ক্লে দিয়ে টিউলিপ ফুল❤️

in আমার বাংলা ব্লগ3 days ago

হ্যালো,

আমার বাংলা ব্লগবাসী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন। আজ আপনাদের সাথে ভাগ করে নেবো ক্লে দিয়ে টিউলিপ ফুল বানানোর পদ্ধতি।

PhotoCollage_1719768835758.jpg

ক্লে দিয়ে যে কোন কিছুই অতি সহজ পদ্ধতিতে বানানো যায়।দেখতেও অনেক ভালো লাগে।কি পোস্ট করবো ভাবছিলাম। মেয়ে অনেকটাই অসুস্থ। পুরা শরীরে পক্সে ভরে গেছে। শরীর ভালো নয় বাইরে যেতে পারছে না তাই খুব বিরক্ত করছে।কোন কাজ হচ্ছে না তেমন ভাবে।রেসিপি করতে পারছি না।আসলে ছোট মানুষ অসুস্থতায় মাকে পাশে চায় সব সময়।একটুও চোখের আড়াল করতে চায় না।আমিও আমার সবটুকু সময় মেয়েকে দিচ্ছি। সারাদিনেও পোস্ট কি করবো ভেবে পাচ্ছিলাম না তাই ক্লে নিয়ে বসে গেলাম খুব সুন্দর টিউলিপ ফুল বানানোর জন্য। এবং বানিয়ে ফেল্লাম এবং আপনাদের সাথে তা ভাগ করে নিচ্ছি।
তো চলুন দেখি কিভাবে বানিয়ে নিয়েছি সুন্দর ফুল গুলো।

IMG_20240621_195932.png

ক্লে
হার্ডবোর্ড
রঙ্গিন কাগজ

PhotoCollage_1719765565442.jpg

প্রথম ধাপ

প্রথমে রঙিন কাগজ দিয়ে হার্ডবোর্ড টি মুড়িয়ে নিয়ছি আঠা দিয়ে।

IMG_20240630_224342.jpg

দ্বিতীয় ধাপ

এখন পিংক কালারের ক্লে হাতের সাহায্যে লম্বাটে গোল করে নিয়েছি ও মাঝ বারাবাড়ি দাগ কেটে নিয়েছি এভাবে।

PhotoCollage_1719766031861.jpg

তৃতীয় ধাপ

ক্লে দিয়ে ফুলের আকারে একে একে সব গুলো বানিয়ে নিলাম এবং রঙ্গিন কাগজে মোড়ানো হার্ডবোর্ডে একে একে বসিয়ে নিলাম।

PhotoCollage_1719766625478.jpg

চতুর্থ ধাপ

এখন সবুজ ক্লে দিয়ে হাতের সাহায্যে ফুলের গাছের ডাল বানিয়ে নিলাম ও লাগিয়ে দিলাম ফুলের সাথে।

PhotoCollage_1719767639712.jpg

পঞ্চম ধাপ

এখন ডালের নিচে কিছু ক্লে মোটা করে ডাল বানিয়ে লাগিয়ে দিলাম।

IMG_20240630_231601.jpg

ষষ্ঠ ধাপ

এখন ক্লের সাথে যে কাটার ছিলো তা দিয়ে দাগ কেটে কেটে টিউলিপ ফুলের গোড়ায় পাতা বানিয়ে নিলাম।

PhotoCollage_1719768029485.jpg

সপ্তম ধাপ

এভাবেই পুরাপুরি ভাবে হয়ে গেলো আমার বানানো ক্লে দিয়ে চমৎকার সুন্দর টিউলিপ ফুলের গাছও ফুল।

IMG_20240630_232243.jpg

ফাইনাল লুক

IMG_20240630_232344.jpg

IMG_20240630_232243.jpg

InShot_20240630_233234118.jpg
এই ছিল আমার আজকের চমৎকার সুন্দর টিউলিপ ফুলের গাছ বানানো পদ্ধতি। আশা করি আপনাদের ভালো লাগবে। কেমন লাগলো আমার টিউলিপ ফুল বানানো পদ্ধতি তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মত এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোন পোষ্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকু।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীডাই পোস্ট
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo14UNCoTuW1o66aHc3FCEnd7buse5xCz6vkPsfu4LeD1pxjx3k2ntJnMbqGzAtACvvbropJqKKvTQ5mAWJ.png

Sort:  
 2 days ago 

আপু আপনার মেয়ের সুস্থতা কামনা করছি। কিছুদিন আগে আমি টিউলিপ ফুল এঁকেছিলাম। আর আপনি এত সুন্দর করে টিউলিপ ফুল তৈরি করেছেন দেখে মুগ্ধ হয়েছি। আপু আপনার দক্ষতা প্রশংসনীয়। আর আপনার হাতের কাজ আমার অনেক ভালো লেগেছে।

 yesterday 

ধন্যবাদ ভাইয়া সুস্থতা কামনা করার জন্য।আপনার টিউলিপ অংকন অনেক সুন্দর হয়েছিল।

 3 days ago 

আপনি ক্লে দিয়ে চমৎকার টিউলিপ ফুল তৈরি করে ফেলেছেন। এটা দেখতে ভীষণ সুন্দর দেখাচ্ছে। আসলে আপনার দক্ষতার প্রশংসা করতেই হচ্ছে। কাজটি শেষ করার পর আরো দূর্দান্ত দেখাচ্ছে। অনেক ধন্যবাদ আপু চমৎকার কাজটি উপহার দেয়ার জন্য।

