রাগান্বিত ড্রাগনের মুখ অঙ্কন...//...১০% প্রিয় লাজুক খ্যাঁকের জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

"প্রসঙ্গঃআর্ট"

🇧🇩 বাংলাদেশ থেকে

আমি @shahin05

রোজঃমঙ্গলবার
২৫ শে অক্টোবর ২০২২ইং*

আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনাদের দোয়ায় আল্লাহতালা রহমতে আমিও ভালো আছি। প্রথমে জানি আমার বাংলা ব্লগ এর সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন । তাদের জন্য আজকে আমি আবারো নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। তবে অনেকদিন থেকে আর্ট করার কোন অভ্যাস নেই। আজকে হঠাৎ করে একটি আর্ট করে আপনাদের সামনে নিয়ে আসলাম। তাহলে ছবির বন্ধুরা আমার তৈরি করা রাগান্বিত ড্রাগনের মুখ অঙ্কন চিত্রটি দেখে নেওয়া যাক

IMG_20221025_143409_415.jpg

তৈরি করার জন্য যা যা প্রয়োজন

  • পেন্সিল
  • রাবার।
  • খাতা।
  • মার্কার পেন ।

তাহলে চলুন বন্ধুরা ধাপগুলো দেখে নেয়া যাক

ধাপ নং-০১
vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9azvcd1sFjYxMA45eBYs39cthVpM1txupgQgHBUYSxSaeCHsVndkVX3hNNf3xsBvsQAFEFtTCRihAq1PWaraWk44npe.jpeg

প্রথম অবস্থায় আমরা ড্রাগনটির চোখের অংশটি তৈরি করে নিব।

ধাপ নং-০২
vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9TfKNFuoWawPankfrwfZizZ3eGPm4qipRuLxFRNtYd2aEXojb1vX6efBt5KsP8jLUjAopXyRq3tnQZLqjXDPkNeCqyG.jpeg

এখন আমরা চোখের সামনে যে নাকের অংশটি রয়েছে সেটি একটু ভালো করে আর্ট করে নিব।

ধাপ নং-০৩
vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9TFfej2fWC7STNSxATPeJCzWSuFtuxANvyDEsuRM2fNJcJURoLGsHvuzbcuSUhom4CEpUsNSQcL5aFoQ1vPzQEhCKnN.jpeg

রাগান্বিত অবস্থায় ড্রাগনের মুখ যেমন থাকে ঠিক তেমনভাবেই তৈরি করে দেবো।

ধাপ নং-০৪
vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9TbLwoikEccEDjWVn6WKhLfkmAkz52hZQdee7hcXD96yq5cRKBTAU7aKMvmg3yk3wesafu2mb6kEcebQNdkfCrVdoAe.jpeg

এখন তার জিব্বার অংশটি তৈরি করে দিব ।

ধাপ নং-০৫
vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9aedNVGPtQ7dTUrVKXyay515iusRrR18ACWAuWd989beBH48sBybQNNYJD3inD8yKMBRLAVmzbcGoRLMvy47E8yGZie.jpeg

শেষ পর্যায়ে আমরা পিছনের অংশগুলো ভালোভাবে তৈরি করে নিব এবং এখানেই আমাদের পেন্সিলের আর্ট সম্পূর্ণ হয়ে যাবে।

ধাপ নং-০৬
vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9UQzr2otxsHmeDC3x2BZgq5WR1DmqZcnAmKquRQM9Fo5CVWpJakyBXqjrUiLtbVFHU7vpgF4kvdotq8PRhA4dQF6jJW.jpeg

এখন আমরা মার্কার পেন ব্যবহার করে প্রথম অবস্থায় চোখের অংশটি তৈরি করে নেব।

ধাপ নং-০৭
vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9U4n9M2v1U6nkHxMK8ha5tbtLE7yChUPCxMECeduBNsE2h45YRDSUY8FoiDWbNax9fn7q8PyYxd1GH6Kvp5sCTjYYaS.jpeg

এরপর ধাপে ধাপে আমরা সবকিছু করে নিব। তাহলে আমাদের আজকের আর্ট সম্পূর্ণ হয়ে যাবে।

ধাপ নং-০৮
IMG_20221025_143501_233.jpg

সর্বশেষে সেটাকে নিয়ে নিজের সাথে একটি সেলফি তুলে দিলাম।


আইটেলভিশন ১
ফটোগ্রাফার@shahin05
লোকেশনW3W


আশা করি আমার তৈরি করা রাগান্বিত ড্রাগনের মুখ অঙ্কন চিত্রটি আপনাদের সবার ভালো লাগবে। তাই সবার সুস্থ কামনা করে আজকের মন এখানে শেষ করলাম। তবে লেখার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

