বেদানা আর্ট পদ্ধতি ❤️

in আমার বাংলা ব্লগ4 months ago

হ্যালো,

আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।

IMG_20240910_200234.jpg

IMG_20240910_200611.jpg

আমরা সৃষ্টির সেরা জীব আমরা মানুষেরা সেটি অনেক সময় ভুলে গিয়ে নানান রকমের পাপ কাজ বা হিংসাত্মক হয়ে উঠি।আসলে আমরা ভুলে যাই যে আমরা পৃথিবীতে অথিতি মাত্র। সৃষ্টি কর্তা চেয়েছে জন্য আমরা পৃথিবীতে আসতে পেরেছি যখন চাইবে ঠিক তখনই যেতে হবে।

পৃথিবীতে নিজের বলতে কিছু নেই। তবুও আমরা তা বুঝতে চাই না।আমরা মনে করি আমরা চিরজীবন থাকবো পৃথিবীতে।
যাই হোক আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো একটি ডালিম আর্ট পদ্ধতি। আমরা জানি বেদানা অনেক সুস্বাদু ও পুষ্টিকর একটি ফল।ডালিমে রয়েছে
বেদানার ফুল রক্তস্রাব নাশক। বেদানা খেলে শরীরের রক্ত বৃদ্ধি পায়। এছাড়া বেদানায় থাকে প্রাকৃতিক ইনসুলিন যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে বেশ কার্যকর।
বেদানা দেখতে ভীষণ চমৎকার সুন্দর একটি ফল।আমি আজকে এই সুন্দরী বেদানা ফল আপনাদের সাথে আর্ট পদ্ধতি ভাগ করে নিচ্ছি।

আশা করছি আপনাদের ভালো লাগবে।

IMG_20240907_145811.png

খাতা
পেন্সিল
রং পেন্সিল

PhotoCollage_1725961099122.jpg

IMG_20240910_202447.jpg

প্রথম ধাপ

প্রথমে একটি খাতায় চুড়ির সাহায্যে বৃত্ত এঁকেছি ও বৃত্ত নিচে ও উপরে দাগ মুছে দিয়েছি রাবার দিয়ে।

IMG_20240910_154111.jpg

দ্বিতীয় ধাপ

এখন বেদানা বোটা আর্ট করে নিয়েছি।

IMG_20240910_193518.jpg

তৃতীয় ধাপ

এখন বেদানা যে অংশে ফুল হয় সেই অংশ আর্ট করে নিয়েছি।

IMG_20240910_193819.jpg

চতুর্থ ধাপ

এখন বেদানা ডাল ও পাতা আর্ট করে নিয়েছি।

IMG_20240910_194009.jpg

IMG_20240910_193957.jpg

পঞ্চম ধাপ

এখন বেদানা লাল কালার করে নিয়েছি। বেদানার মাঝে দু পাশে হলুদ কালার করে নিয়েছি একটু তাতে করে দেখলে মনে হবে পাকা বেদানা।

IMG_20240910_194215.jpg

IMG_20240910_194257.jpg

ষষ্ঠ ধাপ

এখন পুরাপুরি বেদানা টি কালার করে নেয়া হয়েছে। দেখতে পাকা বেদানার মতো হয়েছে দেখতে।

IMG_20240910_195531.jpg

সপ্তম ধাপ

এখন বেদানার পাতা ও ডাল সবুজ কালার করে নিয়েছি।

PhotoCollage_1725976795172.jpg

অষ্টম ধাপ

এখন পুরাপুরি ভাবে আর্ট করা হয়েছে খুব সুন্দর ভাবে।

IMG_20240910_200234.jpg

ফাইনাল লুক

IMG_20240910_200218.jpg

IMG_20240910_200458.jpg

IMG_20240910_200554.jpg

IMG_20240910_200458.jpg
এই ছিলো আমার আজকের সুন্দর একটি লাল টসটসে বেদানা আর্ট পদ্ধতি। আশা করছি আপনাদের ভালো লাগবে।আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোন পোস্টের মাধ্যমে।
সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীআর্ট
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20240828_155927.jpg

uxXm73TeYMnB3ycpMCUcbuiHT9hUfv8w1Fp9XED2fmeM4ECHhF9y3ZjoULZBW37hEf2WWH9rZ6NtKTjthXj5VTA2GwxYu4NyytumULoCQP...JEut7qyhohfij6DobbRT57o31UfUt5Mv7noUczyFaTf9f2grxGMSB7WzdHC2K5bp1m1dbXbDEYG85z9sF5zmYTSpQpeU4Dk3kZ4MWMyWU1zkVVD2HdojjtxU6.webp

