আমি ডাক্তারদের উপর থেকে বিশ্বাস তুলে ফেলেছি আজ থেকে প্রায় চার বছর আগে যখন আমি ডক্টর চেম্বার অ্যাসিস্ট্যান্ট ছিলাম। কারণ আমি নিজের চোখে এবং নিজের উপস্থিত থেকে এই ডক্টরদের কার্যকলাপ দেখেছি। তবে এটা মানতে হবে সব ডাক্তার একই নয়। ওই যে আপনি শেষের দিকে বললেন বয়স্ক ডক্টরদের চিকিৎসার কথা। হ্যাঁ এটাই সঠিক বয়স্ক ডক্টরদের ট্রিটমেন্ট বলে প্রকাশ করা যাবে না। যাইহোক আপনি যে সমস্যায় ভুগছেন স্রষ্টার কাছে প্রার্থনা রইল খুব তাড়াতাড়ি যেন সেরে উঠতে পারেন।