সূর্যমুখী ফুল আর্ট পদ্ধতি ❤️
হ্যালো
আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আর্ট করতে কার না ভালো লাগে।আর্ট করতে সময়,মনোযোগ ও ধৈর্যের প্রয়োজন অনেক।মনোযোগ দিয়ে যদি ধৈর্যসহকারে আর্ট করা হয় তাহলে অনেক সুন্দর হয় আর্ট।
আমি আর্ট করতে খুব পারদর্শী নয় তবে আর্ট করতে ভালোবাসি। মাঝে মাঝে ছোট ছোট আর্ট করি এবং আর্ট পদ্ধতি আপনাদের সাথে ভাগ করে নেই।
সূর্যমূখী ফুল আমার খুব পছন্দের একটি ফুল। সূর্যমুখী ফুল দেখতে খুব ভালো লাগে।সূর্যের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা ফুল বাগান দেখেছি ফটোগ্রাফিতে কিংবা চলার পথে যানবাহনে বসে কিন্তুু কখনো এই সুন্দরী ফুলের পাশে হারানো হয়নি।
সর্বদা জীবনের উজ্জ্বল দিকের দিকে তাকানঠিক যেমন সূর্যমুখী, সূর্যের দিকে তাকায়, অন্ধকার মেঘের দিকে নয়।
সূর্যমূখী যতোটা সুন্দরী ততটাই চাষ করে কৃষকেরা লাভবান হয়।সূর্যমুখী অনেক লাভজনক। সূর্যমুখী চাষ করলে তা থেকে বীজ পাই এবং সেই বীজ দিয়ে আমরা তেল পাই।
ত্বকের অযথা বুড়িয়ে যাওয়া ও ক্ষয় রোধে এই তেল খুবই উপকারী। প্রচুর পরিমাণে খাদ্যশক্তি থাকায় সূর্যমুখী বীজের তেল আমাদের দুর্বলতা কাটাতে কার্যকরী। আমাদের দেহের কার্যক্ষমতা বাড়াতে এবং দীর্ঘদিন কর্মক্ষম।
আজ মনে মনে ঠিক করলাম চমৎকার সুন্দর একটি সূর্যমূখী ফুল আর্ট পদ্ধতি আপনাদের সাথে ভাগ করে নেবো আর তাই খাতা পেন্সিল নিয়ে বসে পড়লাম আর্ট করতে ও সেই আর্ট পদ্ধতি এখন আপনাদের সাথে ভাগ করে নেবো।
তো চলুন দেখাযাক সূর্যমূখী আর্ট পদ্ধতি।
জল রং |
---|
পেন্সিল |
রাবার |
খাতা |
চুড়ি |
আংটি |
প্রথম ধাপ
প্রথমে খাতায় একটি পেন্সিলের সাহায্যে গোল করে নিয়েছি।
দ্বিতীয় ধাপ
এখন গোল করে অংকন করার পর ভীতরে আর একটি ছোট গোল করে এঁকে নিয়েছি। এখন সূর্যমূখী ফুলের আঁকার এসেছে আর্টে।
তৃতীয় ধাপ
এখন সূর্যমুখী ফুলের বোটা বানিয়ে নিয়েছি।
চতুর্থ ধাপ
এখন সূর্যমূখীর পাপড়ি আর্ট করে নিয়েছি।
পঞ্চম ধাপ
এখন সূর্যমুখী ফুলের দুপাশে দুটো পাতা আর্ট করেছি।
ষষ্ঠ ধাপ
এখন সূর্যমুখী ফুলের মাঝের অংশটি লাল কালার করে নিয়েছি।
সপ্তম ধাপ
এখন সূর্যমুখীর পাপড়ি গুলো হলুদ কালার করে নিয়েছি ভীতরের অংশটি।
অষ্টম ধাপ
এখন সূর্যমুখী ফুলের বাহিরের অংশ টি হলুদ কালার করে নিয়েছি।
নবম ধাপ
এখন সূর্যমুখীর বোটা সবুজ কালার করে নিয়েছি।
দশম ধাপ
এখন সূর্যমুখীর পাতা দুটো সবুজ কালার করে নিয়েছি।
একাদশ ধাপ
পাতা দুটো কালার করার মধ্য দিয়ে পুরা সূর্যমুখী ফুল কালার করা হয়েছে।
ফাইনাল লুক
এই ছিলো আমার আজকের আর্ট। চমৎকার সুন্দর আকর্ষণ ও সবার পছন্দের সুন্দর সূর্যমুখী ফুলের আর্ট পদ্ধতি আশা করছি আপনাদের আমার আর্ট টি ভালো লাগবে।সেই প্রত্যাশায় আজকের মতো এখনেই শেষ করছি।আবারও দেখা হবে অন্য কোন পোস্টের মাধ্যমে।
সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।
টাটা
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
শ্রেণী | আর্ট |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
()
