।।বিকেল বেলার ফটোগ্রাফি -২।।,,,১০%পেআউট লাজুক খ্যাঁকের জন্য. By @shahin05

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো

আমার প্রিয় বন্ধুরা

আমি @shahin05 বাংলাদেশ থেকে 🇧🇩

আশা করি আপনারা সবাই ভালো আছেন।
আপনাদের দোয়া ও আল্লাহ তায়ালা অশেষ রহমতে আমিও ভালো আছি। আমাদের সবার প্রিয় কমিনিটিতে আবারো নিয়ে আসলাম একটি নতুন পোস্ট। নতুন পোস্ট তৈরি করা হলো সূর্য মামার ছবি দিয়ে। তাহলে চলুন বন্ধুরা সূর্য মামার ছবিগুলো দেখে নেওয়া যাকঃ

IMG_20211112_165412.jpg
লোকেশন

  • সময়টা ছিল আমার কাছে অনেক আন্দময়। কারণ এইদিন ছিলাম আমি আমার নানির বাসায় যেখানে সবাই একসঙ্গে হয়ে একটু মজা করেছিলাম। হয়তো সেইদিনটা আর কখনো ফিরে পাওয়া যাবে না । সেই সময়ে ছবিটা তুলে নিয়েছিলাম। সেই দিনটির কথা এখনো মনে পড়ে যায়।

IMG_20211112_165249.jpg
লোকেশন

  • নানির বাসা থেকে আসার পথে একটি ছোট রাস্তা। যেখান দিয়ে৷ সবাই বিকেল বেলায় একটু হাটাহাটি করতে যায়। সেইদিন আমিও গেছিলাম সকল ভাইবোনদের নিয়ে। তখনেই এই ছবিটা তুলে নিয়েছিলাম।

IMG_20211108_170235.jpg
লোকেশন

  • বাসার পাশেই একটি বড় মাঠ আছে। সেখানে প্রতিনিয়ত আমরা খেলাধুলা করে থাকি। মাঠের চারদিকে রয়েছে অনেক ধরনের বাড়ি। সেদিন সূর্য মামাটি ধীরে ধীরে বাড়িতে ডুবতেছে। তাই সেটার ছবি তুলে নিয়েছিলাম।

IMG_20211104_165853.jpg
লোকেশন

  • বিকেলবেলা রাস্তার পাশ দিয়ে হাটতে হাটতে নিজের জমিতে চলে আসলাম। সেখানে কিছু সময় পার করে দিলাম। কিছু সময় পার করতে কীতে হঠাৎ করেই দেখলাম সূর্য মামা ডুবতেছে। তাই সেখান থেকে ছবিটা তুলে নিয়ে বাসায় চলে আসলাম।

IMG_20211104_165804.jpg
লোকেশন

  • সাইকেল নিয়ে গেছিলাম খালা মনির বাসা। সেখানে প্রায় বিকেল পার করিয়ে দিলাম। ঠিক শেষ বিকেল এ বাসা আসার জন্য রওনা দিলাম। তখন সূর্য ডুবতেছে। তাই সাইকেল চালিয়ে ছবিটা তুলে নিলাম।

IMG_20211104_165738.jpg
লোকেশন

  • বিকেলবেলা প্রতিদিন এ প্রাইভেট পড়ানোর জন্য অন্য একটা গ্রামে যেতে হয় সেখানে গিয়ে প্রায় দু'ঘন্টা সময় দিয়ে বাসায় চলে আসি। সেদিন আসার পথে ছবিটা তুলেছিলাম

IMG_20211030_170159.jpg
লোকেশন

  • বিকেলবেলাটা সবার কাছে অনেক ভালো লাগে।তেমনি একদিন হাঁটতে গিয়েছিলাম বিকেল বেলা।তখন কিছু সময় শয়তানির করে বাসার পথে রওনা দিছিলাম। ঠিক তখনেই ফোনের ক্যামেরা দিয়ে তুলে নিলাম ছবিটা।

IMG_20211029_171020.jpg
লোকেশন

  • বলার মতো কিছু এ নেই। সেইদিন গিয়েছিলা ইট ভাটায়। সেখানে গিয়ে দাম অনুযায়ী বিভিন্ন ধরনের ইট দেখলাম। অবশেষে কিছু ইট নিয়ে বাসা আসার পথে রওনা দিলাম। ঠিক গাড়িতে বসা অবস্থায় ছবিটা তুলে নিয়েছিলাম।

