রেনডম ফটোগ্রাফি,, //,,১০% প্রিয় লাজুক খ্যাঁকের জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

"প্রসঙ্গঃরেনডম ফটোগ্রাফি"

🇧🇩 বাংলাদেশ থেকে

আমি @shahin05

রোজঃবুধবার
২৭৷ শে এপ্রিল ২০২২

আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও ভাল আছি। প্রথমে জানাই আমার বাংলা ব্লগ এর সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের উৎসাহ জন্য আজকে আমি এতদূর এসে পৌঁছেছি। তাই তাদের জন্য আজকে অনেকদিন পর নিয়ে আসলাম কিছু রেনডম ফটোগ্রাফি। তাহলে চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আমার তোলা ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক

🌄ফটো নং ১ 🌄

IMG_20220427_194105_042.jpg

লোকেশন

এই ফুলটির নাম হচ্ছে ব্রুনফেলসিয়া ফুল । ফুলটি দেখতে কিন্তু আমার কাছে অসম্ভব সুন্দর লাগে। বুলটি সাধারণত 6t পাতাবিশিষ্ট এবং মাঝে অনেক সুন্দর একটি অংশ দ্বারা গঠিত। ফুলটি সুগন্ধিও অনেক ভাল লাগে । এই ফুলটি সাধারণত গ্রামের রাস্তার পাশেই হয়ে থাকে । বিকেল বেলা ঘুরতে গিয়ে এই ফুলটি ছবি তুলেছিলাম।

🌄ফটো নং ২ 🌄

IMG_20220427_192924_298.jpg

লোকেশন

আমরা অধিকাংশ মানুষই জানি এই ফুলটির নাম গোলাপ ফুল । তবে এই ফুলটি অন্য গোলাপ ফুলের মতো নয় । এই ফুলটি সাধারণত কয়েকটি পাতায় নিয়ে তৈরি । এই ফুলটি বিভিন্ন রঙের হয়ে থাকে। আজকে বোনের বাসায় গিয়ে দেখতে পেলাম না আমার সেই ছোট্ট কিউট ভাগিনি এই ফুলগুলো রকম করতেছে। তাই সেখান থেকেই তার কাছ থেকে ছবিটি তুলে নিয়ে আসলাম।

🌄ফটো নং ৩ 🌄

IMG_20220427_194136_511.jpg

লোকেশন

এরা হচ্ছে সাদা গোলাপ । অন্য গোলাপ গুলোর থেকে এই গোলাপ ফুলটি আমাকে অনেক ভালো লাগে। এই গোলাপ ফুলের সুগন্ধি আমার মন কেড়ে নেয়। ফুলটি নাড়তে অনেক ভালো লাগে । সবথেকে বেশি ভালো লাগে ফুলটির মাঝের অংশে ছোট্ট ছোট্ট বিন্দুগুলো কে। এই ফুলটির ছবি তুলেছিলাম চক্ষু হাসপাতাল গিয়ে।

🌄ফটো নং ৪ 🌄

IMG_20220427_192842_670.jpg

লোকেশন

এই ফুলটির নাম আমি জানিনা। তবে ফুলটি দেখতে অনেকটা গোলাপ ফুলের মতোই দেখা যায়। ফুলটি কয়েকটি পাতাবিশিষ্ট। তবে ফুলটির গাছের ডালে কাঁটাযুক্ত । ফুলটি অনেক সুগন্ধ। ফুলের গন্ধে নিজেকে হারিয়ে যেতে ইচ্ছে করে । এই ফুলটির সেই বোনের বাসায় তুলেছিলাম।

🌄ফটো নং ৫ 🌄

32FTXiZsHoAW6noHJDhrg3W8ZKHVFSsLYM859aTDCF8iErFh9cE5NCNB5fjVLB72Mo8b8zNoDNL2QyEJug3ynqjmkYuagLXZp3r2g8dYSm2BNXgcuJFkZLqJa1dZbiZXkatwYgEJYQWGvDPc.jpeg

লোকেশন

এই ফুলটির নাম হচ্ছে জবা ফুল। এই ফুলটি আমরা সাধারণত হিন্দু সম্প্রদায়ের মানুষদের বাড়ীতে বেশীরভাগ দেখে থাকি। ফুলটি দেখতে অনেক সুন্দর। ফুলটির বড় বড় পাতাগুলোর পাশাপাশি মাঝের অংশটি অনেকটা নিচের দিকে হেলিয়ে যাওয়ায় ফুলটিকে আরো সুন্দর দেখায় । এই ফুলটি তুলেছিলাম একটি বন্ধুর বাড়িতে গিয়ে।

🌄ফটো নং ৬ 🌄

IMG_20220427_193447_182.jpg

লোকেশন

এই ফুলটি তো আমাদের সবার চেনা পরিচিত একটি ফুল। এই ফুলটির নাম হচ্ছে লাল কুমড়ো গাছের ফুল। ফুলটি দেখতে অনেকটা সুন্দর কিন্তু ফুলটি সম্পূর্ণভাবে আঁশযুক্ত। এই একটি ফুল থেকে ধীরে ধীরে বড় একটি লাল কুমড়ো হয়ে থাকে। যেটা আমরা বিভিন্ন ভাবে রান্না করে খেয়ে নেই। বাসার পাশেই একটি বাড়িতে এই গাছটি রোপন করেছিল। সেখান থেকে ছবিটা তুলেছিলাম।


