"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা-৫৬ || তিন প্রকার শরবত ,লেবু, বেল,আনারসের শরবত ❤️রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 months ago

হ্যালো

আমার বাংলা ব্লগের সব বন্ধুরা কেমন আছেন সবাই।আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের কৃপায় ও সৃষ্টিকর্তার আশীর্বাদে ভালো আছি।আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো শ্রদ্ধেয় @rupok ভাইয়ের আয়োজিত " আমার বাংলা ব্লগের প্রতিযোগিতা -৫৬ আয়োজিত শেয়ার করো তোমার ঈদের সেরা ইউনিক শরবত বা ফলের জুসের রেসিপি।

PhotoCollage_1713282081897.jpg

প্রথমেই আন্তরিক কৃতজ্ঞতা জানাই ফাউন্ডার দাদা,ছোট দাদা,দিদি ও সকল মডারেটর ও এডমিন কে এতো সুন্দর একটি মন প্রাণ জুড়ানো শরবত রেসিপি "শেয়ার করো তোমার ঈদের ইউনিক শরবত বা ফলের জুসের রেসিপিটির ৫৬ তম প্রতিযোগিতার আয়োজন করার জন্য। পুরো রমজান মাস জুড়ে ছিলো বাহারি রকমের শরবত।রমজানের সারা মাস জুড়ে সবাই ইউনিক ইউনিক সব রেসিপি বানিয়ে খেয়েছে। রমজানে সারা দিনের ক্লান্তি মেটাতে ও ফলের রসের শরবতের জুড়ি নেই।এক গ্লাস শরবতে সারাদিনের ক্লান্তি মিটে যায়।ঈদে অতিথি অপ্যায়নে নানান রকমের ফলের শরবত ছিলো।শুধু কি রমজান ও ঈদে সারাবছরেই শরবতের জনপ্রিয়তা অনেক।বিশেষ করে গরমের দিনে ক্লান্ত শরীরে এক গ্লাস শরবত খেলে সারাদিন ক্লান্তি নিমিষেই শেষ হয়ে যায়।

তো চলুন দেখা যাক আজকের শরবত রেসিপি গুলো কেমন

বেলের শরবত রেসিপি

বেল শরীরকে শীতল রাখে। এ ছাড়া ডায়রিয়া, আমাশয়, জন্ডিস, যক্ষ্মা, অপুষ্টিতেও ভালো কাজে আসে এই বেল। তাই গরমের এই সময় সকালে নিয়মিত বেল অথবা বেলের শরবত খেলে ভীষণ উপকার পাওয়া যায়।বেলে রয়েছে অনেক পুষ্টিগুণও ঔষধিগুণে ভরপুর।

IMG_20240416_165547.jpg

তো চলুন দেখা যাক রেসিপিটি কেমন

PhotoCollage_1713280154474.jpg

১.বেল
২.চিনি
৩.বিট লবন
৪.লেবু
৫.জল
৬.বরফ

প্রথম ধাপ

প্রথমে আমি একটি পাকা বেল নিয়েছি ও বেলের কাথ গুলো বের করে নিয়েছি।

PhotoCollage_1713280330572.jpg

দ্বিতীয় ধাপ

এখন বেলের কাথ গুলোতে জল দিয়েছি কারণ বেলের কাথে জল দেয়ার কারণে কাথ গুলো নরম হয় এবং খুব সহজেই চটকিয়ে বের করে নেয়া যায়।

PhotoCollage_1713280643054.jpg

তৃতীয় ধাপ

জল দিয়ে কিছু সময় বেলের কাথ গুলে রাখার পর হাত দিয়ে চটকিয়ে নিয়েছি ও বেলের ছোবড়া গুলো বের করে নিয়েছি।

PhotoCollage_1713281619822.jpg

চতুর্থ ধাপ

এখন বিট লবন ও চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি।

PhotoCollage_1713281810896.jpg

পঞ্চম ধাপ

বেলের কাথে মাত্র এক গ্লাস জল দিয়েছিলাম জন্য আবারও পরিমাণ মতো কিছু জল যুক্ত করেছি এবং লেবুর রস দিয়েছি।

