🌻🌻বসন্ত ফুলের ফটোগ্রাফি 🌻🌻 // ১০% প্রিয় লাজুক খ্যাঁকের জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

"প্রসঙ্গঃ বসন্তের ফটোগ্রাফি"


🇧🇩 বাংলাদেশ থেকে

আমি @shahin05

রোজঃবুধবার
২রা মার্চ ২০২২ ইং

আশা করি আপনারা সবাই ভাল আছেন । আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও ভাল আছি । আমাদের সবার প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আয়োজিত বসন্তের ফটোগ্রাফি নিয়ে আজকে আমি আপনাদের সামনে আসলাম । কমিউনিটির সকল সদস্যদের জানাই আন্তরিক শুভেচ্ছা । বিশেষ করে কমিউনিটির বড় ভাই ও আপুদের জন্য আমরা আজকে সামনের দিকে অনেক এগিয়ে যেতে পেরেছি । তাদের জন্যই আমরা বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারতেছি । তাদের জন্যই আমরা আমাদের দক্ষতাঃ গুলোকে ধীরে ধীরে প্রকাশ করতে পারতেছি । তাহলে চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আমার তোলা বসন্তের ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক

পটলের ফুল

IMG_20210928_102632.jpg
EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4-2.png

লোকেশন

এটি হচ্ছে একটি পটল গাছের ফুল । এই ফুল থেকেই ধীরে ধীরে পটল হয়ে থাকে । এই পটল গুলো সাধারণত সবজি জাতীয় ফল । পটলের বৈজ্ঞানিক নাম Trichosanthes dioica । পটল এর মধ্যে প্রচুর পরিমাণে শর্করা, ভিটামিন এ ও সি আছে। এছাড়া পটল কে স্বল্প পরিমাণে ম্যাগনেসিয়াম, তামা, পটাসিয়াম, গন্ধক ও ক্লোরিন আছে।

আম এর মোল

IMG_20220301_233217_333.jpg

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4-2.png
লোকেশন

দেখেই বোঝা যাইতেছে এটা হচ্ছে আম এর মোল । একটি মোল থেকে ধীরে ধীরে একটি আম বড় হতে থাকে । প্রথমে আমটি কাঁচা অবস্থায় সবুজ রং ধারণ করে এবং পাকা অবস্থায় লাল রং ধারণ করে । পৃথিবীতে প্রায় 36 প্রজাতির আম রয়েছে । সেগুলো এক একটি বিভিন্ন অঞ্চলের জন্য বিখ্যাত ।

সজনে গাছের ফুল

IMG_20220228_150017.jpg
EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4-2.png
লোকেশন

এটা হচ্ছে সজনে গাছের ফুল । সজনে সাধারণত ধীরে ধীরে লম্বা হতে থাকে । এটির ফল রান্না করে খাওয়া যায় তার সাথে পাতা সবজি হিসেবে খাওয়ার উপযোগী । এটি ডাল ও বীজের মাধ্যমে বংশ বিদ্যার সৃষ্টি হয় । তবে আমাদের দেশে ডালের মাধ্যমে বেশিভাগ বংশবৃদ্ধি হয় । এটি আমাদের দেশে একটি গ্রীষ্ম কালীন ফল ।

লাউ গাছের ফুল

IMG_20220302_171140.jpg
EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4-2.png
লোকেশন

এটি হচ্ছে কদু বা লাউ গাছের ফুল । একটি ফুলের মাধ্যমে একটি লাউ সম্পন্ন হয়ে থাকে । লাউ গাছ সাধারণত আমরা শাক সবজি হিসেবে রান্না করে খেয়ে নেই । লাউ কাঁচা অবস্থায় রান্না করে খাওয়া যায় আবার সেগুলো শুকিয়ে গেলে বোতল পাত্র ও নল হিসেবে ব্যবহার করা হয় ।

শিমুল গাছের ফুল

IMG_20220302_130040.jpg
EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4-2.png
লোকেশন

