"প্রসঙ্গঃডিজিটাল আর্ট"
আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনাদের দোয়া ও আল্লাহ তালার রহমতে আমিও ভালো আছি। প্রথমে জানি আমার বাংলা ব্লগ এর সকল সদস্যদের শুভেচ্ছা অভিনন্দন। তাদের জন্য আমি আজকে আবার নিয়ে আসলাম প্রফেশনাল ইমেইল সিগনেচার কার্ড তৈরি। আমাদের দেশে এই ইমেইল অত বেশি প্রধান্য দেওয়া হয়না। কিন্তু অন্যান্য দেশে ইমেইল কে অনেক বড় একটি অংশ হিসেবে তারা মেনে চলে। কারণ অন্য দেশে ইমেইলের মাধ্যমে সব কিছু আদান প্রদান করা হয়। তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে আমার তৈরি করা কার্ডটি দেখে নেয়া যাক
jpg
তৈরি করার ধাপগুলো দেখে নেওয়া যাক |
প্রথমে আমরা ফটোশপ ওপেন করে নিব। এরপর কার্ডের মাপ 1200×451 আর্ট বোর্ড নিয়ে নিব এবং সেভ হিসেবে আরো একটি 1150×401 আর্ট বোর্ড নিয়ে নিব।
এখন আমরা নিচের অংশ একটি শেপ নিয়ে নিব এবং সেটার কালার দিয়ে দিব।
আবারো একইভাবে আমি আমরা নিজের সেপটির উপর অন্য একটি শেপ নিয়ে নিব তবে এই সেপটির ফিল বাদ দিয়ে শুধু স্টক নিব।
আবারো আমরা প্রথমের শেপ এর মত আরেকটি শেভ নিয়ে নিব তবে এটির রং দেব কালো ।
এখন আমরা উপরের গোল শেপ এর মত আরেকটি শেপ নিয়ে নেব। তবে এই শেপ এর ফিল স্টক দুটি অংশে নিয়ে নিব এবং অংশ দুটিতে আলাদা আলাদা রং দিয়ে দিব।
গোল শেপ এর উপর অন্য একটি ছবি নিয়ে ক্লিপিং মার্কস করে দিব।
এখন আমরা নিচেও তার উপরে ছোট করে দুটি শেপ নিয়ে নিব এবং সেগুলোতে ভিন্ন কালার যুক্ত করে দেবো।
চারদিকে বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহার করে ইমেইল এড্রেস লোকেশন ব্রাউজার ইত্যাদি দিয়ে দিব।
এরপর সেগুলোতে আইকন দিয়ে দিব এবং সবার শেষে রুলার ব্যবহার করে সবগুলোকে এলাইমেন্ট করে নিব। তাহলেই আমাদের কার্ডটি সম্পূর্ণ হয়ে যাবে।
মডেল | ডিজিটাল |
সফটওয়্যার | Adobe photoshop cc |
ইমেজ | স্কিনসর্ট |
আশা করি আমার তৈরি করা প্রফেশনাল ইমেল সিগনেচার কার্ডটি আপনাদের সর ভালো লাগবে। তাই সবার সুস্থতা দান করে এখানেই শেষ করলাম। তবে লেখার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টি দিয়ে দেখবেন।
ফটোশপের কাজ আমার খুব ভাল লাগে। আমি টুকটাক পারি কিন্তু এপ্লাই করা হয়নি। আপনার ইমেইল সিগনেচার কার্ডটি অনেক সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ খুব সহজভাবে দেখিয়েছেন। যারা ফটোশপের কাজ বুঝে তারা সহজেই আপনার কাজটি ধরতে পারবে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি ইমেইল সিগনেচার কার্ড ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার সুন্দর মতামতটি দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
আপনি অনেক সুন্দর করে ইমেল সিগনেচার কার্ড ফটোশপ মাধ্যমে তৈরি করছেন।প্রতি ধাপ সুন্দর করে উপস্তাপন করছেন ।এভাবে সামনে দিকে এগিয়ে যান ।আপনার জন্য রইল শুভকামনা ।
উপদেশ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
এটা ঠিক বলেছেন আমাদের দেশে ইমেইল কে যথাযথভাবে প্রাধান্য দেয়া হয় না, কেননা কাজগুলো ভিন্নভাবে করে থাকে। তবে উন্নত কান্ট্রিতে ইমেইলের মাধ্যমে সবকিছুই আদান-প্রদান হয় আমিও আপনার সাথে একমত। তবে ইমেল সিগনেচার কার্ডটি অনেক চমৎকারভাবে বানিয়েছেন এবং সেটি খুব সুন্দর ভাবে উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সুন্দর কমেন্ট ও মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া
আমাদের দেশে ভালো জিনিসের কদর নেই সেজন্যই যথাযথ ব্যবহার নেই এবং গুরুত্ব নেই। প্রফেশনাল ইমেল সিগনেচার কার্ড তৈরির প্রক্রিয়া দেখে অনেক ভালো লাগলো যেটা থেকে অনেক কিছু শিখতে পেলাম।
ধন্যবাদ ভাইয়া