পুরো লেখাটাকে এতটাই গুছিয়ে লিখেছেন আপনি যতই পড়ছিলাম ততই ভালো লাগছিল। লেখাটার মধ্যে ইউরোপের দেশগুলো এবং এশিয়ার দেশগুলোর মধ্যে একই বয়সের ছেলেরা ভিন্ন রকম কাজের সাথে পরিচিত হয় কেউ বিশ্ব কাপায় কেউ ডিপ্রেশনে কাটায় এটার মূল কারণ হচ্ছে দেশের সিস্টেম। হ্যাঁ এটা আপনি ঠিকই বলেছেন সহমত আমি। আমাদের পরিবার থেকে কখনো চায়না এত ছোট বয়স থেকে খেলাধুলা বা অন্য কোন জায়গায় যায় কেবল মাত্র লেখাপড়া নিয়েই ব্যস্ত থাকতে বলে। যার কারণে এমন প্রতিভাবান তৈরিও হয় না। যাই হোক বর্তমান দৃষ্টিভঙ্গি নিয়ে সুন্দর কিছু কথা লিখেছেন, ধন্যবাদ।