Sort:  
 4 months ago 

পেন্সিল এবং রং পেন্সিল দিয়ে অনেক সুন্দর একটি বেদানা ফলের আর্ট করেছেন আপু।যেটা দেখতে খুবই সুন্দর লাগছে আপু। মনে হচ্ছে একদম তাজা বেদনা। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 4 months ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 4 months ago 

বেদানা আর্ট চমৎকার হয়েছে আপু। এই ধরনের আর্ট গুলো আমি কখনো করিনি। আর আপনি ফলের আর্ট খুবই ভালোভাবে করেছেন। চমৎকার একটি আর্টের ধাপগুলো উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 4 months ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য

 4 months ago 

আপনার বেদানার এই আর্ট দেখে আমি তো প্রথমে মনে করেছিলাম, এটা হয়তো সত্যিকারের একটা বেদানা হবে। কিন্তু টাইটেল দেখে বুঝতে পেরেছি, আপনি সুন্দর করে একটা বেদানার আর্ট অঙ্কন করেছেন। আপনার আজকের এই আর্ট একেবারে দুর্দান্ত ছিল। যার প্রশংসা তো করতেই হচ্ছে। এরকম সুন্দর আর্ট গুলো দেখতেও অনেক ভালোলাগে আমার কাছে। কালার কম্বিনেশন টা অনেক সুন্দর ছিল।

 4 months ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে উসাহিত করার জন্য।

 4 months ago 

আপু আপনি একদম লাল টুকটুকে একটি বেদানা আর্ট করেছেন। বেদানা দেখে মনে হচ্ছে পেকে একদম খাওয়ার উপযোগী হয়ে আছে। আমার কাছে আপনার এই আর্ট অনেক ভালো লেগেছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। সিম্পলের মধ্যে হলেও আপনি খুব সুন্দর আর্ট শেয়ার করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 months ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 4 months ago 

যখন ক্লাস ফাইভে পড়তাম তখন এরকম বিভিন্ন ধরনের ফল অঙ্কন করতাম।তার মধ্যে বেদেনা ছিল অন্যতম।এই বেদনা আঁকা নিয়ে কত কাহিনী আছে আমার। যাই হোক আজকে আপনি খুবই সুন্দর ভাবে বেদনা অঙ্কন করার পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করেছেন।যা দেখি আমরা খুব সহজেই এটি অংকন করতে পারব।

 4 months ago 

বেদেনা আঁকা নিয়ে অনেক স্মৃতি আছে আপনার জেনে ভালো লাগলো।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 4 months ago 

বেদানা ফল আমার খুব পছন্দের। তাছাড়া ও স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আপনি খুব সুন্দর একটি বেদানা ফলের আর্ট করলেন যা দেখে খুবই ভালো লাগলো। আর্টের ধাপ গুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 4 months ago 

বেদানা আমারও অনেক পছন্দের। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 4 months ago 

খুবই জীবন্ত মনেহচ্ছে। যেন মাত্রই গাছ থেকে ছিড়লাম। চমৎকার একটা আর্ট দিদি৷ আপনার আর্টের ভক্ত হয়ে যাচ্ছি দিনদিন।

 4 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 4 months ago 

আজকে আপনি পেন্সিল এবং রং পেন্সিল দিয়ে খুব সুন্দর একটি বেদানা আর্ট করেছেন। আপনার আর্ট দেখে সত্যি অনেক ভালো লাগলো। বেদনা ফল এর আর্ট এর মধ্যে খুব সুন্দর পাতা আর্ট করলেন। তবে আমার কাছে বাস্তবে বেদানা ফলের মত লাগতেছে আজকে আপনার আর্ট। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে বেদানা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 months ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 4 months ago 

খুব সুন্দর ভাবে বেদনার আর্ট টি তুলে ধরেছেন। যা দেখে মনে হচ্ছে কোন বাস্তব বেদনা।এত সুন্দর ভাবে আর্ট টি ফুটিয়ে তুলেছেন। যা দেখে ভীষণ ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 4 months ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 4 months ago 

বেদানা তৈরির আটের পদ্ধতিটি দেখে অনেক ভালো লাগলো।আর তৈরির প্রতিটি ধাপে ছবি সহ সুন্দর ভাবে বর্ণাটি আরো বেশি আকর্ষণীয় হয়েছে দিদি। এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

New to Steemit?

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 103032.22
ETH 3285.91
SBD 4.57