এগুলো হচ্ছে শিমুল গাছের ফুল । এটি হচ্ছে পাতাঝরা বৃক্ষ জাতীয় উদ্ভিদ । যেগুলো শীতের শেষে পাতা ঝরে যায় ফাল্গুনে ফুল ফোটে । বৈশাখ মাসে সেগুলো থেকে তুলা আহরণ করা যায় । শিমুল গাছের ছাল দিয়ে বিভিন্ন ধরনের ঘা সরানো যায় । এছাড়া পুরাতন আমাশয় ছাল দিয়ে সরানো যায় ।

গোলাপজাম গাছের ফুল

IMG20220228150418.jpg
EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4-2.png
লোকেশন

এগুলো হচ্ছে গোলাপ জাম গাছের ফুল । ফুলের অংশ গুলো দেখতে অনেক সরু । এটি একটি ফল জাতীয় গাছ । ফুল গুলোর নিচের অংশে গোলাপজাম সাধারণত হয়ে থাকে । গোলাপজামের মাঝে ভিটামিন সি ভিটামিন ই এর প্রোটিন রয়েছে । যেটা খেলে আমাদের শরীরকে অনেক শক্তিশালী করে থাকে । গোলাপজাম গুলো সাধারণত বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, চীন, ভিয়েতনাম প্রভৃতি দেশে দেখা যায় ।

লেবু গাছের ফুল

IMG20220228150744.jpg
EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4-2.png
লোকেশন

এটা হচ্ছে লেবু গাছের ফুল । একটি ফুল থেকেই একটি লেবু সংগ্রহ করা যায় । এই লেবুটি আমাদের বিভিন্নভাবে উপকার করে থাকে । লেবুটি সাধারণত আমরা রান্নার কাজে এবং অন্যান্য কাজে ব্যবহার করে থাকি ।লেবুর রসে প্রায় ২.২ পিএইচ এর প্রায় ৫% থেকে ৬% সাইট্রিক অ্যাসিড, যার কারণে এটি টক স্বাদযুক্ত হয় । আরে লেবু দিয়ে আমরা বিভিন্ন ধরনের শরবত তৈরি করে থাকি ।

নাম-অজানা ফুল

IMG_20211004_094906.jpg
EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4-2.png
লোকেশন

এই ফুলটির নাম আমি জানিনা । তবে ফুলটি অনেক সুগন্ধি । ফুলের গাছটি কাঁটাযুক্ত । ফুলটির ঠিক নিচের দিকে ছোট্ট ছোট্ট আস এর মধ্যে আবদ্ধ ।ফুলটি দেখতে অনেক সুন্দর ।

গন্ধরাজ ফুল

IMG_20220302_165534.jpg
EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4-2.png
লোকেশন

এটা হচ্ছে গন্ধরাজ ফুল । যেটা একটি সুগন্ধি ফুল । আমাদের বাংলাদেশও ভারতে এই ফুলটি অনেক সুপরিচিত । এই ফুলের গাছ প্রায় 15 মিটার এর মত লম্বা হয়ে থাকে । আমেরিকার প্রকৃতিবিদ ডাক্তার আলেকজান্ডার এর নাম অনুসারে এই গন্ধরাজ ফুলের নাম করণ করা হয় ।

মডেলডিভাইস
আইটেলভিশন ১
ফটোগ্রাফার@shahin05

আশা করি আমার মুঠোফোন দিয়ে তোলা ফটোগ্রাফি গুলো আপনাদের সবার ভালো লাগবে । তাই সবার সুস্থতা দান করে এখানেই শেষ করলাম । তবে লেখার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।

❤️ সবাইকে ধন্যবাদ ❤️

Sort:  
 3 years ago 

আপনার বসন্তের ফুলের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। ফটোগ্রাফি গুলো দেখে আমার খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

