বোনের বিয়ে পর্ব-১ // ১০% লাজুক খ্যাঁকের জন্য
হ্যালো
আমার প্রিয় বন্ধুরা
রোজঃ রবিবার |
---|
১৩ ফেব্রুয়ারী ২০২২ |
---|
আশা করি আপনারা সবাই ভাল আছেন আপনাদের দোয়া আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভাল আছি । অনেক ব্যস্ততার মাঝে আমারও আজকে নিয়ে আসলাম ব্যস্তময় সময় কাটানো কোনদিন । বোনের বিয়ের কারণে প্রায় চার দিন থেকে আমাদের সবার প্রিয় কমিউনিটি তে পোস্ট করতে পারিনি । তবুও অনেক ব্যস্ততার মাঝে আজকে নিয়ে আসলাম নতুন একটি পোস্ট । বোনের বিয়েতে হলুদ মাখার দিনটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাহলে চলুন বন্ধুরা হলুদ মাখার দিনটিতে কাটানো কিছু সময় জেনে নেওয়া যাক
সকালবেলা ঘুম থেকে উঠার পরই চলে গেলাম বাজার । কারণ আজকে অনেক মেহমান আসবে তাদের জন্য রাতের কিছু খাবার করতে হবে । তাই বাজারে চলে গেলাম । সেখানে গিয়ে কিছু বাজার করে নিয়ে আসলাম । এরপর আবারো চলে গেলাম নিজের জন্য কিছু কেনাকাটা করতে । নিজের কেনাকাটা করতে করতেই প্রায় যোহরের আযান দিয়েছিল । তাই বাসায় এসে একটু গোসল করে বসে রইলাম । তবে বসে থাকাটা বেশিক্ষণ স্থায়ী হলো না । বোনের মেয়ে এসে বলল হলুদের জন্য কিছু কেনাকাটা লাগবে । |
---|
তাই তার জন্য কিছু কেনাকাটা করতে বাজারে চলে গেলাম । সেখানে গিয়ে হলুদ মাখার জন্য অনেক কিছু নিয়ে আসলাম । ছোট বাচ্চাদের অনেক কিছু নিতে নিতে অনেক টাকা শেষ হয়ে গেল । এরপর আবার সেখান থেকে বাসায় চলে আসলাম । বাসায় এসেই আসরের আযান দিলো । আযান দেওয়ার একটু পর বোন এসে বলল হলুদ মাখার জায়গায় বেলুন দিবে । কিন্তু সেই বেলুন এখনো আনা হয়নি । তার সাথে বোনের ও কিছু কেনাকাটা আছে । |
---|
তাই তাড়াতাড়ি কাজটি সম্পন্ন করতে পারলাম । কাজ শেষ করে ফ্রেশ হয়ে গেলাম । এরপর কিছু খেতে না খেতে হলুদ মাখা পর্ব শুরু হয়ে গেল । তাই হালকা একটু খেয়ে হলুদ মাখানোর জন্য চলে গেলাম । সেখানে গিয়ে বোনের বান্ধবীরা ভাই হিসেবে আমার সাথে অনেক ফাজলামো শুরু করে দিল । তাদের ফাজলামো সহ্য করতে করতে অনেক সময় পার হয়ে গেল । তাই তাদেরকে বলে সেখান থেকে চলে আসলাম । ঠিক রাত 11 টার দিকে সেখানে গেলাম । সেখানে গিয়ে দেখি তারা মজা করতেছি । |
---|
তাদের বান্ধবীর বিয়ে করলে তারা ইচ্ছেমতো নাচতেছে । তাই আমি তাদের পাশ কেটে যখনই রুমের বাইরে যেতে চাইলাম তখনই আমার হাতটা ধরে তাদের সঙ্গে আমাকে নাচতে বলল । তাই আমিও তার একটা বান্ধবীর সঙ্গে ডান্স করার পর রুমে চলে গেলাম । সেখান থেকে কিছু সময় পর বাইরে বেরিয়ে গরু জবাই করার জায়গায় চলে গেলাম । সেখানে গিয়ে গরু জবাই করা দেখলাম । এরপর গরু ঠিক করতে করতেই প্রায় রাত 2 টা বেজে গেল । তখনো দেখি তার বান্ধবীরা সবাই মিলে বসে মনের ভাব প্রকাশ করতে । ভিতরে ঢুকতেই আমাকে ডেকে নিল । তাদের সাথে কিছু সময় সঙ্গ দিয়ে তাদেরকে ঘুমানোর যাওয়ার জন্য বললাম । আমার কথা শুনে তারা ঘুমাতে গেল । তার একটু পরেই আমিও ঘুমাতে গেলাম । |
---|
ভাইয়া, আপনার বোনের বিয়ে শুনে অনেক ভালো লাগলো। দেখলাম বিয়ের জন্য অনেক কেনাকাটা করেছেন এবং আয়োজনও অনেক বেশি ছিল। বোনের বান্ধবীদের সাথে বোনের বিয়ে উপলক্ষে অনেক সময় কাটিয়েছেন দেখতে পেলাম। আপনার বোন যাতে সুখে শান্তিতে নিজের বিবাহিত জীবন কাটাতে পারে জন্য দোয়া রইল। পরবর্তীতে নিশ্চয়ই বিয়ের দিনের মুহূর্ত দেখতে পাবো। আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
সুন্দর মন্তব্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু
আপনার আপনার বোনের বিয়ে শুনে অনেক ভালো লাগলো। বিয়ে উপলক্ষে বিভিন্ন কেনাকাটা নিয়ে আপনি প্রচুর ব্যস্ত মনে হচ্ছে। তাদের দুইজনের নতুন জীবনের জন্য অনেক অনেক শুভকামনা রইল। জীবনে প্রতিটি পর্যায় তারা যেন সুখে শান্তিতে থাকতে পারে সে আশাবাদ ব্যক্ত করছি।
ধন্যবাদ ভাইয়া
বোনের বিয়ের হলুদ মাখানো দিনটি খুবই সুন্দর ভাবে উদযাপন করলেন। দোয়া করি আপনার বোনের বিয়ে খুবই সুন্দরভাবে সম্পন্ন হোক এবং আগামী দিনের জন্য শুভেচ্ছা রইল। আপনার বোনের বিয়ের প্যান্ডেল টি খুবি চমৎকার ভাবে সাজানো হয়েছে তা ছাড়াও আপনি পোস্টটি আমাদের মাঝে খুবই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য । আপনার জন্য শুভকামনা এবং দোয়া রইলো ❤️❤️🥰
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া