ডিজিটাল আর্ট -০৩ || ইমেল সিগনেচার কার্ড,,, ১০% লাজুক খ্যাঁকের জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

"প্রসঙ্গঃ ডিজিটাল আর্ট"

🇧🇩 বাংলাদেশ থেকে

আমি @shahin05

রোজঃ বুধবার
১৪ সেপ্টেম্বর ২০২২ ইং

আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনাদের দোয়া ও আল্লাহ তাআলার রহমতে আমিও ভাল আছি। প্রথমে জানাই আমার বাংলা ব্লগ এর সকল সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের জন্য আজকে আমি আবার নিয়ে আসলাম ডিজিটাল আর্ট। তবে এই আর্ট টিকে সাধারণত ইমেল সিগনেচার কার্ড বলা হয়। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক


10.jpg


তৈরি করার ধাপগুলো দেখে নেওয়া যাক


ধাপ নং-০১
1.jpg

প্রথমে আমরা একটি আর্ট বোর্ড নিয়ে নিব। সেটা সাইজ থাকবে ১২০০×৪৫১ ।

ধাপ নং-০২
2.jpg

এখন আমরা সেই বোর্ড এর উপর একটি বৃত্তাকার শেপ নিয়ে নিব। তবে সেফটি নেওয়ার পর সেখানে ফিল ও স্টক এর মধ্যে স্টক দিয়ে দিব।

ধাপ নং-০৩
3.jpg

এখন আমরা বৃত্তটির উপর আরেকটি চতুর্ভুজ শেপ নিয়ে নেব।

ধাপ নং-০৪
5.jpg

সেই শেপটাকেই কপি করে আরো একটি শেপ নিয়ে নিব তবে আগের শেপটির রং রাখবো সাদা এবং পরে শেপটি ওই রং রেখেই কিছুটা ছোট করে নেব। তাহলে চিত্রের মত স্টক বের হবে।

ধাপ নং-০৫
6.jpg

এখন আমরা নিচের বৃত্ত কার লেয়ার উপরে উঠে দিব। তাহলে শেপটি চিত্রের মত হয়ে আসবে।

ধাপ নং-০৬
7.jpg

মাঝের অংশটিতে ক্লিপিং মাক্স করে অন্য একটি ছবি লাগিয়ে দিব।

ধাপ নং-০৭
8.jpg

এরপর শেপটির বিপরীত দিকে ইমেইল এড্রেস ঠিকানা ফোন নাম্বার ইত্যাদি দিয়ে দিব।

ধাপ নং-০৮
11.jpg

সবার শেষে লেখা অনুযায়ী আইকনগুলো লাগিয়ে দিব এবং সেগুলো এলাইমেন্ট করে ঠিকঠাক করে দেব।


ডিভাইসকম্পিউটার
সফটওয়্যারAdobe Photoshop cc
ইমেজjpg ফরমেট


আশা করি আমার তৈরি করা ইমেইল সিগনেচার কার্ডটি আপনাদের সবার লাগবে। তাই সবার সুস্থ দান করে এখানেই শেষ করলাম। তবে লেখার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টি দিয়ে দেখবেন।

❤️ সবাইকে ধন্যবাদ ❤️

Sort:  
 2 years ago 

যদিও আমি ভালো ডিজিটাল আর্ট করতে পারিনা তবে যারা ডিজিটাল আর্ট করে তাদের পোস্ট দেখতে খুবই ভালো লাগে। আপনার আজকের ইমেল সিগনেচার কার্ড আমার কাছে খুবই ভালো লেগেছে। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

 2 years ago 

এটা বোধহয় প্রফেশনাল গ্রাফিক্স এর আন্ডারে পড়ে, খানিকটা বিজনেস কার্ডের মতই লাগছে, বেশ ভালো লাগলো নতুন একটি জিনিস শিখতে পারলাম আপনার কাছে আমিও চেষ্টা করব নিজের জন্য ইমেল সিগনেচার কার্ড একটি তৈরি করার জন্য।

 2 years ago 

সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

এটাও আর্ট 😲
তবে তৈরীর পদ্ধতি বেশ সহজ মনে হলো।স্টেপ গুলা সহজ ভাবে ধাপে ধাপে তুলে ধরেছেন।ভালই লাগলো নতুন একটা জিনিস শিখতে পেরে।

 2 years ago 

ফটোশপ এর সকল কাজে কঠিন ভাই।
দেখা যায় অনেক সোজা কিন্তু করতে অনেক কঠিন লাগে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59484.75
ETH 2614.53
USDT 1.00
SBD 2.41