সবাইকে ধন্যবাদ


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 2 years ago 

ভাইয়া আপনি অনেকদিন পরে আর্ট করলেও আজকের রাগান্বিত ড্রাগনের চিত্রাংকনটি বেশ সুন্দর হয়েছে। দেখতে অনেক ভয়ঙ্কর হয়েছে ড্রাগনের চিত্রাংকন টি। ধাপ গুলো অনেক সুন্দরভাবে সাজিয়ে উপস্থাপনা করে আমাদের সঙ্গে শেয়ার করেছেন। অনেক ভালো লাগলো আপনার চিত্রাংকন টি।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

খুবই চমৎকারভাবে আপনি একটি রাগান্বিত ড্রাগনের মুখ অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই অংকন সত্যিই অনেক বেশি আকর্ষণীয় হয়েছে তবে রাগান্বিত ড্রাগনের মুখ দেখে খুবই ভয় লাগছে। প্রতিনিয়ত চেষ্টা করা যাবে না এরকম সুন্দর সুন্দর অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

রাগান্বিত ড্রাগনের মুখ দেখে প্রথমে আমি একটু ভয় পেয়ে গেছিলাম। চমৎকার অংকন করেছেন আপনি। আপনার আইডিয়াটা দারুন ছিল। আর্টের প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্যটি প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

 2 years ago 
রাগান্বিত ড্রাগনের মুখের চিত্রাঙ্কনটি কিন্তু খুবই অসাধারণ হয়েছে ভাইয়া।যদিও অনেক দিন পরে অংকন করেছেন।তারপর ও খুবই নিখুঁত হয়েছে ।চিত্রাঙ্কনটি প্রতিটি ধাপে ধাপে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া,এত সুন্দর ও নিখুঁতভাবে রাগান্বিত ড্রাগনের মুখের চিত্রাঙ্কনটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।
 2 years ago 

সুন্দর একটি কমেন্ট করার জন্য ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

রাগান্বিত ড্রাগন অঙ্কনের সাথে নামটির মিল আছে। ছবিটি দেখে প্রথমে আমি একটু ভয় পেয়েছিলাম। পেন্সিল ও সাইনপেন দিয়ে খুব সুন্দর ভাবে অংকনটি সম্পন্ন করেছেন। সত্যিই ড্রাগনকে অনেক বেশি রাগান্বিত লাগছে।। অনেক ধন্যবাদ ভাই সুন্দর অংকনট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

 2 years ago 

আর্টের আউটপুট দেখেই আমি অবাক হলাম! একদম ড্রাগনের মতো। আপনার অঙ্কনের হাত বেশ ভালো বলায় যায়। ধাপে ধাপে সুন্দর করে দেখিয়েছেন। চালিয়ে যান ভাই।

 2 years ago 

উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

আপনার চিত্রাংকন টি দেখে প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম ভাইয়া। তবে আপনার চিত্রাংকন টি দেখতে অসাধারণ হয়েছে। আপনি অনেক ধৈর্য সহকারে চিত্রাংকনটি করেছেন। এটা করতে মনে হয় অনেক সময় লেগেছে । আপনার চিত্রাংকনটি দেখেই বোঝা যাচ্ছে যে আপনি এই কাজে একদম পারদর্শী। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি চিত্রাংকন আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্যটি প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

 2 years ago 

রাগান্বিত ড্রাগনের মুখ অঙ্কন দেখে তো ভয়ংকর মনে হচ্ছে। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। আপনার হাতের কাজ অনেক সুন্দর। চমৎকার একটি আর্ট শেয়ার করেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 

অনেকদিন যাবত আর্ট করার কোন অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও হুটহাট করে যে আর্টটি আপনি করেছেন সেটি আসলে খুবই মনমুগ্ধকর। আর আমি বলব আপনি আর্ট প্রতিনিয়ত আমাদের মাঝে শেয়ার করে যান, কেননা আপনার আর্টের দক্ষতা অনেক ভালো আছে ধন্যবাদ।

 2 years ago 

মাঝে মাঝে ভালো লাগেনা তাই এরকম করে আপনাদের সাথে শেয়ার করি।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

আপনি খুবই আকর্ষণীয় একটি চিত্রাংকন করেছেন রাগান্বিত ড্রাগনের মুখের। কালো কলম ব্যবহার করে করেছেন দেখে খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে এটি। আপনার আইডিয়া দেখে খুবই ভালো লাগলো। একদম সত্যিকারের ড্রাগনের মুখ মনে হচ্ছে। ধন্যবাদ আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.034
BTC 64333.84
ETH 2760.35
USDT 1.00
SBD 2.65