//আলুর ডাল দিয়ে শিম রান্নার রেসেপি//**[ ১০% প্রিয় লাজুক খ্যাঁকের জন্য ]
আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনাদের দোয়া ও আল্লাহর তাআলার অশেষ রহমতে আমিও ভাল আছি। আবারো প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটি ভিন্ন স্বাদের রেসিপি। নতুন বছরের নতুন মাসে নতুন আলুর ডাল দিয়ে শিম রান্নার রেসিপি। নতুন আলু দিয়ে এসময়ে রেসিপি অনেক খেতে মজা লাগে। তেমনি আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন বছরে একটি সুস্বাদু রেসিপি। তাহলে চলুন বন্ধুরা কথা বেশি না বাড়িয়ে রেসেপিটা দেখে নেওয়া যাকঃ
রেসেপিটি তৈরি করার যা যা লাগবেঃ
- আলু।
- শিম।
- লবণ।
- পিঁয়াজ।
- মশলা।
- তেল।
তাহলে চলুন বন্ধুরা রান্নার ধাপগুলো দেখে নেওয়া যাকঃ
🔥ধাপ নং ১ 🔥
- প্রথমে আমরা কিছু পরিমাণ আলু সিদ্ধ করে নিবো।
🔥ধাপ নং ২ 🔥
- এখন আলুগুলো থেকে উপরের অংশটা বাদ দিয়ে পরিষ্কার করে নিতে হবে।
🔥ধাপ নং ৩ 🔥
- এখন পরিষ্কার আলুগুলোর উপর পরিমাণ মতো পানি দিয়ে দিবো।
🔥ধাপ নং ৪ 🔥
- এরপর সেগুলো যেকোনো একটি অংশ দিয়ে সম্পূর্ণটা ভালোভাবে মিশ্রণ করে দিতে হবে।
🔥ধাপ নং ৫ 🔥
- এখন একটি কড়াই এর মাঝে আমরা তেল দিয়ে পিয়াজ ভাজতে থাকবো।
🔥ধাপ নং ৬ 🔥
- অবশেষে পিঁয়াজগুলো এই রকম লাল হয়ে আসলে সেগুলো অন্য একখানে রেখে দিবো।
🔥ধাপ নং ৭ 🔥
- এখন আমরা কড়াই এর মধ্যে শিম দিয়ে দিবো। সেগুলো দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে নিবো।
🔥ধাপ নং ৮ 🔥
- এখন আমাদের শিম এর উপর মরিচ বাটা, মশলা, হলুদ, লবণ দিয়ে দিবো।
🔥ধাপ নং ৯ 🔥
- শিম এর মধ্যে কিছুটা পানি দিয়ে নিবো। পানি দেওয়া শেষ হলে সেগুলোকে নাড়তে থাকবো।
🔥ধাপ নং ১০ 🔥
- একটু পর আলুর ডালগুলো সেখানে দিয়ে দিবো। সেগুলো দিয়ে একটু নেড়ে দিবো।
🔥ধাপ নং ১১ 🔥
- সিদ্ধ করার জন্য কিছু সময় ঢাকা দিয়ে রাখবো।
🔥ধাপ নং ১২ 🔥
- কিছুক্ষণ খোলার পর দেখতে হবে যদি শিমগুলো সিদ্ধ হয়ে যায়। তাহলে বুঝতে হবে রান্নাটা সম্পূর্ণ হয়েছে।
🔥ধাপ নং ১৩ 🔥
- এখন অন্য একটি পরিষ্কার পাত্রে নিয়ে সেগুলোর উপর ভাজা পিঁয়াজ ও মশলার গুড়া দিয়ে দিবো।
ডিভাইস | মডেল |
---|---|
আইটেল | ভিশন ১ |
ফটোগ্রাফার | @shahin05 |
লোকেশন | W3W |
দারুণ একটা রেসেপি শেয়ার করেছেন। আপনার রেসেপি টি আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে এই রেসিপি টি আমি কখনো খাইনি। কিন্তু এটা দেখতে খুবই লোভনীয় লাগছে। ধন্যবাদ আপনাকে
সুন্দর কমেন্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ
আলুর ডাল সিম রান্না অনেক সুন্দর হয়েছে ।আপনি খুব সুন্দর ভাবে রান্নাটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। পুরো প্রক্রিয়া কিভাবে করেছেন তা আমাদের মাঝে বর্ণনা করেছেন। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রান্নার রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ আপনাকে
দারুণ একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। রেসিপিটা দেখতে অসাধারণ লাগছে মনে হচ্ছে খুব মজা হবে। আলু আর ডাল শিম দিয়ে রান্না করলে খেতে খুবই মজা হয়। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এতো সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া
আলুর ডাল অনেক খেয়েছি, কিন্তু এভাবে শিম দিয়ে কখনো আলুর ডাল খাওয়া হয় নি। তবে আপনার রেসিপি টি দেখে মনে হচ্ছে খেতে হবে। খুবই মজার লাগছে আপনার রেসিপি টি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া,, ❤️❤️
আমার কাছে আপনার রেসিপি খুবিই ভালো লাগছে এবং ছিল আপনার রেসিপি। এই নতুন রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।প্রতিটা ধাপ অনেক ভাল ভাবে বর্ননা করছেন।শুভ কামনা রইল
ধন্যবাদ আপনাকে
রেসিপিটা খুবই মজাদার মাঝেমধ্যেই বাড়িতে প্রস্তুত করে খাওয়া হয় আপনার রেসিপি দেখতে দারুন দেখাচ্ছে একদম লোভনীয় মনে হচ্ছে খেতে ভারি মজা হবে শুভকামনা আপনার জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ,, ❤️❤️
এইভাবে আলুর ডাল রান্না আমি আমার শশুর বাড়ি থেকে শিখেছি। খুব মজা লাগে খেতে। কিন্তু কখনো সিম দিয়ে রান্না করা হয়নি। আপনার আজকের রান্না টা দেখে মনে হচ্ছে যে খুবই মজাদার হয়েছে। নতুন একটি রেসিপি আপনার কাছ থেকে শিখতে পারলাম। ধন্যবাদ ভাই আপনাকে।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু ❤️❤️