//শিডল দিয়ে টাকি মাছের রেসেপি// { ১০% প্রিয় লাজুক খ্যাঁকের জন্য }
- রোজঃ রবিবার।
- ১৭ এ জানুয়ারি ২০২২
আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও আল্লাহ তায়ালা অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আবারো আপনাদের সামনে নিয়ে আসলাম ভিন্ন স্বাদের একটি রেসেপি। টাকি মাছ দিয়ে শিডল রান্নার রেসেপি। দেখতে ততটা ভালো দেখা যায় না। কিন্তু খাইতে অনেক ভালো লাগে। তাহলে চলুন বন্ধুরা সেই ভিন্ন স্বাদের রেসেপিটা দেখা নেওয়া যাকঃ
রেসেপিটি তৈরি করার জন্য যা যা প্রয়োজনঃ
- টাকি মাছ।
- শিডল।
- আলু।
- মরিচ।
- পিঁয়াজ।
- হলুদ।
- লবণ।
- মশলা।
তাহলে চলুন বন্ধুরা রেসেপিটি ধাপগুলো দেখে নেওয়া যাকঃ
🔥ধাপ নং ১ 🔥
- প্রথমে আমাদের কিছু টাকি মাছ নিতে হবে। তবে সেগুলোর পরিষ্কার করে একটি পাত্রে রেখে দিবো।
🔥ধাপ নং ২ 🔥
- এখন একটি কড়াই এর মাঝে পরিমাণ মতো তেল দিয়ে দিবো।
🔥ধাপ নং ৩ 🔥
- এখন তেল এর উপর প্রথমে মাছ দিয়ে দিবো। তারপর মরিচ বাটা, হলুদ, লবণ দিয়ে দিবো।
🔥ধাপ নং ৪ 🔥
এখন সম্পূর্ণগুলো একসঙ্গে করে নিয়ে কিছু পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করার জন্য ধীরে ধীরে নাড়তে থাকবো।
🔥ধাপ নং ৫ 🔥
- যখন এই রকম হয়ে যাবে তখন সেগুলো আলাদা একটি পরিষ্কার পাত্রে রেখে দিবো।
🔥ধাপ নং ৬ 🔥
- এখন আমরা এখানে আলু দিয়ে দিবো। তবে আলির দেওয়ার সাথে সাথে তার উপর মরিচ বাটা ও পিঁয়াজ দিয়ে দিবো।
🔥ধাপ নং ৭ 🔥
- সবগুলো একসঙ্গে মিশানোর পর সেগুলোর উপর পরিমাণ মতো পানি দিয়ে দিবো।
🔥ধাপ নং ৮ 🔥
- এখন আমরা একটি শিডল নিবো। তবে সেটা নেওয়া পর সেটাকে একটু পুড়িয়ে নিবো। পুড়ানোর পর একটু পরিষ্কার করে নিতে হবে।
🔥ধাপ নং ৯ 🔥
- সেটাকে এই রকম ভাবে ভেঙে দিবো।
🔥ধাপ নং ১০ 🔥
- ধীরে ধীরে সেটার উপর পানি দিবো আর নাঠতে থাকবো। অবশেষে যখন হালকা পাতলা হয়ে আসবে তখন আর পানি দিবো না।
🔥ধাপ নং ১১ 🔥
- সেগুলো আলুর উপর দিয়ে দিবো।
🔥ধাপ নং ১২ 🔥
- সবগুলো একসঙ্গে মিশে দিবো।
🔥ধাপ নং ১৩ 🔥
- এখন আমরা আলুগুলোকে সিদ্ধ করার জন্য কিছু সময় ঢেকে দিয়ে রাখবো ।
🔥ধাপ নং ১৪ 🔥
- কিছুক্ষণ পর ঢাকা খুলে সেগুলোর উপর মাছগুলো দিয়ে দিবো।
🔥ধাপ নং ১৫ 🔥
- এরপর সেগুলো একসঙ্গে করে কিছু সময় নাড়তে থাকবো। যখন দেখবো সেগুলো এই রকম হয়ে গেছে তখন বুঝতে হবে আমাদের রান্নাটা সম্পূর্ণ হয়েছে।
🔥ধাপ নং ১৬ 🔥
- অবশেষে রেসেপিটিকে একটি পাত্রে নিয়ে নিজের সাথে সেলফি তুললাম।
ডিভাইস | মডেল |
---|---|
আইটেল | ভিশন ১ |
ফটোগ্রাফার | @shahin05 |
লোকেশন | W3W |
আপনার শিতল দিয়ে টাকি মাছের রান্নাটা খুবই সুস্বাদু মনে হচ্ছে। আর খেতেও খুব ভালো লাগবে এটা বোঝা যাচ্ছে। আর আপনি আপনার রান্না ধাপগুলো খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া
ভাইয়া আপনার রেসিপিটি খুবই চমৎকার হয়েছে ।শিডল দিয়ে টাকি মাছের রেসিপি করেছেন তবে একটা বিষয় সিডল কি আমি জিনিসটি চিনতে পারিনি ।প্রতিটি ধাপ আপনি খুবই চমৎকার ভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। যেটি আপনার পোস্টটিকে আরো বেশি সুন্দর করেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
শিডলটা হচ্ছে শুকনা মাছপর গুড়া, কচু, সোডা, ইত্যাদি দিয়ে তৈরি করার একটি খাবার। যেটা বিভিন্ন ভাবে রান্না করে খাওয়া যায়।
আপনার সুন্দর কমেন্ট এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু,,,❤️❤️❤️❤️
টাকি মাছ খেতে আমার খুবই ভালো লাগে এটি আমার অনেক প্রিয় একটি মাছ। টাকি মাছের রেসিপি অনেকবার খেয়েছি কিন্তু আপনার মত এইভাবে কখনোই রান্না করে খাওয়া হয়নি । আপনি অনেক সুন্দরভাবে রেসিপিটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাইয়া
অসাধারণ একটি রেসিপি সিডল দিয়ে টাকি মাছের রেসিপি । দেখেই জিবে জল চলে এসেছে। তবে সিডল জীবনে একদিন খেয়েছি ।স্বাদ কেমন মনে নেই ।তবে মনে হয় মজাদার হবে ।খুবই সুন্দর একটি রেসিপি কালারটিও সুন্দর ছিলো ।ধন্যবাদ এতো সুন্দর রেসিপি শেয়ার করার জন্য ।
সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ ভাইয়া
আমি শিডল কি বুঝতেই পারলাম না।আমি শিডল কখনো খাই নি।তবে আমার রেসিপিটা দেখে আমার জানার ইচ্ছে করছে,আর টেস্ট করে দেখতে মন চাচ্ছে।
ধন্যবাদ আপু,,,,,,
তবে কখনো যদি সুযোগ হয় তাহলে আপনাকে খাওয়ানোর চেষ্টা করবো।
খুব সুস্বাদু একটি টাকি মাছের রেসিপি শেয়ার করেছেন ভাই। দেখতেই কি সুন্দর লাগতেছে। খাইতে না জানি কতো মজা লাগবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এমন একটি রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।
ধন্যবাদ