গ্রামের দৃশ্য- ১০% লাজুক খেঁকের জন্য

গ্রামের দৃশ্য

20220119_121242-02-01-01-01.jpeg

আসসালামু আলাইকুম,আমি সাকিব আজকে আপনাদের মাঝে একবারে নতুন একটি গ্রামের দৃশ্য অংকনের টিউটুরিয়াল নিয়ে হাজির হলাম। গ্রামের দৃশ্য অনেক মনোমুগ্ধকর হয়।তাই তো মানুষ শহুরে ইট পাথরের জীবন থেকে দূরে সরে আসতে গ্রামে ভ্রমণ করে।এই দৃশ্যটি সম্পূর্ণ নিজের ভাবনা চিন্তা থেকে অংকন করেছি।কিছু ধাপের মাধ্যমে এখন আমার কাল্পনিক গ্রামের দৃশ্যটি দেখাবো।

উপকরণ সমূহ

IMG_20220119_125805.jpg

A4 সাইজের কাগজ
পেন্সিল
রাবার
মার্কার পেন
রঙ পেন্সিল


ধাপঃ১

IMG20220119095728-01.jpeg

প্রথম ধাপে,A4 সাইজের কাগজে মার্জিন করে নিলাম এবং একটি গাছের কান্ড অংকন করলাম।

ধাপঃ২

IMG20220119100416-01.jpeg

দ্বিতীয় ধাপে,গাছের পাতার কাঠামো অংকন করলাম।গাছের কান্ডকে নৃত্যরত অবস্থায় একজন নারীর মতো গঠন দিয়েছি।

ধাপঃ৩

IMG20220119100912-02.jpeg

তৃতীয় ধাপে,২ টি বাড়ি অংকন করে নিলাম।

ধাপঃ৪

IMG20220119101740-01.jpeg

চতুর্থ ধাপে,আরেকটি গাছ ও বাড়ির আঙিনার কাঠামো তৈরি করে নিলাম। সাথে বাড়ির দরজা জানালা অংকন করে ইলাম।

ধাপঃ৫

IMG20220119101933-01.jpeg

পঞ্চম ধাপে,নদীর অপর পাড়ের কিছু গাছ অংকন করে নিলাম এবং এর মাধ্যমে কাগজে পেন্সিলের কাজ শেষ করলাম।

ধাপঃ৬

IMG20220119102906-01.jpeg

ষষ্ঠ ধাপে,এবার মার্কার দিয়ে পেন্সিলের দাগগুলো গাঢ় করে নিলাম।কারন এতে রঙ করতে সুবিধা হয়।

ধাপঃ৭

IMG20220119104126-01.jpeg

সপ্তম ধাপে,গাছের পাতা গুলোতে আংশিক রঙ করে নিলাম।

ধাপঃ৮

IMG20220119105816-01-01.jpeg

অষ্টম ধাপে,গাছের পাতার রং ও গাছের কান্ডের রঙ সম্পূর্ণ করলাম। আর বাড়ির আঙিনার রঙ সম্পূর্ণ করলাম।

ধাপঃ৯

20220119_121242-02-01-01-01.jpeg

নবম ধাপে,আকাশ, নদীর রঙ করলাম যার মাধ্যমে রঙের পূর্নতা পেল দৃশ্যটি।

ধাপঃ১০

20220119_121636-01.jpeg

দশম ধাপে,আর্টটি হাতে নিয়ে ছবি ওঠে নিলাম।

ছবির বিবরণ
বিভাগDIY
ডিভাইসOppo A1k
বিষয়গ্রামের দৃশ্য
লোকেশনবাংলাদেশ
রেসিপি@shakib735

ধন্যবাদ

Sort:  

মনমুগ্ধকর একটি গ্রামের দৃশ্য চিত্র অনেক ভালোভাবে অঙ্কন করেছেন আপনি। আপনার এই পোস্ট অনেক ভালো লেগেছে আমার। আপনার আগামীর জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনি অসাধারণ একটি গ্রামের দৃশ্য আার্ট করেছেন। এটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর সত্যি বোঝা যাচ্ছে যে এটা একটি গ্রাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে আর আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

গ্রামের দৃশ্য আমার খুবই ভালো লাগে। আর গ্রামে একটা নদী না থাকলেই চলে না। অনেক সুন্দর দৃশ্য একেছেন আপনি। আপনার জন্য শুভ কামনা

গ্রামের দৃশ্য দেখতে সত্যিই অসাধারণ লাগছে। আপনি সত্যিই গ্রামের দৃশ্যটা সুন্দর করে আর্ট করেছেন । গ্রামের দৃশ্য টা সত্যিই আমাদের মাঝে ফুটে উঠেছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত সুন্দর একটা গ্রামের দৃশ্য আর্ট করে দেখানোর জন্য। ধন্যবাদ এত সুন্দর করে দেখানোর জন্য।

 3 years ago 

গ্রামের দৃশ্যের পেইন্টিংটি অসাধারণ হয়েছে। আপনার পেইন্টিং এর মাধ্যমে গ্রামের সৌন্দর্য ফুটে উঠেছে। ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন ও বর্ণনা করেছেন ।যা বুঝতে অনেক সুবিধা হয়েছে ।শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

➡️ আপনি খুব সুন্দর একটা চিত্র অংকন আমাদের মাঝে শেয়ার করেছেন। গ্রামের অসাধারন চিত্রাংকন টি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে। এমন চিত্র অংকন আমি খুবই পছন্দ করে থাকি। আপনি খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত এটি উপস্থাপন করেছেন। এবং খুবই অসাধারণ ভাবে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
 3 years ago 

আপনি দারুন ভাবে একটি গ্রামের দৃশ্য আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন। আপনার অংকন টি অসাধারণ হয়েছে। আপনি ধাপে ধাপে আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

বাহ ভাইয়া আপনার অংকন এর মধ্যে সত্যিই গ্রামের দৃশ্য অনেক সুন্দর হয়েছে আপনার অংকন দেখে আমি মুগ্ধ হলাম। বেশ সুন্দরভাবে সবকিছু ফুটিয়ে তুলেছেন আপনি। প্রত্যেকটা ধাপ সুন্দর ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

গ্রামের দৃশ্য অংকন অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর করে আপনার হাতের জাদুতে গ্রামের অপরূপ সৌন্দর্য তুলে ধরেছেন। আমার কাছে অনেক ভাল লেগেছে আপনার অঙ্কিত দৃশ্যটি। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ভাইয়া সুন্দর একটি গ্রামের দৃশ্য অংকন করেছেন দেখে খুব ভালো লাগলো। অনেক সুন্দর করে কালার টি করছেন। সত্যি অসাধারণ লাগতেছে ভাইয়া। প্রতিটি ধাপ সুন্দর করে উপস্থাপন করছেন। সুন্দর একটি অঙ্কন আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 59203.63
ETH 2522.75
USDT 1.00
SBD 2.51