আপনার আজকের পোস্টটি পড়ে আমি পুরো হতভম্ব হয়ে গেছি আপু। কি করে এটা সম্ভব? আর যে হুজুর ওদের বিয়ে দিয়েছে সে কি কানা নাকি। কিভাবে উনি এই বাচ্চাদের বিয়ে দিতে পারলেন। এরকম লোকদের ধিক্কার জানাই উনি তো পারতেন বাচ্চা দুটোকে ধমক দিয়ে দুই বাচ্চার বাসায় দিয়ে আসতে। সে যাই হোক নিউ জেনারেশন যে এতটা নিম্ন মানসিকতার দিকে এবং লেখাপড়া বাদ দিয়ে এসব বিয়ে নিয়ে ঘুরছে তার মানে এটা বোঝাই যাচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অনেক ভয়ঙ্কর খারাপ অবস্থার দিকে যেতে চলেছে যদি এগুলোর দিকে আমরা অভিভাবকরা সচেতন না হই। প্রার্থনা করি এরকম প্রজন্ম যেন তৈরি না হয়।
আসলেই!হুজুরটার ও কি চিন্তাধারণা!