দেবরের বিয়ে ও বর যাত্রী হওয়ার অনুভূতি শেষ পর্ব🥰

in আমার বাংলা ব্লগ2 months ago

হ্যালো

আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন। আমিও সৃষ্টি কর্তার কৃপায় ভালো আছি।আমি শাপলা দত্ত, বাংলাদেশ থেকে আজ আপনাদের মাঝে শেয়ার করবো দেবরের বিয়ের বরযাত্রী হওয়ার অনুভুতির দ্বিতীয় ও শেষ পর্ব।

IMG_20240426_195712.jpg

বিয়েবাড়িতে পৌছানোর পর বরকে গাড়ি থেকে নামানোর সব নিয়মকানুন সেরে গেটে বরকে আটকিয়ে টাকা আদায় করলেন।এরপর আমরা উপরে চলে গেলাম এবং বউকে দর্শন করলাম প্রথমে।

PhotoCollage_1714139742510.jpg

এরপর মেয়েকে আশির্বাদ পর্ব সম্পূর্ণ করলেন গুরুজনেরা।

IMG_20240426_201023.jpg
এরপর আমরা ফ্রেস হলাম এবং চেন্জ করলাম।আমার তো ভীষণ অসস্তি লাগছিলো এতো দূরে জার্নি করার কারণে।
একটু পরেই নাস্তা ও তার কিছু পরেই ডিনার করালেন আমাদের কে।
ডিনার করার পর বিয়ের জন্য সব রেডি করে বিয়েতে বসানো হলো।বিয়ে শুরু হয়ে গেছে আমরা সবাই বর কনের পিছনে বসে বিয়ে উপভোগ করতে লাগলাম।

PhotoCollage_1714151634408.jpg
বিয়ে শেষ হলো। তারাতাড়ি বিয়ে হয়েছে কারণ লগ্ন ছিলো এগারোটায়। আমরা বিয়ে শেষ গেষ্ট হাউসে থাকতে গেলাম।বিয়ে হয়েছে নড়াইলের কমিউনি সেন্টারে। আমাদের গাড়িতে করা আমারা গেষ্ট হাউসে গেলাম এবং শুয়ে পড়লাম খুব তারাতারি। আমরা প্রায় ৮০ জন বর যাত্রী গিয়েছিলা।খুব তারাতাড়ি শুয়ে পড়লাম কারণ বাসি বিয়ে হবে সকাল সকাল এবং বাসি বিয়ে শেষে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিব।হঠাৎ করে এতোটা পথ জার্নি করার পর আর ঘুম আসছিলো না।কেমন জানি ভয় ভয় লাগছিলো।ফোন ঘাটাঘাটি করে করে হঠাৎ করে কখন ঘুমিয়ে গেছি তা একদমই জানি না।ঘুম হয়েছিলো বেশ।
PhotoCollage_1714154335171.jpg
খুব সকালেই জেগে গেলাম এবং ঝটপট স্নাস সেরে রেডি হয়ে আবারও কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে রওনা দিলাম। এসে দেখলাম বাসি বিয়ের আয়োজন হয়ে গেছে এবং একটু সময় পরেই বিয়ে শুরু হয়ে গেলো।

PhotoCollage_1714154584315.jpg
বিয়ে শেষ খাওয়ার ব্যাবস্থা করা হলো তবে আমরা আর কমিউনিটি সেন্টার না খেয়ে বাইরে গিয়ে হোটেলে যে যার পছন্দ মতো খাবার খেলাম বিল কিন্তুু বর পক্ষের। আমি গরমে অতিষ্ঠ হয়ে দই চিরা খেলাম।শুধু কি আমি অনেকেই খেয়েছে দই চিড়া।কেউ বা পরোটা তরকারি মিষ্টি। দই চিড়া খেয়ে খুব আরাম অনুভব করছিলাম।একদম হাত দিয়ে দই চিড়া খেয়ে নিলাম।

IMG_20240427_000804.jpg

খাওয়াদাওয়া শেষ আসার জন্য সবাই তৈরি হয়ে গেলাম এবং এর ফাকে আমি কয়েকটি ফটোগ্রাফি করে নিলাম কারণ বিয়েতে ক্লান্ত থাকার কারণে তেমন ফটো তোলা হয়নি।আমি শাড়ি ছেড়ে থ্রিপিস পড়েছিলাম কারণ আসার দিন শাড়ি পড়ে লং জার্জি করাটা বিরক্তিকর মনে হয়েছিলো।