IMG_20211029_165841.jpg
লোকেশন

  • সেদিন গেছিলাম পার্বতীপুর বাজারে বাজার করার জন্য। সেখানে অনেক বাজার করলাম। বাজার করতে করতেই একসময় শরীলটা অনেক ক্লান্ত হয়ে গেল। তাই অধেক বাজার করে এ বাসা আসার পথে রওনা দিলাম। ঠিক গাড়ি থেকে এই ছবিটা তুলে নিলাম।
ডিভাইসমডেল
আইটেলভিশন ১
ফটোগ্রাফার@shahin05

◼️আশা করি আমার দেখানো ছবিগুলো আপনাদের সবার ভালো লাগবে। লেখার মধ্যে কোনো কিছু ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন◼️

❤️সবাইকে ধন্যবাদ❤️

Sort:  
 3 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো সত্যি অনেক সুন্দর হয়েছে। কারণ বিশেষ করে সূর্যাস্তের ছবি গুলো দেখতে অনেক সুন্দর দেখা যায়। আপনার ছবি গুলো যেমন সুন্দর হয়েছে তেমন প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে গুছিয়ে লিখেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

 3 years ago 

অসংখ্যা ধন্যবাদ আপনাকে

 3 years ago 

বিকেল বেলা সূর্য অস্থ যাবার মুহুর্তের আপনি দারুন ফটোগ্রাফি করেছেন।প্রতিটা চিত্র খুব সুন্দর হয়েছে।আর উপস্থাপন খুব গুছিয়ে করেছেন।শুভ কামনা রইলো।

 3 years ago 

আমার পোস্ট দভালোভাবে পরিদর্শন দেখার জন্য আপনাকে ধন্যবাদ

ভাইয়া বিকাল বেলায় আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটা ফটোগ্রাফির সম্পর্কে অনেক সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। ধন্যবাদ সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া,, ❤️❤️

 3 years ago 

বিকেল বেলার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। আপনার প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। তবে প্রথম ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে। শুভকামনা আপনার জন্য♥♥

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনার ফটোগ্রাফির হাত ভালো তা আপনার ফটোগ্রাফির গুলো দেখে বোঝা যাচ্ছে। আপনি বিকেল বেলায় সূর্য ডোবার ফটো গুলো খুব সুন্দর তুলেছেন। বিভিন্ন দিন সূর্য্য ডোবার ছবিগুলো তুলেছেন যা দেখতে ভালো লাগছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

হুমম,,,ছবিগুলো প্রায় ৭ দিন তুলার পর আজকে পোস্ট করলাম,,
আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

বাহ আপনি বিকেল বেলার অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন বিকেলবেলা সূর্যটা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ তখন সূর্যের তেমন একটা তেজ থাকে না। আপনার ফটোগ্রাফির মাঝে আপনি প্রকৃতিক সৌন্দর্য তুলে ধরেছেন সেইসাথে প্রতিটা ফটোর অনেক সুন্দর বর্ণনা দিয়েছেন, শুভকামনা রইলো আপনার জন্য

 3 years ago 

হুমম,,,বিকেলবেলাটা সবার কাছের আলাদা রকম একটা পরিবেশ লাগে।
ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

ওয়াও আপনি বিকেলের অসাধারণ ফটোগ্রাফি করেছেন। আপনার উপস্থাপন অসাধারণ ছিলো সব মিলিয়ে এক কথায় অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য এবং আপনার জন্য শুভ কামনা রইলো

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া,, ❤️❤️❤️

 3 years ago 

আপনার ছবিগুলো দেখে খুব ভালো লাগলো।
আর মার্কডাউন ও সুন্দর ভাবে দিয়েছেন আপনি।
ডুবন্ত সূর্য দেখতে আমার খুবই ভালো লাগে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে

 3 years ago 

ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে ভাইয়া। আপনি খুব গুছিয়ে লিখেছেন। সব মিলিয়ে ভালো লাগলো পোস্ট টি। শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনাকে

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 56934.21
ETH 3091.02
USDT 1.00
SBD 2.38