 2 days ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 2 days ago 

প্রথমেই আপনার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করি। আশা করছি তাড়াতাড়ি সে সুস্থ হয়ে যাবে। আপনি আজ অনেক সুন্দর করে টিউলিপ ফুল তৈরি করেছেন। ক্লে ব্যবহার করে এই ফুল গুলো তৈরি করার কারণে দেখতে অনেক সুন্দর লাগতেছে। প্রথমে তো দেখে আমি ভেবেছিলাম, এগুলো সত্যি কারের টিউলিপ ফুল। পরে ভালোভাবে দেখে বুঝতে পেরেছি এগুলো আপনি নিজের হাতে তৈরি করেছেন। সবগুলোই কিন্তু অনেক সুন্দর হয়েছে।

 2 days ago 

অসংখ্য ধন্যবাদ আপু খুব সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 2 days ago 

বাচ্চাদের পক্স হলে খুবই কষ্টকর অবস্থা হয়। আমার দুই ছেলের ছোটবেলায় পক্স উঠেছিল। সেজন্য বুঝতে পারছি আপনার অবস্থা। যাইহোক দোয়া করি কষ্ট যেন কম হয়। তাছাড়া ঠিকই বলেছেন ক্লে দিয়ে খুব সহজে বিভিন্ন জিনিস তৈরি করা যায়। আপনার ক্লে দিয়ে তৈরি পদ্ম ফুল গুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। হঠাৎ করে দেখলে সত্যিকারের পদ্মফুলের মত লাগছে।

 2 days ago 

অনেক কষ্ট হচ্ছে আপু।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 days ago 

আপু আপনার মেয়ের অসুস্থতার কথা শুনে সত্যি খারাপ লেগেছে। আপনার মেয়ের সুস্থতা কামনা করছি। আপনি এত সুন্দর করে টিউলিপ ফুল তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। টিউলিস ফুল দেখতে অনেক সুন্দর হয়েছে। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 days ago 

ধন্যবাদ আপু সাবলীল মন্তব্য করার জন্য।

 2 days ago 

আপনার মেয়ে অসুস্থ জেনে খারাপ লাগলো। আপনার মেয়ের সুস্থতা কামনা করছি। খুব সুন্দর টিউলিপ ফুল তৈরি করেছেন ক্লে দিয়ে। বেশ ভালো লাগছে ফুলগুলো দেখতে। দূর থেকে একদম টিউলিপ ফুলের মতই লাগছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।

 yesterday 

ধন্যবাদ আপু আমার মেয়ের সুস্থতা কামনা করার জন্য। একদম ঠিক বলেছেন টিউলিপ ফুলের মতোই লাগছে ক্লে দিয়ে বানানো ফুলগুলো।

 3 days ago 

চমৎকার টিউলিপ গুলো হয়েছে। আমাদের সময়নেসব ছিল না। মাটি দিয়ে গড়তাম। এখন এইগুলো রঙিন হবার কারণে অনেক কাজে আসে। আর দেখতেও খুব গ্লসি হয়। খুব ভালো পোস্ট। ভালো লাগা জানালাম।

 2 days ago 

ঠিক বলেছেন মাটি দিয়ে গড়তে হতো। ক্লে রঙ্গিন হওয়ার কারণে যা বানানো হয় তাই খুব গ্লসি হয়।ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।

 2 days ago 

ক্লে দিয়ে টিউলিপ ফুল বানানোর পদ্ধতিটি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। মেয়ের অসুস্থতার মধ্যেও যে আপনি এত সুন্দর একটি ক্রাফট তৈরি করে আমাদের সাথে শেয়ার করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। আপনার টিউলিপ ফুলের গাছ তৈরির পদ্ধতিটি খুবই সহজ এবং সৃজনশীল। সেই সাথে আশা করি আপনার মেয়ে দ্রুত সুস্থ হয়ে উঠবে। আপনার পরবর্তী পোস্টের অপেক্ষায় রইলাম।

[@redwanhossain]

 yesterday 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার পোস্টটি ভালো লেগেছে জন্য এবং সাবলীল মন্তব্য করে উৎসাহ প্রদান করার জন্য।

 2 days ago 

আপনি ক্লে দিয়ে টিউলিপ ফুলের অরিগামি তৈরি করেছেন। যেগুলো দেখতে অরিজিনাল টিউলিপ ফুলের মতো মনে হচ্ছে। খুবই সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ আপু ক্লে দিয়ে টিউলিপ ফুল তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 yesterday 

সত্যিই অরিজিনাল টিউলিপ ফুলের মতই লাগছে কিন্তু ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 yesterday 

টাউলিপ ফুলটা আমার কাছে বেশ সুন্দর লাগে। কী চমৎকার রুপ ফুলটার। ক্লে দিয়ে টিউলিপ ফুল টা চমৎকার তৈরি করেছেন আপু। খুবই সুন্দর লাগছে দেখতে। বেশ অসাধারণ ছিল পোস্ট টা। প্রতিটা ধাপ চমৎকার উপস্থাপন করেছেন। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 yesterday 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া প্লে দিয়ে বানানো টিউলিপ ফুলগুলো আপনার ভালো লেগেছে জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 60191.28
ETH 3302.01
USDT 1.00
SBD 2.36