ইউনিক পদ্ধতিতে পাঙ্গাস মাছের মজাদার রেসিপি,,,,,১০% লাজুক খ্যাঁকের জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

"প্রসঙ্গঃরেসেপি"

🇧🇩 বাংলাদেশ থেকে

আমি @shahin05

রোজঃ রবিবার
২৫ শে সেপ্টেম্বর ২০২২ ইং

আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনাদের দোয়া ও আল্লাহ তাআলার রহমতে আমিও ভাল আছি। প্রথমে জানি আমরা বাংলা ব্লক এর সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের জন্যে প্রতিদিন নতুন নতুন কিছু পোস্ট নিয়ে হাজির হই। ঠিক তেমনিভাবে আজকেও আলু পটল দিয়ে পাঙ্গাস মাছের সেই মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক

IMG_20220925_135950.jpg

তৈরি করার জন্য যা যা প্রয়োজন

  • মাছ।
  • আলু।
  • পটল
  • হলুদ।
  • তেল।
  • লবণ।
  • মরিচ।
  • পেঁয়াজ।
  • মসলা

তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি তৈরি করা ধাপগুলো দেখে নেয়া যাক

ধাপ নং-০১
IMG_20220925_123925.jpg

প্রথমে আমরা কিছু পরিমাণ পাঙ্গাস মাছ নিয়ে নেব। সেগুলো নেওয়ার পর পরিষ্কার করে একটি পরিষ্কার পাত্র রেখে দিব ।

ধাপ নং-০২
IMG_20220925_123951.jpg

এরপর আমরা অন্য একটি পাত্রে আলু পটল কেটে সেগুলো পরিষ্কার করে একটি পরিষ্কার পাত্রে রেখে দিব।

ধাপ নং-০৩
IMG_20220925_124234.jpg

অপরদিকে মরিচ বেটে নিব।

ধাপ নং-০৪
IMG_20220925_124052.jpg

এখন একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজগুলো হালকাভাবে ভেজে নিব।

ধাপ নং-০৫
IMG_20220925_124833.jpg

যখন দেখবো পেয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে। তখন সেগুলোর উপর মরিচ বাটা হলুদ মসলা ইত্যাদি সবগুলো দিয়ে দিব এবং সবগুলোকে একসঙ্গে মিশিয়ে দিব।
|-|

ধাপ নং-০৬
IMG_20220925_124926.jpg

এখন সেগুলোর উপরে আমরা পাঙ্গাস মাছ গুলো দিয়ে দিব।

ধাপ নং-০৭
IMG_20220925_125004.jpg

মাছগুলো দেওয়ার পর হালকা পরিমাণ একটু পানি দিয়ে দিব এবং ঢাকা দেওয়ার পর একটু তাপ দিতে থাকব।

ধাপ নং-০৮
IMG_20220925_125320.jpg

যখন দেখব মাছগুলো হালকা সিদ্ধ হয়ে গেছে তখন মাছগুলোকে আলাদা একটু পাত্রে রেখে রাখবো।

ধাপ নং-০৯
IMG_20220925_125447.jpg

এখন কড়াই এর মধ্যে আলু পটল দিয়ে দিব এবং সবগুলো সঙ্গে একসঙ্গে মিশিয়ে দিব ।

ধাপ নং-১০
IMG_20220925_125611.jpg

এখন সেগুলোর উপর হালকা পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব এবং সেগুলোতে তাপ দিতে থাকবো।

ধাপ নং-১১
IMG_20220925_132003.jpg

যখন দেখব আলু ও পটলগুলো সম্পূর্ণ হয়ে আসছে তখন উঠে রাখা মাছগুলো সেগুলোর মধ্যে দিয়ে দিব।
তাহলেই রেসিপিটি আমাদের সম্পূর্ণ হবে।

ধাপ নং-১২
IMG_20220925_132556.jpg

রেসিপিটি আরো মজাদার করার জন্য সবার শেষে আমরা সেটির উপরে কিছু মসলা দিয়ে দিব।


মডেলডিভাইস
আইটেলভিশন ১
ফটোগ্রাফার@shahin05
লোকেশনW3W


আশা করি আমার তৈরি করার রেসিপি আপনাদের সবার ভালো লাগবে। তাই সবার সুস্থতা কামনা করে আজকের মনে এখানে শেষ করলাম। তবে লেখার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

❤️ সবাইকে ধন্যবাদ ❤️

Sort:  
 2 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর করে আলু পটল দিয়ে পটল দিয়ে পাঙ্গাস মাছের একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। ভাইয়া আপনার ছবিগুলো ঝাপসা হয়েছে। ছবিগুলো যদি আরেকটু ক্লিয়ার এবং ডেকোরেশন যদি আরেকটা সুন্দর করে করতেন তাহলে দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগতো। রেসিপিটি দেখতে খুবই লোভনীয় লাগছে ভাইয়া।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

ভাইয়া পাঙ্গাস মাছ অনেক প্রিয় একটা মাছ। আমার অনেক ভালো লাগে। অনেকেই এই মাছটি পছন্দ করে না। কিন্তু আমার অনেক পছন্দের।আলু পটল দিয়ে পাঙ্গাস মাছ বেশ ভালো লাগে। আপনার রান্নার পদ্ধতি টা প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই সহজভাবে দেখিয়েছেন।

 2 years ago 

সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

পাঙ্গাশ মাছ খুব একটা খাওয়া হয়না, অনেকদিন আগে একবার খেয়েছিলাম। আলু পটল দিয়ে পাঙ্গাশ মাছের রেসিপি টি বেশ লোভনীয় লাগছে, আর মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না করলে তরকারি এমনিতেই অনেক সুস্বাদু হয়। ভাইয়া আপনার রেসিপি টি খুবই সুন্দর হয়েছে। আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

সুন্দর একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু

Hi, @shahin05,

Thank you for your contribution to the Steem ecosystem.

Your post was picked for curation by @rex-sumon.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

 2 years ago 

আপনি আজকে খুবই অনেক একটি রেসিপি তৈরি করেছেন। আলু পটল দিয়ে পাঙ্গাস মাছ রান্নার রেসিপি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু এবং হয়েছে। আপনি এই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করে শেয়ার করেছেন।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্যটি প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

ওয়াও খুবই অসাধারণ আলু এবং পটল দিয়ে পাঙ্কাশ মাছ রান্না রেসিপি করেছেন।পাঙ্গাস মাছ আমার খুব প্রিয় খাবার। এটিতে কাটা কমতি থাকায় বিধায় খেতে খুব ভালো লাগে। রেসিপির কালার দেখে মনে হয় খুব সুস্বাদু হবে। খুব সুন্দর করে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপু

 2 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর ভাবে আলু পটল দিয়ে পাঙ্গাস মাছের রেসিপি তৈরি করেছেন। আমার কাছে পাঙ্গাস মাছ খেতে একদমই ভালো লাগে না।এই মাছের গন্ধ আমার সহ্য হয়না। আপনি খুব সুন্দর ভাবে পাঙ্গাস মাছের রেসিপি তৈরি করেছেন। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজার রেসিপি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63271.81
ETH 2568.70
USDT 1.00
SBD 2.80