PhotoCollage_1713282566620.jpg

ষষ্ঠ ধাপ

এখন একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি।

PhotoCollage_1713282323041.jpg

সপ্তম ধাপ

এখন পরিবেশের জন্য বরফ দিয়ে তৈরি করে নিয়েছি একটি গ্লাসে।

PhotoCollage_1713282790580.jpg
এই ছিলো আমার আজকের মজাদার রেসিপি শরীর ঠান্ডা করা বেলের শরবত রেসিপি।আশা করছি আপনাদের ভালো লাগবে।

পরিবেশন

IMG_20240416_165547.jpg

IMG_20240416_165520.jpg

দ্বিতীয় রেসিপি আনারসের শরবত

আনারস ভীষণ মুখরোচক ও পুষ্টিকর একটি ফল।
আরস আমাদের হজম শক্তি বৃদ্ধি করতে বেশকার্য করি। বদহজম বা হজম জনিত যেকোনো সমস্যার থেকে মুক্তি পেতে প্রতিদিন আনারস খাওয়া অত্যন্ত জরুরী। আনারস মুখের রুচি ফেরাতে ম্যাজিকের মত কাজ করে। তো চলুন দেখা যাক আনারসের শরবত রেসিপিটি কেমন।

IMG_20240416_173752.jpg

IMG_20240416_210623.png

PhotoCollage_1713289647102.jpg

১.আনারস
২.বিট লবন
৩.লেবু
৪.চিনি
৫.লেবু
৬.কাঁচামরিচ
৭.জল

প্রথম ধাপ

প্রথমে আমি আনারস কেটে ছোট ছোট টুকরা করে নিয়েছি।

PhotoCollage_1713289789732.jpg

দ্বিতীয় ধাপ

এখন একটি ব্লেন্ডারে আনারস দিয়েছি ও তাতে পরিমাণ মতো জল দিয়েছি ও আনসার গুলো ব্লেন্ড করে নিয়েছি।

PhotoCollage_1713289982310.jpg

তৃতীয় ধাপ

এখন স্বাদ মতো চিনি ও বিট লবন দিয়ে আবারও ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি।

PhotoCollage_1713290065593.jpg

চতুর্থ ধাপ

এখন ব্লেন্ডারে ব্লেন্ড করা আনসার গুলে একটি ছাঁকনির সাহায্যে জগে ছেঁকে নিয়েছি।কাঁচা মরিচ বেল্ড করে ছেঁকে নিয়েছি শরবতে।

PhotoCollage_1713290225315.jpg

PhotoCollage_1713290405491.jpg

পঞ্চম ধাপ

এখন জগে ছেঁকে রাখা শরবতে লেবুর রস দিয়েছি।লেবুর রস ও কাঁচা মরিচ ব্যাবহারের ফলে শরবতটি টক,ঝাল,মিষ্টি স্বাদের হয়েছে। ভীষণ রুচিকর শরবত এই আনারসের শরবতটি।

PhotoCollage_1713290706743.jpg

IMG_20240417_001632.jpg

ষষ্ঠ ধাপ

পরিবেশনের জন্য গ্লাসে শরবত ঢেলে নিয়েছি ও বরফ দিয়ে পরিবেশন করে নিয়েছি।

PhotoCollage_1713291625887.jpg

IMG_20240416_173850.jpg

পরিবেশন

IMG_20240416_173752.jpg

IMG_20240416_173850.jpg

IMG_20240416_173827.jpg
এই ছিলো আমার প্রতিযোগিতার জন্য দ্বিতীয় রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তৃতীয় রেসিপি লেবুর শরবত

তো চলুন দেখা যাক রেসিপিটি কেমন

লেবুতে থাকে ভিটামিন 'সি', যা অ্যান্টিঅক্সিডেন্ট।
লেবুর শরবত আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী এই গরমে এক গ্লাস লেবুর শরবত হলে ক্লান্তি একদমই থাকে না।তৃষ্ণা ও মিটে যায় খুব তাড়তাড়ি।এখন আমরা নানা রকমের শরবত বানিয়ে থাকি কিন্তুু আগের দিনে শরবত বলতে মা,ঠাকুমারা কিন্তুু লেবুর শরবত বুঝতেন এবং করতেন।আজ আমি আপনাদের সাথে মা, ঠাকুমাদের অতি সাধারণ সহজ পদ্ধতিতে শেয়ার করবো লেবুর শরবত রেসিপি।আশা করছি আপনাদের ভালো লাগবে।