ভাই ফটোগ্রাফিতে আপনার অসাধারণ দক্ষতা রয়েছে।প্রতিটি ফটোগ্রাফি দারুন ছিল।সেই সঙ্গে ছবিগুলোর নিচে খুবই সুন্দর বর্ণনা করেছেন।ধন্যবাদ আপনাকে এত সুন্দর ছবিগুলো আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার উপস্থাপন করা বসন্তের ফুলের ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ হয়েছে বিশেষ করে আমার কাছে পটলের ফুলটি দেখতে বেশ চমৎকার লাগছে। তাছাড়া আপনি প্রত্যেকটা ফুল অনেক সুন্দরভাবে ফটোগ্রাফি করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্যটি প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

মনোমুগ্ধকর ফটোগ্রাফি উপহার দিয়েছেন ভাই।আপনাকে অগ্রিম অভিনন্দন জানায়।নিজের দক্ষতা সুন্দর ভাবে তুলে ধরেছেন।প্রতিটা চিত্র আমার অনেক ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো কিন্তু অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আপনি প্রতিটি ফটোগ্রাফির মধ্যে সাধারণ কিছু জিনিস রাখার চেষ্টা করেছেন। বিশেষ করে পটল গাছের ফুল আমি কখনো দেখিনি তবে আজকে আপনার মাধ্যমে পটল গাছের ফুলের দারুন একটি ফটোগ্রাফি দেখে নিলাম। ধন্যবাদ আপনাকে ভাই এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর একটি কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

বসন্তের ফুলের প্রতিযোগিতায় আরো একটি এন্ট্রি পেয়েছি আর সেটি আপনার, এবং আপনার ফটোগ্রাফি গুলো খুব চমৎকার ছিল। বিশেষ করে বসন্তের ফুল গুলো দেখতে ভিন্নরকম। একের পর এক ফুল দেখতে পারছি, যাইহোক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকুন সুস্থ থাকুন।

 3 years ago 

সুন্দর একটি মন্তব্য কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

 3 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো একদম অসাধারণ হয়েছে ভাইয়া । একদম মুগ্ধ করার মত ছিল প্রত্যেকটি ফটোগ্রাফি । ফটোগ্রাফির সাথে আপনি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন যেটা আমার কাছে খুবই ভাল লেগেছে । তবে গোলাপজাম ফটোগ্রাফিটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে । সব মিলিয়ে আপনার ফটোগ্রাফি গুলো এক কথায় বলতে অসাধারণ হয়েছে । ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য ❤️

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

বসন্ত মানেই ফুলের মৌসুম বসন্তকাল আসলেই চারদিকে ফুলে ফুলে ভরে ওঠে ফুলের গন্ধে চারদিকে সুবাস ছড়ায়।আর বসন্তে খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন আপনি।বেশ ভালই লাগছে আমার কাছে।এভাবে এগিয়ে জান শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপনার জন্য শুভেচ্ছা রইল ।
ধন্যবাদ আপনাকে

 3 years ago 
আপনার ফটোগ্রাফির মাঝে ভিন্ন কিছু খুঁজে পেলাম। আমার কাছে অনেক ভালো লাগছে আপনার ফটোগ্রাফি গুলো। বিশেষ করে লেবুর ফুলের ছবি দেখে অনেক ভালো লাগলো। আপনার ফটোগ্রাফি সবার চেয়ে ভিন্নধর্মী ছিলো। শুভ কামনা রইলো আপনার জন্য।
 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

আপনার বসন্ত ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে , আজ বসন্ত এসেছে মোর দুয়ারে, তাই ছেরেদে মোর হাত খানা ,যাবো বাংলার প্রাকৃতির দারে। আপনার বসন্তের ছবি গুলো অসাধারন সুন্দর হয়েছে। শুভকামনা রইল প্রতিযোগিতার জন্য

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.19
JST 0.034
BTC 90741.27
ETH 3105.77
USDT 1.00
SBD 2.95