দিনাজপুর চক্ষু হাসপাতাল ভ্রমণ পর্ব-১,, //,,,১০% লাজুক খ্যাঁকের জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

"প্রসঙ্গঃ ব্যস্ততা "

🇧🇩 বাংলাদেশ থেকে

আমি @shahin05

রোজঃ শনিবার
১৯ মার্চ ২০২২

আশা করি আপনারা সবাই ভাল আছেন । আপনাদের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি । প্রথমে জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন । আজকে তাদের জন্য আবারো নিয়ে আসলাম ব্যস্ততা ময় কাটানো কিছু সময় । তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে আমার কাটানো সময়টুকু করে নেওয়া যায় ।

সেদিন ছিল রোজ বুধবার । সকাল 7 টার দিকে ঘুম থেকে উঠেই দুজন বন্ধুকে ফোন দিলাম । কারণ আজকে আমরা দিনাজপুর চক্ষু হাসপাতাল যাবো । তাদেরকে কয়েকবার ফোন দেওয়ার পর তারা ফোন রিসিভ করল । ফোন রিসিভ করার পর পরেই তাদেরকে বললাম রেডি হতে তারা আমার কথামতো রেডি হয়ে আসলো । কিন্তু তাদের রেডি হতে হতেই প্রায় আটটা বেজে গেল । তাই তাড়াহুড়া করে বাজারে গিয়ে একটি ভ্যান নিয়ে চলে গেলাম পার্বতীপুর রেল স্টেশন এর দিকে ।

IMG_20220316_083514.jpg

সেখানে যেতে যেতে প্রায় 8:30 এর মত বেজে গেল । আমাদের দিনাজপুর যাওয়ার একটি ছিল 8 টা 20 মিনিটে । স্টেশনে পৌঁছানোর আগেই সেই ট্রেনটি আমরা মিস করে ফেললাম । কি আর করার তখন কোনো উপায় না পেয়ে পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকলাম । পরবর্তী ট্রেন টি ছিল 9:15 । তাই সেটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকলাম । তবে অপেক্ষা করতে করতে এক সময় বিরক্ত লাগতেছে ।

received_5068919569834468.jpeg

তাই সবাই মিলে ফ্রী ফায়ার গেমটি খেলতে থাকলাম । আসলেই সবাই মিলে কোন কিছু খেললে সময় যে কোন দিক দিয়ে পার হয়ে যায় সেটা বোঝা যায় না । তেমনি গেম খেলতে খেলতে সময় পার হয়ে ট্রেন চলে আসলো ।

received_1576493579398986.jpeg

ট্রেনটি আসার সঙ্গে সঙ্গে আমরা গেম খেলা বন্ধ করে দিলাম । এরপর তিনজন মিলে তিনটা টিকিট কেটে দিনাজপুরের উদ্দেশ্যে ট্রেনে উঠে বসলাম । তবে ট্রেনটি লোকাল হওয়ার কারণেই কোনো নির্দিষ্ট সময় নেই ছাড়ার । অনেক্ষন অপেক্ষা করার পর ট্রেন টি দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিল । তবে মম নাথপুর স্টেশন ছাড়ার পর যখন আমরা বিরামপুর স্টেশনে আসলাম তখনই ট্রেনটি দাঁড়ালো তখন সবাই বলাবলি করতেছে ট্রেন নাকি ক্রসিং হবে তাই এখানে এক ঘন্টার মতো দাড়িয়ে থাকবে । তাই আবারও সবাই মিলে সময় কাটানোর জন্য আড্ডা দিতে থাকলাম । অনেকক্ষণ আড্ডা দিতে দিতে কিছুই ভালো লাগতেছে না স্টেশনের যার দিকে অনেক দোকানদার ঘুরাঘুরি করতেছে তাদের

IMG_20220316_140536.jpg

মধ্য থেকে কোন এক দোকানদারকে ডাক দিয়ে চানাচুর নিয়ে নিলাম । এই ধরনের চানাচুর আগে কখনো খাইনি তবে এই চানাচুর খেতে অনেক ভালো লাগলো । কারন এটার মধ্যে রয়েছে ঝালো অনেক মজা । ধীরে ধীরে সেটাকে খেতে থাকলাম তার সাথে গল্প করতে থাকলাম । এভাবে বিরামপুর স্টেশনে থাকা সময়টুকু শেষ হয়ে গেল । এরপর আবারও আমরা ট্রেনে উঠে রওনা দিলাম দিনাজপুরের উদ্দেশ্যে।

received_1284093201998430.jpeg

অবশেষে চলে আসলাম সেই চিরচেনা দিনাজপুর রেলওয়ে স্টেশন । সেখানে চারদিকটা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম । তবে সেখানে পৌছাতে পৌছাতে প্রায় সাড়ে এগারোটা বেজে গেল । এরপর স্টেশনের টিউবলের মধ্যে একটু ফ্রেস হয়ে নিলাম ।

আশাকরি দিনাজপুর চক্ষু হাসপাতাল ভ্রমনের প্রথম পর্ব আপনাদের অনেক ভালো লাগবে তাই সবার সুস্থতা দান করে এখানেই শেষ করলাম । তবে লেখার মাঝে ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।

❤️ সবাইকে ধন্যবাদ ❤️

Sort:  
 2 years ago 

দিনাজপুরের চক্ষু হাসপাতালের ভ্রমণের দৃশ্যপট দেখে খুবই ভালো লাগলো। খুব সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন ।আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

আপনার চক্ষু হাসপাতাল ভ্রমনের অনুভূতি জানতে পেরে খুব ভালো লাগলো। খুব সুন্দর একটি দিন কাটিয়েছেন। দেখেই বুঝা যাচ্ছে অনেক মজা করেছেন সেখানে। সাথে কিছু ছবিও দিয়েছেন। এতে আরো বেশি ভালো লেগেছে। আপনার উপস্থাপনা সুন্দর ছিলো। শুভেচ্ছা রইলো ভাই।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57651.10
ETH 2377.43
USDT 1.00
SBD 2.42