মডেলডিভাইস
আইটেলভিশন ১
ফটোগ্রাফার@shahin05


আশা করি আমার তোলা রেনডম ফটোগ্রাফির আপনাদের সবার ভালো লাগবে। তাই সবার সুস্থতা দান কর এখানেই শেষ করলাম। তবে লেখার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

❤️ সবাইকে ধন্যবাদ ❤️

Sort:  
 3 years ago 

সব ফুলের ছবি থেকে লাউ কুমড়ো গাছের সেই ছবিটা বেশি সুন্দর লাগছে আমার কাছে, বাকি ছবিগুলো সুন্দর ছিল খুব ভালো লাগলো আপনার ফটোগ্রাফি দেখে আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

সুন্দর কমেন্ট ও মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

আপনার সবগুলো ফটোগ্রাফি চমৎকার হয়েছে ভাইয়া। এগুলো যে মুঠোফোন দিয়ে ধারণ করা ফটোগ্রাফি তা একদমই বুঝা যাচ্ছেনা। ফটোগ্রাফি গুলোতে লাইট , কনট্রাস্ট এবং সিচুরেশন একদম নিখুঁত হয়েছে। খুবই ভালো লাগলো আপনার ধারণ করা সব ফটোগ্রাফি গুলো।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল অসাধারন ভাইয়া। আমার কাছে আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি খুব ভালো লেগেছে। আপনি খুব সুন্দর করে ফটো গুলো ক্যাপচার করেছেন। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু

 3 years ago 

ভাইয়া আপনি অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আমার কাছে প্রত্যেকটি ফুল দেখতে অনেক সুন্দর লাগছে। বিশেষ করে আমার কাছে আপনার তোলা প্রথম ফুলটি অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো সুন্দর ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার।

 3 years ago 

সুন্দর একটি কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

ভাইয়া আপনার ফটোগ্রাফি দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। অসম্ভব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখতে ভীষণ ভালো লাগছে এই রেনডম ফটোগ্রাফি গুলো। সত্যিই আপনার ফটোগ্রাফি ক্যাপচার করা অসাধারণ হয়েছে। যার কারণে ফুলগুলো দেখতে অনেক অপূর্ব লাগছে। আপনার তিন নম্বর ফটোগ্রাফির সাদা গোলাপ ফুলটি আমার কাছে অনেক আকর্ষণীয় মনে হচ্ছে। সুন্দর উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

অনেক সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন ৷প্রতিটি ছবিই দুর্দান্ত ছিলো ৷ সাথে উপস্থাপন ও দারুণ ভাবে করেছেন ৷ পোস্টটি সত্যিই আমার কাছে দারুণ লেগেছে ৷ শুভ কামনা রইল আপনার জন্য..

 3 years ago 

সুন্দর কমেন্ট মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

ভাই আপনার ফুলের রেনডম ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার ছিল। ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লাগে। আপনি বেশ কিছু ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

চোখ জুড়ানো মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো খুব সুন্দর ছিল তবে কালারটা কম ছিল। তাই কিছুটা সেচুরেশন বাড়িয়ে দিয়ে দেখলাম দেখতে কেমন লাগে। আউটপুট নিচে রয়েছে, আশা করি সামনে কিছুটা সেচুরেশন বাড়িয়ে দিলে তাহলে ফটোগ্রফি দেখতে আরও চমৎকার হবে ধন্যবাদ।
20220427_212141.jpg

32FTXiZsHoAW6noHJDhrg3W8ZKHVFSsLYM859aTDCF8iErVcAW3WJzHtBXCYZZLyWGZd91MtbzEYxWPGZ5yQD4LSeVhBWeAwVVGyGh3T5xRJ3dZYFqMjw1u8rFKAEquF4P7naLB4SeN5boa6.jpeg

 3 years ago 

উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

তিন নাম্বার গোলাপ ফুলের ফটো গ্রাফিটি আমার খুব ভালো লেগেছে। অন্যান্য ফুলের ফটোগ্রাফি গুলো চেয়ে এই ফুলটি খুব সুন্দরভাবে ফটোগ্রাফি করা হয়েছে মনে করি। যাহোক খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন ভাই।

 3 years ago 

সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

ভাইয়া অসাধারণ কিছু রেনডম ফুলের ফটোগ্রাফি করেছেন, প্রথমের পিক টাতো মাস আল্লাহ অনেক সুন্দর ছিলো, আপনার ফটোগ্রাফিক গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাইয়া, প্রতিটি ফুলের সুন্দর করে বর্ণনা দিয়েছেন, সব মিলিয়ে খুব সুন্দর ছিলো আপনার ব্লগটি, শুভকামনা রইলো আপনার জন্য

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 90913.25
ETH 3176.54
USDT 1.00
SBD 2.97