সরপুঁটি মাছের ভুনা রেসিপি,,, ১০% প্রিয় লাজুক খ্যাঁকের জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

"প্রসঙ্গঃ রেসেপি"

🇧🇩 বাংলাদেশ থেকে

আমি @shahin05

রোজঃ সোমবার
২৫শে এপ্রিল ২০২২

আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনাদের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি। প্রথমে জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের জন্য আবার আজকে আমি নিয়ে আসলাম একটি মজাদার রেসিপি। তাদের সামনে আজকে নিয়ে আসলাম সরপুঁটি মাছের ভুনা রেসিপি। তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে আমার তৈরি করা সেই সরপুঁটি মাছের ভুনা রেসিপি দেখে নেওয়া যাক।

IMG_20220415_193447.jpg

রেসিপিটি তৈরি করার জন্য যা যা প্রয়োজন।

  • মাছ ।
  • মরিচ
  • পেঁয়াজ
  • লবণ।
  • হলুদ।
  • মসলা।

তাহলে চলুন বন্ধুরা আমার তৈরি করার রেসিপি টি ধাপ গুলো দেখে নেওয়া যাক

🔥ধাপ নং ১ 🔥

IMG_20220415_185723.jpg

প্রথমে আমরা কিছু মাছ নিয়ে নেব। তবে সেগুলো নেওয়ার পর পরিষ্কার করে একটু পরিষ্কার করে রেখে দিব।

🔥ধাপ নং ২ 🔥

IMG_20220415_185832.jpg

এখন আমরা মরিচ পেঁয়াজ ও লবণ একসঙ্গে মিশিয়ে নিব।

🔥ধাপ নং ৩🔥

IMG_20220415_190025.jpg

এখন আমরা রান্না করার জন্য একটি পাতিলে প্রথমে মাছ তারপরে সব গুলো নিয়ে নিবো।

🔥ধাপ নং ৪🔥

IMG_20220415_190112.jpg

এরপর সবগুলোকে ভালোভাবে মেখে দিবো।

🔥ধাপ নং ৫🔥

IMG_20220415_190127.jpg

মাছগুলোকে সিদ্ধ করার জন্য মাছ গুলোর উপর পরিমাণমতো পানি দিয়ে দিব।

🔥ধাপ নং ৬🔥

IMG_20220415_190934_1.jpg

এখন আমরা সে গুলোকে চুলের উপর বসে তাপ দিতে থাকব।

🔥ধাপ নং ৭🔥

IMG_20220415_193426.jpg

একসময় যখন দেখব সেগুলো চিত্রের মত হয়ে আছে তখন বুঝতে হবে রেসিপি আমাদের সম্পূর্ণ হয়ে গেছে।

🔥ধাপ নং ৮🔥

IMG_20220415_193445.jpg

সর্বশেষে রেসিপিটি কে আলাদা পরিষ্কার একটি পাত্রে নিয়ে নেব।


মডেলডিভাইস
আইটেলভিশন ১
ফটোগ্রাফার@shahin05
লোকেশনW3W


আশা করি আমার দেখানো রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। তাই সবার সুস্থতা দান করে আজকের মনে এখানেই শেষ করলাম। তবে লেখার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

❤️ সবাইকে ধন্যবাদ ❤️

Sort:  
 2 years ago 

ভাই এই সরপুঁটি মাছটা কেন জানি আমার কাছে খেতে খুব একটা ভালো লাগে না। তবে আপনার রেসিপি দেখেন তো খুবই লোভ লাগছে, মন চাচ্ছে এখনই এক পিস্ নিয়ে খেয়ে নি। খুবই চমৎকার ও সুস্বাদু রেসিপি হয়েছে মনে হচ্ছে, খেতে না জানি কতটা সুস্বাদু হবে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর একটি মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

সরপুঁটি মাছের ভুনা রেসিপিটি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে যদিও সরপুঁটি মাছের ভুনা এর আগে কখনো খাইনি।আপনি প্রতিটি ধাপ সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার সরপুঁটি মাছের ভুনা রেসিপি দেখে মনে হচ্ছে অভিযোগ রয়েছে। সরপুটি মাছ আমার খুব প্রিয়। সরপুঁটি মাছ ভুনা করলে এমনিতেই অনেক সুস্বাদু হয়। খুবই ভালো লাগে খেতে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে তুলে ধরার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

সুন্দর একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু

 2 years ago 

আপনার স্বরপুটি মাছ রান্নার রেসিপি দেখে জ্বিভে পানি এসে গেলো ভাই৷ কি সুন্দর কাচা মরিচ আর পেয়াজ বেটে নিয়ে আজকের এই রেসিপি টি তৈরি করেছেন। খেতে মনে হচ্ছে বেশ সুস্বাদু হয়েছে।
কালারটাই বলে দিচ্ছে কতটা পারফেক্ট তৈরি হয়েছে 😋😋😋

 2 years ago 

এক সময় ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

এরকম মাপের সরপুঁটি মাছ গুলো খেতে বেশ ভালোই লাগে। আমার বাসায় এভাবেই সরপুঁটি মাছ ভুনা করে রান্না করা হয়। যাইহোক আপনার রান্না করা সরপুঁটি মাছের ভুনা রেসিপিটি দেখতে বেশ লোভনীয় লাগছে। খেতে মনে হয় বেশ সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

মূল্যবান মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

ওয়াও! আপনার সরপুঁটি মাছ ভুনা রেসিপি টি খুবই চমৎকার হয়েছে। সরপুঁটি মাছ আমার খুবই পছন্দের একটি মাছ।আমাদের নিজেদের পুকুর থেকে সরপুঁটি মাছ প্রায় সময় তোলা হয় । আপনি খুব চমৎকার ভাবে সরপুঁটি মাছ ভুনা করে দেখিয়েছেন। খুব চমৎকারভাবে প্রতিটি ধাপ বিশ্লেষণ করেছেন। ধন্যবাদ রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর একটি কমেন্ট করার জন্য ধন্যবাদ আপু

 2 years ago 

সরপুটি মাছ খুবই সুস্বাদু।সব মাছের থেকে এই মাছটি আমার খুবই প্রিয়।আর সরপুটি মাছ এর ভুনা রেসিপি টা দেখে আমার এখনই খেতে ইচ্ছে করছে। আপনি অনেক সুন্দরভাবে রান্নার প্রতিটি ধাপ তুলে ধরেছেন। আপনার এই রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য

 2 years ago 

সরপুঁটি মাছ আমার তেমন একটা খাওয়া হয়না। কবে খেয়েছি মনেও নেই। তবে এভাবে রান্না করে কখনো খাওয়া হয়নি। সবসময় ভাজি করে খেয়েছি।
আর আমরা ভুনা করার সময় পেঁয়াজ মরিচ, লবণ ভেজে নেই এবং মাছ ভেজে নেই তারপর রান্না করি। তবে আপনি অন্যভাবে রানা করেছেন দেখছি।
সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর একটি কমেন্ট করার জন্য ধন্যবাদ আপু

 2 years ago 

সরপুঁটি মাছ ভুনা ওয়াও এই লোভনীয় একটি রেসিপি প্রস্তুত করলেন ভাইয়া দেখেই জিভে জল চলে আসলো নিশ্চয়ই খেতে অনেক সুস্বাদু হয়েছিলো ভাগ্যিস রেসিপিটি ইফতারের পরে চোখে পরলো সুন্দর উপস্থাপনা করেছেন ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

আজ অনেকদিন পর আপনার পোষ্টের মাধ্যমে সরপুঁটি মাছ দেখলাম ভাইয়া। এই সরপুঁটি মাছ আমাদের এদিকে খুব বেশি পাওয়া যায় না। এই সরপুঁটি মাছ আমার বাবার অনেক পছন্দের। যাইহোক ভাইয়া, আপনার সরপুঁটি মাছের রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। সরপুঁটি মাছের সুস্বাদু রেসিপি তৈরি করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

চোখ জুড়ানো কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 60684.92
ETH 2911.45
USDT 1.00
SBD 2.30