আপেল দিয়ে গোলাপ ফুল বানানো❤️

in আমার বাংলা ব্লগ6 months ago (edited)

হ্যালো,

আমার বাংলাব্লগবাসী বন্ধুরা কেমন আছেন সবাই।আশা করছি ভালে আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছি।আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আপেল দিয়ে গোলাপ ফুল বানানোর পদ্ধতি। আমার ভাইয়ের বিয়েতে হরেকরকমের ফল দিয়ে ডেকোরেশন করেছিলাম তো তারেই ফটোগ্রাফি করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করবো বলে।আশা করছি আপনাদের ভালো লাগবে।

IMG_20240314_101659.jpg

তো চলুন দেখা যাক কেমন ছিলো বানানোর পদ্ধতি।

IMG_20240311_114135.png

আপেল
আঙ্গুর
বেদানা

PhotoCollage_1710386426344.jpg

প্রথম ধাপ

প্রথমে আপেল গুলে কেটে নিয়েছি।

PhotoCollage_1710386790163.jpg

দ্বিতীয় ধাপ

এখন বেদনা গুলো থেকে কোয়া বের করে নিয়েছি ও একটি আঙ্গুর নিয়েছি।

IMG_20240314_092439.jpg

তৃতীয় ধাপ

এখন একটি প্লেটে আপেলর স্লাইস গুলো এভাবে একে একে সাজিয়ে নিয়েছি।

PhotoCollage_1710386995424.jpg

চতুর্থ ধাপ

আপেল দিয়ে একটি ফুলের আকার বানিয়েছি এবং পুরাপুরি ভাবে ভরাট করে ফেলেছি। আপেল দিয়ে পুরা ফুলের পাপড়ি বানিয়েছি।

PhotoCollage_1710387132591.jpg

পঞ্চম ধাপ

পুরাপুরি ভাবে ফুল বানানোর পর মাঝে বেদেনা দিয়েছি এবং আঙ্গুর নিয়েছি মাঝে।

PhotoCollage_1710389723411.jpg

ষষ্ঠ ধাপ

এভাবেই তৈরি পুরাপুরি ভাবে তৈরি হয়ে গেলো আমার চমৎকার সুন্দর আপেল দিয়ে গোলাপ ফুলটি।

IMG_20240314_101659.jpg

IMG_20240314_101659.jpg
কেমন লাগলো আমার আপেল দিয়ে আকর্ষণীয় গোলাপ ফুল বানানোর পদ্ধতি। আশা করছি ভালো লেগেছে।অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে।আজকের মতো এখানেই শেষ করছি।আবারও দেখা হবে অন্য কোন পোস্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীপদ্ধতি
ডিভাইসOppoA95
লোকেশনগাইবান্ধা, বাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20240309_081304.jpg

Sort:  

What a clever idea @shapladatta and it looks so pretty! Is there anything specific you can do to stop the apple from going brown? or do you just eat it very quickly :D


কি একটি চতুর ধারণা @ shapladatta এবং এটা খুব সুন্দর দেখাচ্ছে! আপেল বাদামী হওয়া বন্ধ করার জন্য আপনি কি নির্দিষ্ট কিছু করতে পারেন? নাকি তুমি খুব তাড়াতাড়ি খেয়ে ফেলো :D

 6 months ago 

বাদামী হওয়া বন্ধে কিছু করি না।আর অবশ্যই আপেল কেটে বেশি সময় রাখি না খেয়ে ফেলি।

That makes sense :)

 6 months ago 

ফ্রুট ডেকোরেশন গুলো আমার ভীষণ ভালো লাগে। আমিও মাঝে মাঝে এই ধরনের পোস্টগুলো শেয়ার করি। আপনি আপেল এবং ডালিম ব্যবহার করে খুব সুন্দর গোলাপ ফুল তৈরি করেছেন। তবে ফাইনাল লুকের ফটোগ্রাফি টা আরেকটু সুন্দর করে ক্যাপচার করতে পারলে আরো বেশি ভালো লাগতো দেখতে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ফ্রুট ডেকোরেশন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 months ago 

আপনার ফ্রুটস ডেকোরেশন গুলো দেখি বেশ ভালোই হয়।আসলে রাত্রির বেলা ফটোগ্রাফি করেছি আর খুব তারাহুরো করে কারণ আমি হলুদ সন্ধ্যার জন্য ডেকোরেশন করছিলাম হরেক রকম ফলের।ধন্যবাদ

 6 months ago 

আপেল দিয়ে খুবই সুন্দর ভাবে গোলাপ ফুল তৈরি করেছেন। এত সুন্দর ভাবে গোলাপ ফুল তৈরি করেছেন। দেখতে পেয়ে ভালো লাগলো। এভাবে আমিও শিখে নিয়েছি, পরবর্তীতে আপেল কেটে গোলাপ ফুল তৈরি করব ইনশাআল্লাহ।

 6 months ago 

এই কাজটির জন্য আপনি প্রশংসার দাবিদার। আসলে এত সুন্দর চিন্তাধারা মানুষের হতে পারে আমার বাংলা ব্লগে না আসলে জানতাম না। আপনি প্রতিনিয়ত বেশ সুন্দর সুন্দর কাজ করে থাকেন। আজকে যেমন আপেল দিয়ে গোলাপ ফুল বানালেন। বেশ ভালো লাগলো। আমার কাছে অনেক অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

 6 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে উৎসাহিত করে পাশে থাকার জন্য।

 6 months ago 

বাপরে এত ক্রিয়েটিভিটি রাখেন কোথায় আপু। খুব চমৎকার ফুল বানিয়েছে আপেল দিয়ে। দেখতে অসাধারণ লাগছে, আর ইউনিক একটি আইডিয়া ছিল। ধন্যবাদ যথাযথ বর্ণনার মাধ্যমে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 6 months ago 

অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর কমেন্ট করার জন্য।

 6 months ago 

বাহ ফ্রুটস ডেকোরেশন দেখে খুবই ভালো লেগেছে। আপনি আপেল দিয়ে খুব সুন্দর ভাবে গোলাপ ফুল তৈরি করলেন। আমার কাছে আপু ফ্রুটস ডেকোরেশন গুলো খুবই ভালো লাগে। কারণ এভাবে ডেকোরেশন করে যখন পরিবেশন করা হয় দেখতে বেশ ভাল দেখাই। তাছাড়া খাওয়ার প্রতি আরও আকর্ষণ বেশি বেড়ে যায়। অনেক ধন্যবাদ আপনাকে ভালো লাগলো দেখে।

 6 months ago 

আমারও ফ্রুটস ডেকোরেশন গুলো খুব ভালো লাগে দেখতে।ঠিক বলেছেন এভাবে ডেকোরেশন করলে খাওয়ার প্রতি আকর্ষণ বেড়ে যায়।বিশেষ করে বাচ্চাদের।

 5 months ago 

ফ্রুট কাটিং ডিজাইনগুলো আমার কাছে অনেক ভালো লাগে। বিশেষ করে বিয়ের অনুষ্ঠানে এ ধরনের ফ্রুট কাটিং ডিজাইন গুলো বেশি দেখা যায়। আপেল আঙ্গুর এবং বেদানা দিয়ে অনেক সুন্দর একটি ফ্রুট কাটিং ডিজাইন করেছেন আপু যেটা দেখতে খুবই চমৎকার লাগছে। ধন্যবাদ সুন্দর একটি ফ্রুট কাটিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 57983.67
ETH 2465.71
USDT 1.00
SBD 2.41