আমাদের জীবনটা হচ্ছে যুদ্ধ ক্ষেত্র, এখানে বীর বিক্রমে আমাদের লড়াই করে যেতে হবে। ঠিকই বলেছেন যে ব্যক্তি একবার হেরে গিয়ে হাল ছেড়ে দেয় তার থেকে দুর্বল প্রকৃতির লোক আর হয় না। জনসংখ্যা যে হারে বেড়েছে সে হারে আসলেই কর্মসংস্থান হয়নি। প্রত্যেককেই পরস্পরের সাথে মিল রেখে আমাদের সংগ্রাম করে যেতে হবে। জীবনকে উপভোগ করতে পারলে এবং সবাই মিলে সংগ্রাম করে যেতে পারলেই সাফল্য পাওয়া যাবে। কখনো কোনো ভাবেই পরাজয় স্বীকার করা যাবে না।