আপু আপনি সূর্যমুখী ফুলের খুব সুন্দর একটি আর্ট শেয়ার করেছেন। এর পাশাপাশি সূর্যমুখী ফুলের কিছু উপকারী দিক আলোচনা করেছেন যা পড়ে খুব ভালো লাগলো। আপনি আর্টের ক্ষেত্রে পারদর্শী না হলেও খুব সুন্দর আর্ট করেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। ফুলের কালার খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
এই ধরনের আর্ট করতে যেমন ভালো লাগে দেখতেও তেমন সুন্দর লাগে।আজকে আপনি খুব সুন্দর ভাবে সূর্যমুখী ফুলের আর্ট করেছেন আপু।আপনার আর্ট করা ফুলটি দেখতে অসধারণ লাগছে।দেখে ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু।
বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে সূর্যমুখী ফুল আর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরি হাতের কাজগুলো দেখতে সবসময় আমার কাছে বেশ ভালো লাগে। এত সুন্দর ভাবে নিজের দক্ষতার মাধ্যমে পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আসলে আর্ট হচ্ছে একটি মনের শিল্প। যেটাকে যত মনোযোগ দিয়ে করবেন ততটাই সৌন্দর্যপূর্ণ হবে। তবে মানতে হবে আপনার আর্ট করার দক্ষতা প্রখর।সূর্যমুখী ফুলের দুর্দান্ত একটি আর্ট আজকে শেয়ার করেছেন আপনি আমাদের সাথে। আশা করছি পরবর্তীতে আরো চমৎকার আর্ট গুলি নিয়ে উপস্থিত হবেন আমাদের মাঝে।
ধন্যবাদ ভাইয়া।
সূর্যমুখী ফুলের আর্ট খুবই সুন্দর হয়েছে। অনেক সুন্দর করে আপনি আর্ট করেছেন। হলুদ রং করার কারণে দেখতে আরো বেশি সুন্দর হয়েছে। অসাধারণ একটি আর্ট শেয়ার করেছেন আপু।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
ফুলটা অনেকটা ডেইজি ফুলের মত লাগছে দেখতে। খুব সুন্দর ভাবে এটা আর্ট করেছেন আপু। হলুদ কালার টা দারুন ভাবে ফুটে উঠেছে। অসাধারণ লাগছে এটা দেখতে। ধন্যবাদ আপু এত সুন্দর একটা ফুল আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
এটা দেখতে সূর্য হয়েছে ঠিক ঠিক সূর্যমুখী ফুল কিন্তু হয়নি বোন। আমার এই নাবাচক কমেন্টের জন্য কিছু মনে করো না। সূর্যমুখী ফুলের মাঝখানটা ব্রাউন কালার দিয়ে দেখো আরো ভালো লাগবে দেখতে। সেক্ষেত্রে সূর্যমুখীই মনে হবে। আর যে পাপড়িগুলো তুমি ফোল্ড করে বানিয়েছ ওগুলো সোজা করো। সূর্যমুখী ফুল ওইভাবে গোল ফোল্ড হয়ে যায় না। আর পাপড়ি মাথার দিকে অংশগুলো পয়েন্টেড করো খানিকটা পদ্ম ফুলের পাপড়ির মতো। তোমার আকার হাত খুবই ভালো আমি আগেও দেখেছি খুব সুন্দর আর্ট বানাও।
ভুল ধরিয়ে দেয়া আপনাদের কর্তব্য। এর আগে একটি সূর্যমুখী আপনার কথার মতো এঁকেছিলাম।
সূর্যমুখী ফুলকে অনেক সুন্দর ভাবে আর্ট করেছেন আর আর্ট করার প্রতিটি ধাপে ছবিসহ বর্ননা করেছেন। এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদি।
অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
খুব সুন্দর সূর্যমুখী ফুলের আর্ট করেছেন আপনি। আপনার চমৎকার এই আর্ট করতে দেখে ভালো লেগেছে আমার। অনেক অনেক সুন্দর হয়েছে। দারুন দক্ষতা দিয়ে আর্ট করছেন আপু।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
আমি তো প্রথম দেখে মনে করলাম কোন ফুলের ফটোগ্রাফি হবে। পরে দেখতে পাই আপনি জল রং দিয়ে খুব সুন্দর করে সূর্যমুখী ফুলের পেইন্টিং করেছেন। কি চমৎকার পাতা এবং ফুল আপনি আর্ট করেছেন দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ এত সুন্দর করে জবা ফুলের আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু।