ঠান্ডা পানি দিয়ে রুটি পিঠা তৈরি... //..১০% লাজুক খ্যাঁকের জন্য
"প্রসঙ্গঃপিঠা তৈরি"
তৈরি করার জন্য যা যা প্রয়োজন |
---|
- আটা
- লবণ
তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি তাহলে দেখে নেওয়া যাক |
---|
🔥ধাপ নং ১ 🔥 |
---|
প্রথমে আমরা একটি পরিষ্কার পাত্র নিব । পাত্র এর মধ্যে ঠান্ডা পানি ও পরিমাণমতো লবণ দিয়ে দিব ।
🔥ধাপ নং ২ 🔥 |
---|
৷ এখন সেগুলোর উপর পরিমাণমতো আটা দিয়ে দিব এবং সবগুলোকে মিশাতে থাকবো
🔥ধাপ নং ৩ 🔥 |
---|
মিশাতে মিশাতে যখন দেখব সেগুলো চিত্রের মত হয়ে আসছে তখন বুঝব সেগুলো হয়ে গেছে ।
🔥ধাপ নং ৪ 🔥 |
---|
মিশানো অংশগুলো থেকে অল্প পরিমাণ নিয়ে চিত্রের মত করে নেব ।
🔥ধাপ নং ৫ 🔥 |
---|
এখন সেটাকে ডলতে থাকবো ।
🔥ধাপ নং ৬ 🔥 |
---|
এক পর্যায়ে সেটা চিত্রের মত হয়ে যাবে ।
🔥ধাপ নং ৭🔥 |
---|
এখন আমরা অন্যদিকে পিঠা একটি তাওয়া এর মধ্যে দিয়ে দিব ।
🔥ধাপ নং ৮ 🔥 |
---|
যখন পিঠাটি ভাজা হয়ে যাবে তখন বুঝতে হবে পিঠা রেসিপি আমাদের সম্পূর্ণ হয়েছে । তাই সেটা অন্য একটি পরিষ্কার করে নিয়ে নিব ।
মডেল | ডিভাইস |
---|---|
আইটেল | ভিশন ১ |
ফটোগ্রাফার | @shahin05 |
লোকেশন | W3W |
আশা করি আমার তৈরি করা পিঠা রেসিপি টি আপনাদের সবার ভালো লাগবে । তাই সবার সুস্থতা দান করে এখানেই শেষ করলাম । তবে লেখার মাঝে ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।
❤️ সবাইকে ধন্যবাদ ❤️ |
---|
ঠান্ডা পানি দিয়ে হোক কিংবা গরম পানি দিয়ে যেভাবেই রুটি করা হোক না কেন আমার খেতে খুব ভালোই লাগে। বাইরে কোথাও কাজে গেলে আমি দুপুরে ভাত খাওয়ার পরিবর্তে মাংস দিয়ে রুটি খাই কারণ দুপুরে ভাত খেলেই আমার ঘুম পায়। আবার রুটি পিঠা তৈরি রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া
রুটি পিঠা আমার খুব ই ফেভারিট বিশেষ করে সকাল অথবা বিকেলের নাস্তায় মাংসের ঝোল অথবা আলু ভাজি কে আপনি খুব লোভনীয় হবে' পিঠার রেসিপি প্রস্তুত করে আমাদের সাথে শেয়ার করেছেন দেখেই বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল
সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ
রুটি পিঠা তৈরি করার পদ্ধতি শেয়ার করেছেন। দেখে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া
সকালের নাস্তা অথবা বিকেলের নাস্তায় রুটি খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনি খুবই সুন্দর ভাবে রুটি তৈরির প্রসেস টা আমাদের মাঝে উপস্থাপন করেছেন ।শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ হওয়ার জন্য
ভাই ঠান্ডা পানি মানে কি ভাই আপনি ফ্রিজের পানি ব্যবহার করেছেন ? জল গরম করে আটা গুলে রুটি বানালে আমি খেতে পারি না। আবার নরমাল জল দিয়ে রুটি বানালে গরম গরম খাওয়া যায় । রুটি ঠান্ডা হয়ে গেলে দাত দিয়ে ছেড়া যায় না। আগামীতে নুতন কিছুর আশায় মন্তব্য শেষ করলাম । শুভেচ্ছা।
ধন্যবাদ ভাইয়া আমাকে উৎসাহ দাও
আপনার পিঠে তৈরি দেখে খুবই ভালো লাগলো ।আপনি খুব সুন্দর করে পিঠা তৈরি করেছেন। সকালবেলা গরম গরম পিঠা দিয়ে সবজি ভাজি খেতে খুবই ভালো লাগে। এত সুন্দর রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া
ভাই প্রতিদিন সকালে এই রুটি পিঠা দিয়েই নাস্তা করি। তবে ঠাণ্ডা পানি দিয়ে কাল তৈরি করার চেষ্টা করবো। আপনার প্রসেস আমার ভালো লাগলো। সবজি দিয়ে ভালো জমবে খাবারটি।
সুন্দর কমেন্ট মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ
রুটি আমরা সচরাচর খায় কিন্তু আপনার টাইটেল আমাকে নতুনত্ব খুঁজতে বলছে।ভাল ছিল।আপনি ঠান্ডা পানি দিয়ে রুটি পিঠা তৈরি করেছেন। প্রতিটি ধাপ খুব দক্ষতার সহিত তুলে ধরেছেন। আপনার জন্য শুভকামনা রইল
সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ
ঠান্ডা পানি দিয়ে রুটি পিঠা তৈরি দেখে ভালো লাগলো ভাইয়া। আপনি রুটি বানাতে পারেন এটা দেখে আমার অনেক ভালো লেগেছে। আপনার তৈরি করা রুটিগুলো অনেক সুন্দর গোল গোল হয়েছে। আমি চেষ্টা করেছিলাম রুটি বানানোর কিন্তু রুটি বানাতে পারিনি। আপনি আপনার দক্ষতা এই রুটিগুলো বানিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। সেই সাথে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্য করার জন্য
রুটি খেতে আমার অনেক ভালো লাগে। বিশেষ করে মুরগির মাংস দিয়ে রুটি খেতে আমি সবথেকে বেশি পছন্দ করি। আজকে আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে রুটি তৈরি করার পদ্ধতি শেয়ার করেছেন ভাইয়া।
ঠিক বলেছেন ভাইয়া।
আপনাকে অসংখ্য ধন্যবাদ