InShot_20240417_014901355.jpg

IMG_20240415_211740.png

PhotoCollage_1713194415165.jpg

১.লেবু
২.জল
৩.চিনি
৪.বিট লবন

প্রথম ধাপ

প্রথমে আমি একটি লেবু কেটে নিয়েছি।

PhotoCollage_1713203253050.jpg

দ্বিতীয় ধাপ

একটি গ্লাসে এক গ্লাস জল নিয়েছি এবং তাতে চিনি লবনও লেবুর রস দিয়েছি।

তৃতীয় ধাপ

এখন বিট লবন দিয়ে একটি চামুচের সাহায্যে মিশিয়ে নিয়েছি।

PhotoCollage_1713256795557.jpg

চতুর্থ ধাপ

বিট লবন দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি গ্লাসের শরবত গুলো।

PhotoCollage_1713260755213.jpg

পঞ্চম ধাপ

এবার পুরোপুরি সব উপকরণ দিয়ে শরবতটি মেশানো হয়ে গেছে তাই বরফ দিয়ে পরিবেশ করে দিয়েছি।

PhotoCollage_1713260928641.jpg

পরিবেশন

IMG_20240416_155211.jpg

IMG_20240416_155158.jpg
এই ছিলো আমার গরমের জন্য ভীষণ উপকারী ও সুস্বাদু তিনটি ফলের তিনটি আলাদা আলাদাভাবে করা চমৎকার সুস্বাদু রেসিপি।আশা করছি আপনাদের ভালো লাগবে।আজকের মতো এখানেই শেষ করছি।আবারও দেখা হবে অন্যকোনো পোস্টের মাধ্যমে।সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীরেসিপি
ডিভাইসOppoA95
লোকেশনগাইবান্ধা, বাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20240416_180305.jpg

Sort:  
 2 months ago 

প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।
আপনার তৈরি শরবত রেসিপি তিনটি আসলেই অসাধারণ হয়েছে।
বেলের শরবত খেতে আমার অনেক ভালো লাগে।
এত সুন্দর করে শরবতের রেসিপিগুলো বর্ণনা সহকারে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 months ago 

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এই ৫৬ তম প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। বর্তমান সময়ে যে পরিমাণ গরম পড়ছে তাতে এই সমস্ত শরবত গুলো খাওয়া ভীষণ জরুরি। আপনি আজকে তিন প্রকার শরবতের রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপি গুলো বোঝা যাচ্ছে দারুন হয়েছে। প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 months ago 

প্রথমে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই কনটেস্ট অংশগ্রহণ করার জন্য। খুব সুন্দর ভাবে আপনি কনটেস্টে অংশগ্রহণ করেছেন দেখছি। বেশ ভালো লেগেছে আপনার এই জুস তৈরি করা দেখে। বেশ কিছু ফলে সমন্বয় তৈরি করেছেন তাই আশা করি অনেক সুস্বাদু হয়েছে।

 2 months ago 

প্রথমেই আপনাকে ধন্যবাদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। তিনটা ভিন্ন শরবত রেসিপি তৈরি করেছেন আপনি। আপনার তৈরি করা প্রত্যেকটা শরবত দেখতে লোভনীয় লাগতেছে। খেতে অনেক ভালো লাগবে মনে হয়। পাকা বেলের শরবত আমি খেয়েছি কয়েকবার। ফাঁকা বেলের শরবত অনেকদিন পরে দেখলাম। দেখে তো খাওয়ার প্রতি লোভ লেগেছে। লেবুর শরবতও খেয়েছি আমি। আর আনারসের শরবত খাওয়া হয়েছে এক দুইবার। এগুলো কিন্তু অনেক মজাদার শরবত। খুব ভালো লাগে ঠান্ডা ঠান্ডা শরবত গুলো খেতে।

 2 months ago 

এই গরমে শরবত খেতে আমার কাছে বেশ ভালই লাগে। আর লেবুর শরবত এবং বেলের শরবত আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তিন প্রকার শরবতে রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি শরবত আমার কাছে বেশ লোভনীয় লাগছে। তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 months ago 

লেবু বেল এবং আনারস দিয়ে মজাদার শরবতের রেসিপি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন তবে আমার মনে হয় বেল দেওয়ার কারনে এই শরবতের টেস্ট আরো বেড়ে গিয়েছে। তাছাড়া বর্তমানে যে গরম পড়ছে তাতে বেলের শরবত খাওয়া সবচেয়ে বেশি উপকার।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.028
BTC 65200.45
ETH 3535.76
USDT 1.00
SBD 2.45