং তাদের থেকে টাকা দাবি করতাম। যাইহোক, আমার কাছে মনে হয়েছে যে গোধূলিলগ্নে বিয়েটা হয়ে ভালোই হয়েছে। অনেক রাত জাগার তাহলে আর কোন ঝামেলা থাকে না এমন হলে।

 2 months ago 

হাহাহাহা ভালো লাগলো বরের গাড়ি আটকিয়ে টাকা নিতেন জেনে।আমাদের ও নিয়েছে টাকা।হ্যাঁ গোধুলি লগ্নে বিয়ে হয়ে রাত জাগার ঝামেলা ছিলো না।

 2 months ago 

বরের গাড়ি আটকিয়ে টাকা নিতে অনেক মজা লাগতো দিদি। এসব যদিও এখন আর করা হয় না।

 2 months ago 

আপনাদের বিয়ের পরে ছেলের বাড়ির সবাই মেয়ের বাড়িতে থাকে। এটা আমি একটি মুভিতে দেখেছিলাম। তবে কত দিন থাকে সেটা জানি না। ভাইয়ের বিয়ে উপলক্ষে অনেক আনন্দ করেছেন। অবশেষে গেইটে কত টাকা চাঁদা দিতে হলো,....সেটা তো জানলাম না,হা হা হা। ধন্যবাদ।

 2 months ago 

এক রাত একদিন থাকতে হয় ছেলের বাড়ির সবাই মেয়ের বাড়িতে।গেইট ধরা বাবদ ৫০০০টাকা নিয়েছে আরো সব মিলিয়ে ২০০০০ টাকা দিতে হয়েছে।

 2 months ago 

বিয়ে মানে একসাথে অনেক আনন্দ খাওয়া দাওয়া এবং সুন্দর মুহূর্ত কাটানো।অনেকদিন থেকেই আপনার ভাইয়ের বিয়ের এই মুহূর্ত টার অপেক্ষায় রয়েছিলাম। যাইহোক নব দম্পতির জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ আপু ভাইয়ের বিয়ের সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য।

 2 months ago 

ঠিক বলেছেন বিয়ে মানে এক সাথে অনেক আনন্দ ও খাওয়া দাওয়া।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66979.07
ETH 3513.41
USDT 1.00
SBD 3.21