{ওয়ালেট তৈরি করার জন্য ওয়ালেট এর ফুল তৈরি}°°°°[ ১০% লাজুক খ্যাঁকের জন্য ]

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো

আমার প্রিয় বন্ধুরা

🇧🇩বাংলাদেশ থেকে

আমি @shahin05




  • রোজঃ সোমবার
  • ১৮ এ জানুয়ারি ২০২২


আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও আল্লাহ তায়ালা অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আবারো নিয়ে আসলাম রঙিন পেপার ফুল তৈরি। আমরা অনেক সময় ওয়ালেট তৈরি করার জন্য এই রকম ফুল তৈরি করতে হয়। আজকে আপনাদের সামনে সেই ফুলগুলো তৈরি করে নিয়ে আসলাম। তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ফুলগুলো দেখে নেওয়া যাকঃ

IMG_20220118_201024_287.jpg

ফুলগুলো তৈরি করার জন্য যা যা লাগবেঃ


  • রঙিন পেপার।
  • গাম আটা।
  • কাঁচি।

তাহলে চলুন বন্ধুরা তৈরি করার ধাপগুলো দেখে নেওয়া যাকঃ

🔥ধাপ নং ১ 🔥

IMG_20220118_185529_165.jpg

  • এখন আমাদের একটি রঙিন পেপার নিয়ে। দুপাশে ৪ ইঞ্চি করে কেটে নিতে হবে।

🔥ধাপ নং ২ 🔥

IMG_20220115_153031.jpg

  • এখন আমাদের সেগুলো এই রকম ভাবে ভাজ করে নিতে হবে।

🔥ধাপ নং ৩ 🔥

IMG_20220115_153552.jpg

  • পেপারগুলো ভালোভাবে গোল করে কাটার জন্য পেনসিল দিয়ে দাগ দিয়ে দিবো।

🔥ধাপ নং ৪ 🔥

IMG_20220115_153642.jpg

  • কাচি দিয়ে কাটার পর সেগুলো এই রকম হবে।

🔥ধাপ নং ৫ 🔥

IMG_20220115_155006.jpg

  • সেগুলোকে ভাজ থেকে আলাদা করলে এই রকম হয়ে আসবে। আর এই রকম আরো কিছু বানিয়ে নিবো।

🔥ধাপ নং ৬ 🔥

IMG_20220118_193354_786.jpg

  • অন্য একটি পেপার দিয়ে এই রকম ভাবে কেটে নিবো।

🔥ধাপ নং ৭ 🔥

IMG_20220115_160254.jpg

  • সেগুলোকে এই রকম ভাবে ভাজ করে নিবো।

🔥ধাপ নং ৮ 🔥

IMG_20220115_160616.jpg

  • কাচি দিয়ে একটি মাথা ওই রকম ভাবে কেটে নিবো।

🔥ধাপ নং ৯ 🔥

IMG_20220115_160956.jpg

  • সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে শেষ অংশ এ কিছুটা গাম লাগাই দিলে এই রকম হবে। তখন হাত দিয়ে সেগুলো একটু ফাঁকা করে দিবো।

🔥ধাপ নং ১০ 🔥

IMG_20220115_155807.jpg

  • এখন আমরা এইগুলো একটির পর একটি এই রকম দিয়ে ফুলের মতো তৈরি করবো। তবে একটি করে দেওয়ার পর এ আমাদের গাম আটা দিয়ে দিতে হবে।

🔥ধাপ নং ১১ 🔥

IMG_20220115_155942.jpg

  • এখন আমরা ওই অংশটা উপরে বসে দিবো। তাহলে আমাদের ফুলগুলো হয়ে যাবে।
ডিভাইসমডেল
আইটেলভিশন ১
ফটোগ্রাফার@shahin05
লোকেশনW3W
আশা করি আমার তৈরি করা ফুলগুলো আপনাদের সবার ভালো লাগবে। তাই সবার সুস্থতা দান করে এখানেই শেষ করলাম। তবে লেখার মাঝে ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

❤️ সবাইকে ধন্যবাদ ❤️

Sort:  
 3 years ago 

ওয়ালমেট এর সুন্দর ফুল তৈরি করেছেন।।
কালার কম্বিনেশন টা দারুণ ভাবে ফুটেছে।।
ধাপগুলি সুন্দর করে উপস্থাপন করেছেন।।

 3 years ago 

সুন্দর কমেন্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

আপনার কাগজের তৈরি ওয়ালমেট এর ফুল গুলো সত্যিই অসাধারণ চমৎকার হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপু,, 🥰🥰

 3 years ago 
আপনার তৈরি ফুল গুলো দেখতে চমৎকার হয়েছে। তাছাড়া ধাপে ধাপে তৈরির পদ্ধতি দেখানোয় পোস্টটি আরো সুন্দর হয়েছে। 🙂🙂🙂
 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্যটি প্রকাশ করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ,, ❤️❤️

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61199.00
ETH 2393.68
USDT 1.00
SBD 2.56