IMG_20240422_133932.jpg
আমরা সবাই বউ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এবং রাত নয়টায় এসে বাড়িতে পৌছালাম। বাড়িতে এসে বৌ নামানোর এবং নানা রকমের রেওয়াজ শরু হয়ে গেলো।এখানেও বর বউকে আটকিয়ে আটকিয়ে টাকা নেয়া হলো। বাড়ির ভীতরে প্রবেশের আগে দশ হাজার টাকা দিয়ে ঢুকতে হয়েছে।ছোট ভাই বোন ও বৌদিরা।গৃহে প্রবেশের পর অনেক নিয়ম কানুন মেনে বউকে ঘরে তুল্লেন।তারপর সবাই শুয়ে পড়লেন কারণ পরদিন বৌভাত।

PhotoCollage_1714155335152.jpg

সকালে উঠে বৌভাতের আয়োজন করা হলো এবং বৌভাত হয়ে গেলো।আত্নীয় স্বজন, পাড়াপ্রতিবেশি, নিমন্ত্রিত অতিথি সবাই বৌভাত খেতে আসলেন এবং খেয়ে বৌকে আশির্বাদ করলেন।

PhotoCollage_1714156664091.jpg

আসলে সব কিছুর ফটোগ্রাফি করা সম্ভব হয়ে ওঠেনি। তাই যে টুকু ফটোগ্রাফি করেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। এই ছিলো দেবরের বিয়ে ও বর যাত্রী হওয়া অনুভুতি।আজকের মতো এখানেই শেষ করছি।আবারও দেখা হবে অন্যকোন পোস্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসOppoA95
লোকেশনগাইবান্ধা, বাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20240422_173625.jpg

Sort:  
 2 months ago 

আজকে আপনি আমাদের মাঝে খুব সুন্দর একটি বিয়ের অনুষ্ঠান বিষয়ে পোস্ট শেয়ার করেছেন। আপনি কিছুদিন আগে পোস্ট শেয়ার করেছিলেন সেটা আমি দেখেছি। সেইটা এবং এইটা দিয়ে মোটামুটি বিয়ের অনুষ্ঠান সম্পর্কে বেশ ধারণা পেয়ে গেলাম। আশা করি এই বিয়ের অনুষ্ঠানে আপনি খুব সুন্দর সময় অতিবাহিত করেছিলেন। সেলফিটা বেশ চমৎকার ছিল কিন্তু। সব মিলে খুবই ভালো লাগলো আপু আপনার আজকের এই পোস্ট।

 2 months ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 2 months ago 

বিয়েতে বরযাত্রী হওয়ার মজাই আলাদা।অনেক লোকজন থাকলে যেমন মজা হয় তেমনি একটু কষ্ট ও হয়।আপনি বিয়েতে গিয়ে অনেক মজা করেছেন।দই চিড়ে খেয়েছেন জেনে আরও বেশি ভালো লাগছে শরীরটা বেশ হালকা থাকবে।আপনাকে অনেক সুন্দর লাগছিল। এতো সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 months ago 

ঠিক বলেছেন বরযাত্রী হওয়ার মজাই আলাদা। আমি মজাটা পেয়েছি এবার এতো দূরে বরযাত্রী হয়ে একদমই শখ মিটে গেছে🙃।

 2 months ago 

গরমের মধ্যে বিয়ে খেতে বরযাএী যাওয়াও একটা ঝামেলা । কী একটা অস্বস্তিকর অবস্থায় পড়তে হয় যেটা বলে বোঝানোর মতো না হা হা। তবে আপনাদের তেমন অসুবিধা হয়নি। সবমিলিয়ে বিয়ে টা বেশ দারুণ খেয়েছেন। আর যাই বলেন আপু বিয়ের আসল মজা কিন্তু ঐ বরযাএী যাওয়াতেই। ধন্যবাদ আমাদের সাথে মূহূর্তটা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 2 months ago 

আর বলিয়েন না ভাইয়া বর যাত্রী হওয়ার সখ মিটে গেছে 😔।

 2 months ago (edited)

এই গরমে কোন প্রোগ্রাম অ্যাটেন্ড করা একটু কষ্টের। তবে বিয়ে মানে অন্যরকমের আনন্দ। আর আপনি অনেক আনন্দ করেছেন বুঝতে পারছি আপু। সত্যি আপু বিয়ে বাড়িতে গেলে সবাই মিলে অনেক আনন্দ হয়। সুন্দর মুহূর্ত গুলো সবার মাঝে তুলে ধরেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 months ago 

ঠিক বলেছেন বিয়ে মানেই আনন্দ।

 2 months ago 

দেবরের বিয়ের আগের পর্বগুলো দেখা হয়েছিল। তবে খুব ইচ্ছে ছিল বিয়ের দিনের পর্ব গুলো দেখার। আজকে একদম বউ সহ দেখে নিলাম। খাওয়া-দাওয়া সব মিলিয়ে বেশ আনন্দ করেছেন বিয়েতে। যাইহোক নতুন দম্পতির জন্য শুভকামনা রইল। তাদের বিবাহিত জীবন যেন সুখের হয়।

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 58984.78
ETH 3102.33
USDT 1.00
SBD 2.40