মায়ের হাতে ছোলা বুট রান্নার রেসেপি,,//,,১০% প্রিয় লাজুক খ্যাঁকের জন্য
"প্রসঙ্গঃরেসেপি"
ছোলা বুট রান্নার রেসিপি তৈরি করার জন্য যা যা প্রয়োজন
- কিছু পরিমাণ ছোলা বুট।
- কিছু পরিমাণ আলু।
- পেঁয়াজ।
- মরিচ।
- হলুদ।
- রসুন
- মসলা।
তাহলে চলুন বন্ধুরা রেসেপিটি ধাপগুলো দেখে নেওয়া যাকঃ
🔥ধাপ নং ১ 🔥 |
---|
প্রথমে আমরা কিছু পরিমাণ ছোলা বুট নিয়ে নিবো। তবে সেগুলো নেওয়ার আগে সে গুলোকে অনেক সময় ধরে পানিতে ভিজিয়ে রাখতে হবে। এরপর সেগুলো উঠিয়ে একটি পরিষ্কার পাত্রে নিব ।
🔥ধাপ নং ২ 🔥 |
---|
অপরদিকে আমরা কিছু পরিমাণ আলু নিয়ে নেব। তবে আলুগুলো নেওয়ার পর সেগুলো কেটে পরিষ্কার করে একটি পরিষ্কার পাত্রে রেখে দিব।
🔥ধাপ নং ৩ 🔥 |
---|
এখন অন্যদিকে মরিচ পেঁয়াজ ও রসুন ভালোভাবে কেটে একটু পরিষ্কার করে নিয়ে নিব।
🔥ধাপ নং ৪ 🔥 |
---|
এখন আমরা ছোলা বুট রান্নার রেসিপি তৈরি করার জন্য একটু পরিষ্কার করে ছোলা বুট আলু মরিচ পেঁয়াজ রসুন হলুদ ইত্যাদি দিয়ে দিব ।
🔥ধাপ নং ৫🔥 |
---|
সবগুলো দেওয়ার পর সবগুলোকে একসময় করে মিশিয়ে নিতে হবে। এরপর পরিমাণমতো পানি দিয়ে দিব।
🔥ধাপ নং ৬🔥 |
---|
এখন আমরা বুট গুলো সিদ্ধ করার জন্য তাপ দিতে থাকব।
🔥ধাপ নং ৭🔥 |
---|
একটু পর যখন পানি হালকা কমে যাবে তখন বুটগুলোকে কষতে থাকবো।
🔥ধাপ নং ৮🔥 |
---|
একটু পর যখন দেখবো ছোলা বুটগুলো চিত্রের মতো হয়ে গেছে তখন বুঝতে হবে আমাদের রেসেপিটি সম্পূর্ণ হয়েছে।
🔥ধাপ নং ৯ 🔥 |
---|
সবশেষে ছোলা বুট রান্না রেসেপিটিকে আলাদা পরিষ্কার পাত্রে রেখে দিবো।
মডেল | ডিভাইস |
---|---|
আইটেল | ভিশন ১ |
ফটোগ্রাফার | @shahin05 |
লোকেশন | W3W |
আশা করি আমার মায়ের হাতের তৈরি করা ছোলা বুট রান্না রেসেপিটি আপনাদের সবার ভালো লাগবে। তাই সবার সুস্থতা দান করে এখানেই শেষ করলাম। তবে লেখার মাঝে ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
❤️ সবাইকে ধন্যবাদ ❤️ |
---|
আপনার ছোলা বুট ভুনা রেসিপি টি খুবই চমৎকার হয়েছে। তবে আমি ছোলা বুট ভুনায় পানি রাখি না শুকিয়ে ফেলি।আপনি ঝোল রেখেছেন খেতে নিশ্চয়ই অন্য রকম টেস্ট হবে ।প্রতিটি ধাপ খুব সুন্দর করে আমাদের সামনে দেখিয়েছেন ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এরকম একটি রেসিপি শেয়ার করার জন্য ।আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ আপু সুন্দর একটি কমেন্ট করার জন্য
ছোলা ভুনা বরাবরই আমার খুব ফেভারিট সে দেখেই জিভে জল চলে আসলো যদিও এই রমজানে প্রতিদিনই খাওয়া হয় কমবেশি আর মায়ের হাতের রান্না বলে কথা দেখে তো লোভ সামলানো মুস্কিল আসলে যত ভালো করেই রেসিপি প্রস্তুত করি না কেন মায়ের মত করে কখনো হয়না
অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য
আসলেই মায়ের হাতের রান্নার আলাদা স্বাদ,আপনার মায়ের হাতের রেসিপি দেখে আমার মায়ের কথা মনে পরে গেলো।যাই হোক ভালো ছিলো।মনে হচ্ছে খেতে বেশ দারুন হবে।ধন্যবাদ।
সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ
মায়ের হাতে ছোলা বুট রান্নার রেসেপি শেয়ার করেছেন দারুন হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো।
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া
আপনার এই ছোলা বুটের রেসিপি কিছুটা ভিন্ন ধর্মী হয়েছে। কারণ আমাদের এদিকে ছোলা বুট যখন রান্না করা হয় সেখানে কোন ঝোল থাকে না। আপনার এখানে কিছুটা ঝোল দেখতে পাচ্ছি। রান্না দেখে মনে হচ্ছে খেতে বেশ ভালোই হয়েছে। ধন্যবাদ আপনাকে।
হুম ভাইয়া আমাদের এই দিকে একটু ঝোল করে রেখে দেয়।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করার জন্য
আপনার ছোলা বুট রান্নার রেসিপি দেখতে চমৎকার হয়েছে। আমিও ছোলা রান্না করলে এভাবে আলু দিয়ে রান্না করে থাকি। তবে আমরা ছোলা এরকম ঝোল ঝোল করে রান্না করি না। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাই সুন্দর একটি কমেন্ট করার জন্য
এই রমজান মাসে ছোলা বুট এর রেসিপি খুবই কমন একটি রেসিপি। এবং এই ছোলা বুট আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এইরকম ঝোল ঝোল করে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে রেসিপিটি উপস্থাপন করেছেন ভাই। ধন্যবাদ আপনাকে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ
ছোলা ভুট ছাড়া ইফতারিতো একেবারেই অসম্ভব। আমার তে অনেক পছন্দ এটি। আপনার রেসিপি টি খুবই লোভনীয় হয়েছে । ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য ও আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু
আমারও একই কথা, মায়ের হাতে তৈরি যে কোনো খাবারই অনেক অনেক মজার হয়ে থাকে। এখন অনেক বড় হয়ে গেছি দুই সন্তানের জনক হয়ে গেছি তবুও কেন জানি মায়ের হাতের কোন খাবার পেলে ছোট বাচ্চাদের মত হয়ে যাই। তখন মনে হয় এই খাবারের চাইতে সুস্বাদু খাবার আর কিছুই হতে পারে না। আপনার মায়ের তৈরি ছোলা বুট রান্নার রেসিপি দেখে খুবই ভালো লাগলো। রান্নাটির মধ্যে কেমন যেন একটা ভালো লাগার ব্যাপার আছে। মায়ের হাতের ছোলা বুট রান্নার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মন্তব্য করার জন্য
ঠিকই বলেছেন ভাই, মায়ের হাতে কোন কিছু রান্না খেতে খুবই মজাদার হয়। মায়ের হাতের রান্না অন্য কারো সাথে কখনোই তুলনা হয়না। আজকে আপনি মায়ের হাতে বুটের রেসিপি আমাদের সাথে শেয়ার করলেন। দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া